নাসিক, 5 এপ্রিল : প্রথম দফার লকডাউনের রেশ এখনও পুরোপুরি কাটেনি ৷ সদ্য় পেরোল লকডাউনের এক বছর ৷ এবার ফের আরও একবার লকডাউন হতে পারে মহারাষ্ট্রে ৷ ওই আশঙ্কায় এবারও ফের বাড়ি ফিরে আসছেন ভিনরাজ্য়ের শ্রমিকরা ৷ একই দৃশ্য় দেখা যাচ্ছে মুম্বইয়ের রাস্তায় ৷
লকডাউন উঠতে শুরু করার পর থেকেই ফের কাজে ফিরতে শুরু করেছিলেন শ্রমিকরা ৷ অনেকেই মুম্বই, নাসিক সহ বেশ কিছু এলাকায় কাজে যোগ দিয়েছিলেন ৷ এমনকী বাংলার অনেক শ্রমিকও গিয়েছিলেন সেখানে ৷ তাঁরাও ফিরে আসছেন রাজ্য়ে ৷
উত্তরপ্রদেশের কানপুর থেকে নাসিকে কাজের উদ্দেশে গিয়েছিলেন রোশনকুমার সিং ৷ তাঁর পরিবার সহ তিনি সেখানে থাকতেন ৷ লকডাউনের পর কাজে যোগ দিলেও তিনি ফের বাড়ি ফিরে যাচ্ছেন ৷ তিনি জানিয়েছেন, ফের লকডাউন হলে ভীষণ সমস্য়ায় পড়বেন তিনি ও তাঁর পরিবারের সদস্য়রা ৷ সেকারণে নিজের বাড়িতেই ফিরছেন তিনি ৷
আরও পড়ুন- দেশে সর্বপ্রথম লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ
নাসিকের একটি নির্মীয়মাণ সংস্থায় কাজ করতেন অনুরাগ সিং ৷ তিনি বলেন, "উত্তরপ্রদেশের পরিস্থিতি কিছুটা ভালো ৷ আমার সেখানে কিছুটা জমি আছে ৷ চাষ করে নিজের খাবার জোগাড় করে ফেলতে পারব ৷ তাই আমি ফিরে যাচ্ছি ৷ লকডাউন শুরু হলে আর ফিরতে পারব না ৷ "
গোটা দেশের পাশাপাশি মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে ৷ সেখানে বেশ কিছু এলাকায় নাইট কার্ফু শুরু হয়েছে ৷ যদিও সরকারের তরফে জানানো হয়েছে, এখনই লকডাউনের কোনও পরিকল্পনা নেই ৷ পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ৷
এই পরিস্থিতিতে যাতে প্রথম দফার লকডাউনের মতো পরিস্থিতি তৈরি না হয় সেকারণে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন ৷