ETV Bharat / bharat

বুথের ভোটার 90, ভোট পড়ল 181 ! অসমে বরখাস্ত 6 নির্বাচন কর্মী - অসমে ভোট

অসমের একটি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে ৷ সেই বুথে ভোটারের সংখ্যা 90 হলেও সেখানে ভোট পড়ে গিয়েছে 181টি ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

Assam: 90 Voters, 181 Votes In Polling Booth. 6 Officials Suspended
বুথের ভোটার 90, ভোট পড়ল 181 ! অসমে বরখাস্ত 6 নির্বাচন কর্মী
author img

By

Published : Apr 6, 2021, 7:26 AM IST

গুয়াহাটি, 6 এপ্রিল: যে বুথের ভোটারসংখ্যা 90, সেখানে পড়ল 181টি ভোট ৷ অসমে ডিমা হাসায়ো জেলার ঘটনা ৷ এই ঘটনায় 6 জন নির্বাচনী আধিকারিককে বরখাস্ত করা হয়েছে ৷

1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ডিমা হাসায়োর এই বুথে ৷ 2016 সালে এখানে জিতেছিলেন বিজেপির বীরভদ্র হ্যাগজার ৷ সে বার এই বুথে ভোট পড়েছিল মাত্র 74 শতাংশ ৷ তবে এ বার সেই বুথে মোট ভোটারের থেকেও অনেক বেশি ভোট পড়েছে ৷

বিষয়টি নজরে আসার পরই কমিশন এখানে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ নির্বাচন কমিশন প্রেস বিবৃতিতে জানিয়েছে, "প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার ঘটনার কথা মেনে নিয়েছেন ৷"

আরও পড়ুন: ইচ্ছে মতো দিলীপ খেললেও জিতবেন নাকি সুজিত !

সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, স্বরাজকান্তি দাস, লালজামলো ঠেককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে ৷ এ বছর এই নিয়ে দ্বিতীয়বার পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন ৷

গুয়াহাটি, 6 এপ্রিল: যে বুথের ভোটারসংখ্যা 90, সেখানে পড়ল 181টি ভোট ৷ অসমে ডিমা হাসায়ো জেলার ঘটনা ৷ এই ঘটনায় 6 জন নির্বাচনী আধিকারিককে বরখাস্ত করা হয়েছে ৷

1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ডিমা হাসায়োর এই বুথে ৷ 2016 সালে এখানে জিতেছিলেন বিজেপির বীরভদ্র হ্যাগজার ৷ সে বার এই বুথে ভোট পড়েছিল মাত্র 74 শতাংশ ৷ তবে এ বার সেই বুথে মোট ভোটারের থেকেও অনেক বেশি ভোট পড়েছে ৷

বিষয়টি নজরে আসার পরই কমিশন এখানে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ নির্বাচন কমিশন প্রেস বিবৃতিতে জানিয়েছে, "প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার ঘটনার কথা মেনে নিয়েছেন ৷"

আরও পড়ুন: ইচ্ছে মতো দিলীপ খেললেও জিতবেন নাকি সুজিত !

সেক্টর অফিসার, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, স্বরাজকান্তি দাস, লালজামলো ঠেককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে ৷ এ বছর এই নিয়ে দ্বিতীয়বার পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.