ETV Bharat / bharat

Maharashtra Rain : টানা বৃষ্টিতে ধসে যাচ্ছে মাটি, রায়গড়ে মৃত অন্তত 36

লাগাতার বৃষ্টিতে ভূমিধসের কবলে পড়েছে মহারাষ্ট্রের রায়গড় জেলা ৷ প্রাণ গিয়েছে অন্তত 36 জনের ৷ টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

at least 35 people lost their lives in landslide due to massive rain in Raigad
Maharashtra Rain : টানা বৃষ্টিতে ধসে যাচ্ছে মাটি, রায়গড়ে মৃত অন্তত 35
author img

By

Published : Jul 23, 2021, 2:18 PM IST

Updated : Jul 23, 2021, 3:26 PM IST

রায়গড় (মহারাষ্ট্র), 23 জুলাই : ক্রমশ ভয়াবহ হচ্ছে মহারাষ্ট্রের রায়গড়ের বন্যা পরিস্থিতি ৷ সূত্রের খবর, লাগাতার বৃষ্টির জেরে জেলার নানা প্রান্তে ধস নামতে শুরু করেছে ৷ তাতে প্রাণ গিয়েছে কমপক্ষে 36 জনের ৷ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে সেকথা জানিয়েছেন তিনি ৷

রায়গড়ের জেলাশাসক নিধি চৌধুরী আগেই জানিয়েছিলেন, বুধ-বৃহস্পতিবার থেকেই জেলায় বৃষ্টির তীব্রতা প্রচণ্ড বেড়েছে ৷ আর তার জেরেই ঘটছে ভূমিধসের ঘটনা ৷ প্রাথমিকভাবে দুর্গতদের উদ্ধারকাজে হাত লাগিয়েছেন পুলিশ কর্মীরা ৷ বন্যা ও ধস কবলিত এলাকা থেকে অনেককে উদ্ধারও করেছেন তাঁরা ৷ কিন্তু উপদ্রুত এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Maharashtra Rains: 40 বছরে জুলাইয়ে রেকর্ড বৃষ্টি, বানভাসি মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন 47 গ্রাম

ইতিমধ্যে যে খবর সামনে এসেছে, তা হল, ভূমিধসে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁরা সকলেই রায়গড় জেলার তালাই গ্রামের বাসিন্দা ৷ ধস যেখানে নেমেছে, সেখানে আরও 50 থেকে 60 জন বাসিন্দা আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু, বৃষ্টির তীব্রতা বাড়ায় এখনই তাঁদের উদ্ধার করা সম্ভব নয় ৷ সেক্ষেত্রে বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকে উদ্ধারকাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু বৃষ্টি বাধ সেধেছে তাদের কাজেও ৷

অন্যদিকে, একটানা বৃষ্টিতে বিপদ বাড়ছে কোলাপুর জেলারও ৷ জলস্তর বাড়ছে স্থানীয় পঞ্চগঙ্গা নদীতে ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতেই বিপদসীমার (43 ফুট) কাছাকাছি পৌঁছে গিয়েছিল নদীর জলস্তর ৷ রাত 10টা নাগাদ জলস্তর বেড়ে হয় 41.2 ফুট ৷ এরই মধ্যে মাহাডে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার তথা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়ে পাঠায় মহারাষ্ট্র সরকার ৷ প্রশাসনের হাতে আসা তথ্য বলছে, কোলাপুর জেলায় অন্তত 47টি গ্রামের বাসিন্দারা জলবন্দি হয়ে রয়েছেন ৷ তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্তত 965টি পরিবারকে ৷

আরও পড়ুন : বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতি, নামল NDRF

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) ৷ বৃহস্পতিবারই রায়গড়ের পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে কথা বলেন তিনি ৷ সবরকম সহযোগিতার আশ্বাস দেন ৷ পরে টুইটারে নিজেই সেকথা জানান প্রধানমন্ত্রী ৷

রায়গড় (মহারাষ্ট্র), 23 জুলাই : ক্রমশ ভয়াবহ হচ্ছে মহারাষ্ট্রের রায়গড়ের বন্যা পরিস্থিতি ৷ সূত্রের খবর, লাগাতার বৃষ্টির জেরে জেলার নানা প্রান্তে ধস নামতে শুরু করেছে ৷ তাতে প্রাণ গিয়েছে কমপক্ষে 36 জনের ৷ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে সেকথা জানিয়েছেন তিনি ৷

রায়গড়ের জেলাশাসক নিধি চৌধুরী আগেই জানিয়েছিলেন, বুধ-বৃহস্পতিবার থেকেই জেলায় বৃষ্টির তীব্রতা প্রচণ্ড বেড়েছে ৷ আর তার জেরেই ঘটছে ভূমিধসের ঘটনা ৷ প্রাথমিকভাবে দুর্গতদের উদ্ধারকাজে হাত লাগিয়েছেন পুলিশ কর্মীরা ৷ বন্যা ও ধস কবলিত এলাকা থেকে অনেককে উদ্ধারও করেছেন তাঁরা ৷ কিন্তু উপদ্রুত এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Maharashtra Rains: 40 বছরে জুলাইয়ে রেকর্ড বৃষ্টি, বানভাসি মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন 47 গ্রাম

ইতিমধ্যে যে খবর সামনে এসেছে, তা হল, ভূমিধসে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁরা সকলেই রায়গড় জেলার তালাই গ্রামের বাসিন্দা ৷ ধস যেখানে নেমেছে, সেখানে আরও 50 থেকে 60 জন বাসিন্দা আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু, বৃষ্টির তীব্রতা বাড়ায় এখনই তাঁদের উদ্ধার করা সম্ভব নয় ৷ সেক্ষেত্রে বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকে উদ্ধারকাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু বৃষ্টি বাধ সেধেছে তাদের কাজেও ৷

অন্যদিকে, একটানা বৃষ্টিতে বিপদ বাড়ছে কোলাপুর জেলারও ৷ জলস্তর বাড়ছে স্থানীয় পঞ্চগঙ্গা নদীতে ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতেই বিপদসীমার (43 ফুট) কাছাকাছি পৌঁছে গিয়েছিল নদীর জলস্তর ৷ রাত 10টা নাগাদ জলস্তর বেড়ে হয় 41.2 ফুট ৷ এরই মধ্যে মাহাডে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার তথা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়ে পাঠায় মহারাষ্ট্র সরকার ৷ প্রশাসনের হাতে আসা তথ্য বলছে, কোলাপুর জেলায় অন্তত 47টি গ্রামের বাসিন্দারা জলবন্দি হয়ে রয়েছেন ৷ তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্তত 965টি পরিবারকে ৷

আরও পড়ুন : বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতি, নামল NDRF

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) ৷ বৃহস্পতিবারই রায়গড়ের পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে কথা বলেন তিনি ৷ সবরকম সহযোগিতার আশ্বাস দেন ৷ পরে টুইটারে নিজেই সেকথা জানান প্রধানমন্ত্রী ৷

Last Updated : Jul 23, 2021, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.