ETV Bharat / bharat

Man Dresses Up As Lord Shiva: কালী-বিতর্কের মাঝেই শিব সেজে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, অসমে গ্রেফতার যুবক

পথনাটিকায় শিবের বেশ ধরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করায় অসমে গ্রেফতার করা হল এক যুবককে (Assam man arrested for dressing up as Shiva)৷ তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে (Man Dresses Up As Lord Shiva)৷

Assam Man Dresses Up As Lord Shiva In Street Play On Price Rise, arrested
শিবের বেশে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মোদিকে কটাক্ষ, অসমে গ্রেফতার যুবক
author img

By

Published : Jul 10, 2022, 5:01 PM IST

গুয়াহাটি, 10 জুলাই: দেবী কালীর পোস্টার ঘিরে যখন দেশজুড়ে শোরগোল চলছে, তখনই নয়া বিতর্ক সৃষ্টি হল অসমে (Man Dresses Up As Lord Shiva)৷ এ বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেবতা শিব ৷ পথনাটিকা চলাকালীন শিবের বেশে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷

ধৃত ব্যক্তির নাম বিরিঞ্চি বোরা ৷ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি পথনাটিকা করেছিলেন তিনি ৷ সেই পথনাটিকার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ তাঁর সেই পথনাটিকার বিরোধিতায় সরব হয়েছে হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল ৷ পথনাটিকার অভিনেতা বিরিঞ্চি বোরার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে তারা ৷ বিরিঞ্চি বোরার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করে নগাঁও সদর থানায় নিয়ে যাওয়া হয় ৷

পথনাটিকায় দেখা গিয়েছে, বিরিঞ্চি বোরা ও তাঁর সহ-অভিনেত্রী পরিশিমিতা শিব ও পার্বতীর বেশে রয়েছেন ৷ তাঁরা রাস্তায় বাইকে চড়ে যাচ্ছেন ৷ তবে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তাঁদের বাইক দাঁড়িয়ে পড়ে ৷ তখনই নাটকের দুই চরিত্র শিব ও পার্বতীর মধ্যে ঝামেলা শুরু হয় ৷ সেই সময় জ্বালানি ও অন্যান্য সমস্যা নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে তুলোধোনা করেন শিববেশী বিরিঞ্চি ৷ দ্রব্যমূল্য বৃদ্ধির (Price Rise) প্রতিবাদ জানিয়ে মানুষকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ারও আহ্বান জানান তিনি ৷

আরও পড়ুন: মা কালী বিতর্কে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি'র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে আটক করার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ যদিও পরে তাকে ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়েছে (Assam man arrested for dressing up as Shiva)৷

গুয়াহাটি, 10 জুলাই: দেবী কালীর পোস্টার ঘিরে যখন দেশজুড়ে শোরগোল চলছে, তখনই নয়া বিতর্ক সৃষ্টি হল অসমে (Man Dresses Up As Lord Shiva)৷ এ বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেবতা শিব ৷ পথনাটিকা চলাকালীন শিবের বেশে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ৷

ধৃত ব্যক্তির নাম বিরিঞ্চি বোরা ৷ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি পথনাটিকা করেছিলেন তিনি ৷ সেই পথনাটিকার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ তাঁর সেই পথনাটিকার বিরোধিতায় সরব হয়েছে হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল ৷ পথনাটিকার অভিনেতা বিরিঞ্চি বোরার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে তারা ৷ বিরিঞ্চি বোরার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করে নগাঁও সদর থানায় নিয়ে যাওয়া হয় ৷

পথনাটিকায় দেখা গিয়েছে, বিরিঞ্চি বোরা ও তাঁর সহ-অভিনেত্রী পরিশিমিতা শিব ও পার্বতীর বেশে রয়েছেন ৷ তাঁরা রাস্তায় বাইকে চড়ে যাচ্ছেন ৷ তবে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তাঁদের বাইক দাঁড়িয়ে পড়ে ৷ তখনই নাটকের দুই চরিত্র শিব ও পার্বতীর মধ্যে ঝামেলা শুরু হয় ৷ সেই সময় জ্বালানি ও অন্যান্য সমস্যা নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে তুলোধোনা করেন শিববেশী বিরিঞ্চি ৷ দ্রব্যমূল্য বৃদ্ধির (Price Rise) প্রতিবাদ জানিয়ে মানুষকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হওয়ারও আহ্বান জানান তিনি ৷

আরও পড়ুন: মা কালী বিতর্কে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি'র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে আটক করার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ যদিও পরে তাকে ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়েছে (Assam man arrested for dressing up as Shiva)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.