গুয়াহাটি, 16 মে : 30 জন রূপান্তরকামী তাঁদের কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজটি পেলেন ৷ শুক্রবার গুয়াহাটিতে তাঁদের জন্য বিশেষ টিকাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল ৷ দেশে প্রথম অসমের গুয়াহাটিতে তাঁদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷
তাঁরা যাতে ঠিকমতো ভ্যাকসিন নিতে পারেন, সেই জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরের সহায়তায় শহরে তাঁদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷
অসম সরকারের ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের অ্যাসোসিয়েট ভাইস-চেয়ারপার্সন আর অল অসম ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা স্বাতী বিধান বড়ুয়া ভ্যাকসিন নেওয়ার পর বলেন, "বেশিরভাগ ট্রান্সজেন্ডার মানুষের রোজগার হয় ভিক্ষে করে ৷ তাই তাঁরা সহজেই অন্য লোকের সংস্পর্শে আসেন, তাঁদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি ৷"
আরো পড়ুন: দৈনিক মৃত্যু ফের চার হাজারের উপরে, বাড়ছে সুস্থের সংখ্যাও
সারা দেশে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তাঁদের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "প্রান্তিক শ্রেণির মানুষ হওয়ায়, তাঁদের ভ্যাকসিনেশন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছিল না ৷ তখন আমরা স্বাস্থ্য দফতরকে অনুরোধ করি আর খুব পজিটিভ সাড়া পেয়েছি ৷" এমনকি স্বাস্থ্য দফতর থেকে ভ্যাকসিনেশন করার প্রয়োজনীয় উপকরণ দিয়ে সাহায্য করা হয়েছে বলে জানান স্বাতী ৷
এই মুহূর্তে এই বিশেষ প্রক্রিয়া গুয়াহাটিতেই সীমাবদ্ধ থাকলেও পরে তা বাকি রাজ্যগুলিতেও শুরু করার পরিকল্পনা রয়েছে ৷ তবে সবটাই নির্ভর করছে ভ্যাকসিনের প্রাপ্যতার উপর ৷ অসমে প্রায় 20,000 রূপান্তরকামী রয়েছেন ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, অসমে শনিবার আরো 5347 জনের কোভিড পজিটিভ ধরা পড়েছে, মারা গিয়েছেন 63 জন ৷