ETV Bharat / bharat

NEET PG Counselling 2023: নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিং এবার 'কাট অফ নম্বর' ছাড়াই, বিষয়টি ঠিক কী! - কাট অফ নাম্বার

নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিং-এর তৃতীয় রাউন্ডে রইল না কাট অফ নম্বর ৷ এর ফলে শূন্য নম্বর পেয়েও স্নাতকোত্তর মেডিক্যাল এবং ডেন্টাল কোর্সের জন্য আবেদন করা যাবে । নয়া সিদ্ধান্ত নিল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি ৷ বিষয়টি ঠিক কী, জেনে নেওয়া যাক...

NEET PG Counselling
নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিং-
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 4:25 PM IST

Updated : Sep 21, 2023, 5:27 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: এবার সর্বনিম্ন নম্বর পেলেও সুযোগ মিলবে স্নাতকোত্তরে ডাক্তারি পড়ার ৷ নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিংয়ের তৃতীয় রাউন্ড যোগ্যতায় কাট-অফ নম্বর তুলে নেওয়া হল ৷ এমনটাই ঘোষণা করা হয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটির তরফে । এই নয়া সিদ্ধান্তে শূন্য নম্বর পেয়েও আবেদনকারীদের স্নাতকোত্তর মেডিক্যাল এবং ডেন্টাল আসনগুলির জন্য প্রতিযোগিতা করার অনুমতি দেবে । সিদ্ধান্তটি সমস্ত বিভাগে সর্বজনীনভাবে প্রযোজ্য ৷ স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এই সিদ্ধান্ত ।

এর আগে নিট পিজি কাউন্সেলিংয়ে যোগ্যতার মানদণ্ডে জেনারেল ক্যাটাগরিদের জন্য মোট 800 নম্বরের মধ্যে 291 নম্বর কাট-অফ স্কোর এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 257 নম্বর পাওয়া বাধ্যতামূলক ছিল । তবে এই সাম্প্রতিক নীতি পরিবর্তনের পরে যারা কেবল নিট পিজি পরীক্ষায় অংশ নিয়েছিল এবার তারাও কাউন্সেলিং প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে । এই নয়া পদক্ষেপে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য 13 হাজারেরও বেশি শূন্য আসন থাকবে ৷ সরকারি বিজ্ঞপ্তিতে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি ঘোষণা করেছে, "নিট পিজি কাউন্সেলিং 2023-এর জন্য পিজি কোর্সের (মেডিক্যাল/ডেন্টাল) যোগ্যতার শতকরা হার সব বিভাগে শূন্যে নামিয়ে আনা হয়েছে ।"

  • I completely disagree with the bizarre circular released by @MoHFW_INDIA of removing cut off bar from#NEETPG. @PMOIndia - it is only going to promote corruption and high fee in pvt medical colleges.
    It is Shameful tht any medical body supported this step of zero percent merit.… pic.twitter.com/emv6crDBYw

    — Dr. Rohan Krishnan (@DrRohanKrishna3) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নয়া সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে চিকিৎসকমহলের তরফে ৷ কেউ কেউ কাট-অফ নাম্বার সরানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ৷ খালি আসনগুলি পূরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং প্রার্থীদের বেশি করে সুযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন ৷ অন্যরা এটিকে উদ্ভট এবং সম্ভাব্যভাবে চিকিৎসা শিক্ষার মানের সঙ্গে আপস করা হয়েছে বলে এর তীব্র নিন্দা করেছেন ।

আরও পড়ুন: নিট-পিজির কাউন্সেলিং শুরু বুধে, স্বস্তি মেডিক্যাল পড়ুয়াদের

এই নয়া সিদ্ধান্তের আগে কাউন্সেলিং-এর প্রথম দুই রাউন্ডে পিজি আসনগুলিতে ভর্তির যোগ্যতার শতকরা হার অসংরক্ষিত বিভাগের জন্য 50, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 45 এবং সংরক্ষিত-শ্রেণির শিক্ষার্থীদের জন্য 40 নির্ধারণ করা হয়েছিল । আগের শিক্ষাবর্ষে নির্দিষ্ট কাট-অফ মার্কগুলিও ছিল: জেনারেল ক্যাটাগরির জন্য 291 নম্বর, এসসি, এসটি, এবং ওবিসি-এর জন্য 257 এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য 274 নম্বর ।

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: এবার সর্বনিম্ন নম্বর পেলেও সুযোগ মিলবে স্নাতকোত্তরে ডাক্তারি পড়ার ৷ নিট পিজি মেডিক্যাল কাউন্সেলিংয়ের তৃতীয় রাউন্ড যোগ্যতায় কাট-অফ নম্বর তুলে নেওয়া হল ৷ এমনটাই ঘোষণা করা হয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটির তরফে । এই নয়া সিদ্ধান্তে শূন্য নম্বর পেয়েও আবেদনকারীদের স্নাতকোত্তর মেডিক্যাল এবং ডেন্টাল আসনগুলির জন্য প্রতিযোগিতা করার অনুমতি দেবে । সিদ্ধান্তটি সমস্ত বিভাগে সর্বজনীনভাবে প্রযোজ্য ৷ স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এই সিদ্ধান্ত ।

এর আগে নিট পিজি কাউন্সেলিংয়ে যোগ্যতার মানদণ্ডে জেনারেল ক্যাটাগরিদের জন্য মোট 800 নম্বরের মধ্যে 291 নম্বর কাট-অফ স্কোর এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 257 নম্বর পাওয়া বাধ্যতামূলক ছিল । তবে এই সাম্প্রতিক নীতি পরিবর্তনের পরে যারা কেবল নিট পিজি পরীক্ষায় অংশ নিয়েছিল এবার তারাও কাউন্সেলিং প্রক্রিয়াতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে । এই নয়া পদক্ষেপে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য 13 হাজারেরও বেশি শূন্য আসন থাকবে ৷ সরকারি বিজ্ঞপ্তিতে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি ঘোষণা করেছে, "নিট পিজি কাউন্সেলিং 2023-এর জন্য পিজি কোর্সের (মেডিক্যাল/ডেন্টাল) যোগ্যতার শতকরা হার সব বিভাগে শূন্যে নামিয়ে আনা হয়েছে ।"

  • I completely disagree with the bizarre circular released by @MoHFW_INDIA of removing cut off bar from#NEETPG. @PMOIndia - it is only going to promote corruption and high fee in pvt medical colleges.
    It is Shameful tht any medical body supported this step of zero percent merit.… pic.twitter.com/emv6crDBYw

    — Dr. Rohan Krishnan (@DrRohanKrishna3) September 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নয়া সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে চিকিৎসকমহলের তরফে ৷ কেউ কেউ কাট-অফ নাম্বার সরানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ৷ খালি আসনগুলি পূরণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং প্রার্থীদের বেশি করে সুযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন ৷ অন্যরা এটিকে উদ্ভট এবং সম্ভাব্যভাবে চিকিৎসা শিক্ষার মানের সঙ্গে আপস করা হয়েছে বলে এর তীব্র নিন্দা করেছেন ।

আরও পড়ুন: নিট-পিজির কাউন্সেলিং শুরু বুধে, স্বস্তি মেডিক্যাল পড়ুয়াদের

এই নয়া সিদ্ধান্তের আগে কাউন্সেলিং-এর প্রথম দুই রাউন্ডে পিজি আসনগুলিতে ভর্তির যোগ্যতার শতকরা হার অসংরক্ষিত বিভাগের জন্য 50, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 45 এবং সংরক্ষিত-শ্রেণির শিক্ষার্থীদের জন্য 40 নির্ধারণ করা হয়েছিল । আগের শিক্ষাবর্ষে নির্দিষ্ট কাট-অফ মার্কগুলিও ছিল: জেনারেল ক্যাটাগরির জন্য 291 নম্বর, এসসি, এসটি, এবং ওবিসি-এর জন্য 257 এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য 274 নম্বর ।

Last Updated : Sep 21, 2023, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.