ETV Bharat / bharat

এক মাসে 20 লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে ! জানাল হোয়্যাটসঅ্যাপ

নতুন আইটি নিয়ম মেনে চলতে গিয়ে প্রথম মাসে হোয়্যাটসঅ্যাপ 20 লক্ষ ভারতীয়ের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ৷ 345 টি অভিযোগ এসেছে তাদের কাছে ৷

হোয়্যাটসঅ্যাপ
হোয়্যাটসঅ্যাপ
author img

By

Published : Jul 16, 2021, 7:57 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : মাত্র এক মাসে বন্ধ করতে হয়েছে 20 লক্ষ (two million) ভারতীয় অ্যাকাউন্ট, হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষকে (WhatsApp) ৷ হ্যাঁ, 15 মে থেকে 15 জুনের মধ্যে এই বিপুল সংখ্য়ক ভারতীয়ের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে তারা, সঙ্গে 345টি অভিযোগ (grievance reports) এসেছে ৷ নতুন আইটি নিয়ম কার্যকর করার প্রথম মাসে এই পদক্ষেপ করতে হয়েছে বলে জানিয়েছে সোশ্যাল মিডিয়া সংস্থাটি ৷

বৃহস্পতিবার হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, "আমাদের প্রধান লক্ষ্য অ্যাকাউন্টগুলি যেন বহু সংখ্যক ক্ষতিকারক আর অযথা বার্তা পাঠাতে না পারে ৷ প্রচুর বা অস্বাভাবিক হারে বার্তা পাঠানোর এই অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করার উন্নত ক্ষমতা রয়েছে আমাদের কাছে ৷ আমরা 15 মে-15 জুনের মধ্যে শুধুমাত্র ভারতেই 20 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি এই ধরনের বিরক্তিকর কাজের জন্য ৷" এর ব্যাখ্যা দিয়ে তারা জানিয়েছে, "আশা করছি, রিপোর্টের 30-45 দিন পর ডেটা সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের জন্য যথেষ্ট সময় নিয়ে আমরা পরবর্তী তথ্য প্রকাশ করব ৷"

আরও পড়ুন : নয়া প্রাইভেসি পলিসি গ্রহণে গ্রাহকদের জোর করবে না হোয়াটসঅ্যাপ

ফেসবুকের এই সংস্থাটি আরও জানিয়েছে, তাদের পদ্ধতি (system) আগের থেকে বেশি উন্নত মানের (Sophitication) হওয়ায় 2019 থেকে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, "তাই আমরা আরও বেশি অ্যাকাউন্ট ধরতে পারছি, যেখানে বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় মেসেজ পাঠানোর সম্ভাবনা রয়েছে ৷" যদিও সারা বিশ্বে প্রতি মাসে গড়ে প্রায় 80 লক্ষ (8 million) অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে ৷

এই বিষয়ে অ্যাকাউন্ট থেকে "বিহেভিয়রাল সিগন্যাল" (behavioural signal) পাওয়া ছাড়াও "আনএনক্রিপটেড ইনফরমেশন"-এর (unencrypted information) উপর নির্ভর করে তারা ৷ পাশাপাশি ব্যবহারকারীর রিপোর্ট, প্রোফাইল ফোটো, গ্রুপ ফোটো আর উন্নত এআই টুল (advanced AI tools)-ও এই কাজে সাহায্য করে ৷ বেশিরভাগ ব্যবহারকারী হোয়্যাটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করেছে হয় তাদের অ্যাকাউন্ট ফের চালু করার জন্য অথবা অ্যাকাউন্ট সাপোর্টের (Account support) জন্য ৷

অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন গুগল, কু, টুইটার, ইনস্টাগ্রাম আর ফেসবুকও তাদের অভিযোগের রিপোর্ট জমা দিয়েছে ইতিমধ্যে ৷ ডিজিটাল প্ল্যাটফর্মগুলির অপব্যবহার, অশ্লীল, বিরক্তিকর কাজকর্ম রুখতে নতুন আইটি নিয়ম তৈরি করা হয়েছে ৷ এখানে ব্যবহারকারীরা অভিযোগ জানানোর সুযোগ (grievance redressal) পাবে ৷ এই নিয়মানুযায়ী চিহ্নিত বিষয়বস্তুকে (flagged content) 36 ঘণ্টার মধ্যে সরিয়ে দিতে (take down) হবে ৷ এর মধ্যে যেগুলি পর্নোগ্রাফি বিষয়ের, তা 24 ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে ৷

এর জন্য় তিন ধরনের প্রধান আধিকারিক গ্রিভ্যান্স (Grievance officer), চিফ কমপ্লায়েন্স (chief compliance officer) আর নোডাল (Nodal Office), থাকা বাধ্যতামূলক ৷ এঁদের সবাইকে ভারতের নাগরিক হতে হবে ৷

নয়াদিল্লি, 16 জুলাই : মাত্র এক মাসে বন্ধ করতে হয়েছে 20 লক্ষ (two million) ভারতীয় অ্যাকাউন্ট, হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষকে (WhatsApp) ৷ হ্যাঁ, 15 মে থেকে 15 জুনের মধ্যে এই বিপুল সংখ্য়ক ভারতীয়ের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে তারা, সঙ্গে 345টি অভিযোগ (grievance reports) এসেছে ৷ নতুন আইটি নিয়ম কার্যকর করার প্রথম মাসে এই পদক্ষেপ করতে হয়েছে বলে জানিয়েছে সোশ্যাল মিডিয়া সংস্থাটি ৷

বৃহস্পতিবার হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, "আমাদের প্রধান লক্ষ্য অ্যাকাউন্টগুলি যেন বহু সংখ্যক ক্ষতিকারক আর অযথা বার্তা পাঠাতে না পারে ৷ প্রচুর বা অস্বাভাবিক হারে বার্তা পাঠানোর এই অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করার উন্নত ক্ষমতা রয়েছে আমাদের কাছে ৷ আমরা 15 মে-15 জুনের মধ্যে শুধুমাত্র ভারতেই 20 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি এই ধরনের বিরক্তিকর কাজের জন্য ৷" এর ব্যাখ্যা দিয়ে তারা জানিয়েছে, "আশা করছি, রিপোর্টের 30-45 দিন পর ডেটা সংগ্রহ ও সত্যতা যাচাইয়ের জন্য যথেষ্ট সময় নিয়ে আমরা পরবর্তী তথ্য প্রকাশ করব ৷"

আরও পড়ুন : নয়া প্রাইভেসি পলিসি গ্রহণে গ্রাহকদের জোর করবে না হোয়াটসঅ্যাপ

ফেসবুকের এই সংস্থাটি আরও জানিয়েছে, তাদের পদ্ধতি (system) আগের থেকে বেশি উন্নত মানের (Sophitication) হওয়ায় 2019 থেকে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে, "তাই আমরা আরও বেশি অ্যাকাউন্ট ধরতে পারছি, যেখানে বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় মেসেজ পাঠানোর সম্ভাবনা রয়েছে ৷" যদিও সারা বিশ্বে প্রতি মাসে গড়ে প্রায় 80 লক্ষ (8 million) অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে ৷

এই বিষয়ে অ্যাকাউন্ট থেকে "বিহেভিয়রাল সিগন্যাল" (behavioural signal) পাওয়া ছাড়াও "আনএনক্রিপটেড ইনফরমেশন"-এর (unencrypted information) উপর নির্ভর করে তারা ৷ পাশাপাশি ব্যবহারকারীর রিপোর্ট, প্রোফাইল ফোটো, গ্রুপ ফোটো আর উন্নত এআই টুল (advanced AI tools)-ও এই কাজে সাহায্য করে ৷ বেশিরভাগ ব্যবহারকারী হোয়্যাটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করেছে হয় তাদের অ্যাকাউন্ট ফের চালু করার জন্য অথবা অ্যাকাউন্ট সাপোর্টের (Account support) জন্য ৷

অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন গুগল, কু, টুইটার, ইনস্টাগ্রাম আর ফেসবুকও তাদের অভিযোগের রিপোর্ট জমা দিয়েছে ইতিমধ্যে ৷ ডিজিটাল প্ল্যাটফর্মগুলির অপব্যবহার, অশ্লীল, বিরক্তিকর কাজকর্ম রুখতে নতুন আইটি নিয়ম তৈরি করা হয়েছে ৷ এখানে ব্যবহারকারীরা অভিযোগ জানানোর সুযোগ (grievance redressal) পাবে ৷ এই নিয়মানুযায়ী চিহ্নিত বিষয়বস্তুকে (flagged content) 36 ঘণ্টার মধ্যে সরিয়ে দিতে (take down) হবে ৷ এর মধ্যে যেগুলি পর্নোগ্রাফি বিষয়ের, তা 24 ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে ৷

এর জন্য় তিন ধরনের প্রধান আধিকারিক গ্রিভ্যান্স (Grievance officer), চিফ কমপ্লায়েন্স (chief compliance officer) আর নোডাল (Nodal Office), থাকা বাধ্যতামূলক ৷ এঁদের সবাইকে ভারতের নাগরিক হতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.