রায়গড় (মহারাষ্ট্র), 23 জুলাই : ক্রমশ ভয়াবহ হচ্ছে মহারাষ্ট্রের রায়গড়ের বন্যা পরিস্থিতি ৷ সূত্রের খবর, লাগাতার বৃষ্টির জেরে জেলার নানা প্রান্তে ধস নামতে শুরু করেছে ৷ তাতে প্রাণ গিয়েছে কমপক্ষে 36 জনের ৷ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে সেকথা জানিয়েছেন তিনি ৷
রায়গড়ের জেলাশাসক নিধি চৌধুরী আগেই জানিয়েছিলেন, বুধ-বৃহস্পতিবার থেকেই জেলায় বৃষ্টির তীব্রতা প্রচণ্ড বেড়েছে ৷ আর তার জেরেই ঘটছে ভূমিধসের ঘটনা ৷ প্রাথমিকভাবে দুর্গতদের উদ্ধারকাজে হাত লাগিয়েছেন পুলিশ কর্মীরা ৷ বন্যা ও ধস কবলিত এলাকা থেকে অনেককে উদ্ধারও করেছেন তাঁরা ৷ কিন্তু উপদ্রুত এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷
আরও পড়ুন : Maharashtra Rains: 40 বছরে জুলাইয়ে রেকর্ড বৃষ্টি, বানভাসি মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন 47 গ্রাম
-
Spoke to Maharashtra CM Shri Uddhav Thackeray and discussed the situation in parts of Maharashtra in the wake of heavy rainfall and flooding. Assured all possible support from the Centre to mitigate the situation. Praying for everyone’s safety and well-being. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) July 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke to Maharashtra CM Shri Uddhav Thackeray and discussed the situation in parts of Maharashtra in the wake of heavy rainfall and flooding. Assured all possible support from the Centre to mitigate the situation. Praying for everyone’s safety and well-being. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) July 22, 2021Spoke to Maharashtra CM Shri Uddhav Thackeray and discussed the situation in parts of Maharashtra in the wake of heavy rainfall and flooding. Assured all possible support from the Centre to mitigate the situation. Praying for everyone’s safety and well-being. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) July 22, 2021
ইতিমধ্যে যে খবর সামনে এসেছে, তা হল, ভূমিধসে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁরা সকলেই রায়গড় জেলার তালাই গ্রামের বাসিন্দা ৷ ধস যেখানে নেমেছে, সেখানে আরও 50 থেকে 60 জন বাসিন্দা আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু, বৃষ্টির তীব্রতা বাড়ায় এখনই তাঁদের উদ্ধার করা সম্ভব নয় ৷ সেক্ষেত্রে বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ৷ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকে উদ্ধারকাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু বৃষ্টি বাধ সেধেছে তাদের কাজেও ৷
অন্যদিকে, একটানা বৃষ্টিতে বিপদ বাড়ছে কোলাপুর জেলারও ৷ জলস্তর বাড়ছে স্থানীয় পঞ্চগঙ্গা নদীতে ৷ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতেই বিপদসীমার (43 ফুট) কাছাকাছি পৌঁছে গিয়েছিল নদীর জলস্তর ৷ রাত 10টা নাগাদ জলস্তর বেড়ে হয় 41.2 ফুট ৷ এরই মধ্যে মাহাডে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার তথা সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়ে পাঠায় মহারাষ্ট্র সরকার ৷ প্রশাসনের হাতে আসা তথ্য বলছে, কোলাপুর জেলায় অন্তত 47টি গ্রামের বাসিন্দারা জলবন্দি হয়ে রয়েছেন ৷ তাঁদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্তত 965টি পরিবারকে ৷
আরও পড়ুন : বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতি, নামল NDRF
গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) ৷ বৃহস্পতিবারই রায়গড়ের পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে কথা বলেন তিনি ৷ সবরকম সহযোগিতার আশ্বাস দেন ৷ পরে টুইটারে নিজেই সেকথা জানান প্রধানমন্ত্রী ৷