ETV Bharat / bharat

Himant Biswa Sarma : হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের চক্রান্ত ! উদ্ধার অপহৃত যুবক - অসম

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের চক্রান্ত ৷ আর সেই কারণে এক যুবককে অপরহণ করা হয় বলেও অভিযোগ ৷ অপহৃত যুবকের ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে বিষয়টি জানাজানি হতেই পুলিশ তদন্তে নামে ৷ এর পর অসম-নাগাল্যান্ড সীমানা থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ ৷

Assam police rescue young man who Kidnapped to Kill CM Himant Biswa Sarma
হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের চক্রান্ত ! উদ্ধার অপহৃত যুবক
author img

By

Published : Oct 10, 2021, 6:49 PM IST

দিফু (অসম), 10 অক্টোবর : অপহৃত এক যুবককে উদ্ধার করল অসম পুলিশ ৷ অভিযোগ শরৎ দাস নামে ওই যুবককে দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের চক্রান্ত করা হয়েছিল ৷ সেই কারণে শনিবার ওই যুবককে অপহরণ করা হয়েছিল ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ওই যুবক দাবি করেছিলেন, তাঁকে শনিবার নাগাল্যান্ডের ডিমাপুর থেকে কয়েকজন অপহরণ করে ৷ এর পর তাঁকে একটি পিস্তল ও 3টি গুলি দেওয়া হয় ৷ সেই সঙ্গে বলা হয়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুন করতে হবে ৷ ভিডিয়ো ভাইরাল হতেই অসম পুলিশ মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে অসম-নাগাল্যান্ড সীমানার কাছে খাতখাতি এলাকার একটি হোটেল থেকে শরৎ দাসকে উদ্ধার করে ৷

তবে, ওই যুবকের করা অভিযোগ সত্যি না মিথ্যে তা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, আজ একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যেখানে শরৎ দাস নামে ওই যুবক দাবি করেছেন, ‘‘আমি এই ভিডিয়ো করছি ডিমাপুর থেকে ৷ 9 সেপ্টেম্বর আমি এখানে একটা কাজে এসেছিলাম ৷ কয়েকজন আমাকে এখান থেকে তুলে নিয়ে যায় এবং আমার হাতে একটি পিস্তল ও 3টি গুলি দেয় ৷ তারা আমাকে নির্দেশ দিয়ে ‘মামা’কে হত্যা করার জন্য ৷ প্রসঙ্গত, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে রাজ্যে ‘মামা’ নামে বিখ্যাত ৷ গত বছর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি’র কর্মীরা তাঁকে এই নামেই সম্বোধন করত ৷ তার পর থেকেই হিমন্ত বিশ্ব শর্মা ‘মামা’ নামে সুপরিচত হন ৷

আরও পড়ুন : Amit Shah on Modi : সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ : শাহ

প্রসঙ্গত, শরৎ দাসের পোস্ট করা ওই ভিডিয়োতে, তাঁকে পিস্তল হাতে নিয়ে দেখা গিয়েছিল ৷ ভিডিয়ো পোস্ট ভাইরাল হতেই তদন্তে নামে অসম পুলিশ ৷ মোবাইলের নেটওয়ার্কের সূত্র ধরে, অসমের কারবি আংলং এলাকার পুলিশ খাতখাতি এলাকার একটি হোটেল থেকে ওই যুবককে উদ্ধার করে ৷ কিন্তু, সেখানে অপরহণকারীদের খোঁজ পায়নি পুলিশ ৷ শরৎ দাস আশঙ্কা প্রকাশ করেছিলেন, যদি অপরহণকারীরা তাঁর এই ভিডিয়ো’র কথা জানতে পারে, তবে তাঁকে মেরে ফেলবে ৷ এমনকি তাঁর সব নথিপত্র এবং সঙ্গে থাকা 3 লাখ টাকা অপহরণকারীরা ছিনতাই করেছে বলেও অভিযোগ করেছেন ৷ শরৎ দাস অসমের লখিমপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তবে, এ নিয়ে অসম পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : লখনউয়ে এসেও লখিমপুরে যাননি প্রধানমন্ত্রী, মোদিকে তুলোধনা প্রিয়াঙ্কার

দিফু (অসম), 10 অক্টোবর : অপহৃত এক যুবককে উদ্ধার করল অসম পুলিশ ৷ অভিযোগ শরৎ দাস নামে ওই যুবককে দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুনের চক্রান্ত করা হয়েছিল ৷ সেই কারণে শনিবার ওই যুবককে অপহরণ করা হয়েছিল ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ওই যুবক দাবি করেছিলেন, তাঁকে শনিবার নাগাল্যান্ডের ডিমাপুর থেকে কয়েকজন অপহরণ করে ৷ এর পর তাঁকে একটি পিস্তল ও 3টি গুলি দেওয়া হয় ৷ সেই সঙ্গে বলা হয়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুন করতে হবে ৷ ভিডিয়ো ভাইরাল হতেই অসম পুলিশ মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে অসম-নাগাল্যান্ড সীমানার কাছে খাতখাতি এলাকার একটি হোটেল থেকে শরৎ দাসকে উদ্ধার করে ৷

তবে, ওই যুবকের করা অভিযোগ সত্যি না মিথ্যে তা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, আজ একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যেখানে শরৎ দাস নামে ওই যুবক দাবি করেছেন, ‘‘আমি এই ভিডিয়ো করছি ডিমাপুর থেকে ৷ 9 সেপ্টেম্বর আমি এখানে একটা কাজে এসেছিলাম ৷ কয়েকজন আমাকে এখান থেকে তুলে নিয়ে যায় এবং আমার হাতে একটি পিস্তল ও 3টি গুলি দেয় ৷ তারা আমাকে নির্দেশ দিয়ে ‘মামা’কে হত্যা করার জন্য ৷ প্রসঙ্গত, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে রাজ্যে ‘মামা’ নামে বিখ্যাত ৷ গত বছর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি’র কর্মীরা তাঁকে এই নামেই সম্বোধন করত ৷ তার পর থেকেই হিমন্ত বিশ্ব শর্মা ‘মামা’ নামে সুপরিচত হন ৷

আরও পড়ুন : Amit Shah on Modi : সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ : শাহ

প্রসঙ্গত, শরৎ দাসের পোস্ট করা ওই ভিডিয়োতে, তাঁকে পিস্তল হাতে নিয়ে দেখা গিয়েছিল ৷ ভিডিয়ো পোস্ট ভাইরাল হতেই তদন্তে নামে অসম পুলিশ ৷ মোবাইলের নেটওয়ার্কের সূত্র ধরে, অসমের কারবি আংলং এলাকার পুলিশ খাতখাতি এলাকার একটি হোটেল থেকে ওই যুবককে উদ্ধার করে ৷ কিন্তু, সেখানে অপরহণকারীদের খোঁজ পায়নি পুলিশ ৷ শরৎ দাস আশঙ্কা প্রকাশ করেছিলেন, যদি অপরহণকারীরা তাঁর এই ভিডিয়ো’র কথা জানতে পারে, তবে তাঁকে মেরে ফেলবে ৷ এমনকি তাঁর সব নথিপত্র এবং সঙ্গে থাকা 3 লাখ টাকা অপহরণকারীরা ছিনতাই করেছে বলেও অভিযোগ করেছেন ৷ শরৎ দাস অসমের লখিমপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তবে, এ নিয়ে অসম পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : লখনউয়ে এসেও লখিমপুরে যাননি প্রধানমন্ত্রী, মোদিকে তুলোধনা প্রিয়াঙ্কার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.