গুয়াহাটি, 5 জানুয়ারি: গত বছরের 10 নভেম্বর নিখোঁজ হয়ে গিয়েছিলেন অসমের বাসিন্দা ওয়াহিদা বেগম (Waheeda Begum) । প্রায় 2 মাস পর তাঁর খোঁজ মিলল পাকিস্তানের জেলে (Indian Woman found in Pak Prison) । মেয়েকে ফিরে পেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওয়াহিদা বেগমের মা ।
জানা গিয়েছে, গত বছরের 10 নভেম্বর অসমের নগাঁও থেকে নিখোঁজ হয়ে যান ওয়াহিদা বেগম । তিনি নিখোঁজ হওয়ার পরেই তার মা আরিফা খাতুন নগাঁও থানায় এফআইআর (First Information Report) দায়ের করেন । তবে তাঁর অভিযোগ, সে সময় তিনি পুলিশের কাছ থেকে কোনও সাড়া পাননি । একাধিকবার মেয়ের বিষয়ে খোঁজ করতে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন ।
তার পরেই 30 নভেম্বর একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে হোয়াটসঅ্যাপ কল আসে । তাঁকে বলা হয়, নম্বরটি পাকিস্তানের । ওই ফোনে তাঁকে জানানো হয়, তাঁর মেয়ে ওয়াহিদা বেগমকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে । এই মুহূর্তে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন তিনি (Assam Woman found in Pakistan Prison)।
আরও পড়ুন: দুবাই যেতে গিয়ে পাকিস্তান ! 20 বছর বাদে হামিদা বানোর কথা শোনাল ইউটিউব
ফোনটি করেছিলেন এক পাকিস্তানি আইনজীবী । তিনি আরিফা খাতুনকে ওয়াহিদা সম্পর্কে জানান । তাঁকে আইনি নোটিশও পাঠান । আইনজীবী জানিয়েছেন, আইনি নোটিশের একটি অনুলিপি পাকিস্তানে ভারতীয় দূতাবাসেও পাঠানো হয়েছে (Indian Woman found in Pakistan Prison) । এই ঘটনার পরই জানা গিয়েছে, সম্প্রতি তাঁর 1 কোটি 60 লক্ষ টাকা মূল্যের সম্পত্তি বিক্রি করেছিলেন ।
আরও পড়ুন: হেফাজতে থাকা বেসামরিক বন্দি-মৎস্যজীবীদের তালিকা আদান-প্রদান করল ভারত-পাকিস্তান
অন্যদিকে, আরিফা খাতুন যোগাযোগ করেন দিল্লির আইনজীবী সন্তোষ সুমনের সঙ্গে । ইতিমধ্যেই সন্তোষ সুমন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন । কিন্তু কোনও দফতরের কাছ থেকে সাড়া না-পেয়ে শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । আগামী কাল এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে ।