ETV Bharat / bharat

Uniform Civil Code: 'বিজেপির উদ্দেশ্য ভালো নয় !' অভিন্ন দেওয়ানি নীতি প্রসঙ্গে মন্তব্য কেজরির

শুধুমাত্র গুজরাতে নয়, সারা দেশে অভিন্ন দেওয়ানি নীতি (Uniform Civil Code) প্রয়োগের পক্ষে সওয়াল করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ প্রশ্ন তুললেন বিজেপি-এর সদিচ্ছা নিয়েও ৷ ঠিক কী বললেন তিনি ?

Arvind Kejriwal says why bjp is not applying Uniform Civil Code throughout the country
Uniform Civil Code: 'বিজেপির উদ্দেশ্য ভালো নয় !' অভিন্ন দেওয়ানি নীতি প্রসঙ্গে মন্তব্য কেজরির
author img

By

Published : Oct 30, 2022, 2:50 PM IST

ভাবনগর (গুজরাত), 30 অক্টোবর: শুধুমাত্র গুজরাতে কেন ? বিজেপি তো চাইলে সারা দেশেই অভিন্ন দেওয়ানি নীতি (Uniform Civil Code) বলবৎ করতে পারে ৷ সেটা করছে না কেন ? রবিবার এই প্রশ্ন তুলে সরব হলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শনিবারই গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সাংভি (Harsh Sanghavi) ঘোষণা করেন, রাজ্য়ে অভিন্ন দেওয়ানি নীতি চালু করার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার ৷

এই ঘোষণার পরই অভিন্ন দেওয়ানি নীতি প্রবর্তন নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ আর এবার একই ইস্যুতে সরব হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর প্রশ্ন, "সারা দেশে কেন অভিন্ন দেওয়ানি নীতি আনছে না বিজেপি ?" এর উত্তরও অবশ্য কেজরিওয়াল নিজেই দিয়েছেন ৷ তিনি বলেন, "বিজেপি-র উদ্দেশ্য ভালো নয় ৷ সংবিধানের 44 নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে, অভিন্ন দেওয়ানি নীতি প্রণয়নের দায়িত্ব সরকারের ৷ তাই সরকারকেই অভিন্ন দেওয়ানি নীতি তৈরি করতে হবে ৷"

আরও পড়ুন: প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, ভূস্বর্গের যুবসমাজকে বার্তা মোদির

এদিন গুজরাতের ভাবনগরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে কেজরিওয়াল বলেন, কেবলমাত্র সংশ্লিষ্ট সমস্ত পক্ষ সহমত হলেই অভিন্ন দেওয়ানি নীতি কার্যকর করা সম্ভব ৷ এদিন কেজরিওয়ালের সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) ৷ রবিবার ভাবনগরের পলিতানা এবং রাজকোটের ধোরাজি এলাকায় তাঁদের যৌথ সমাবেশ রয়েছে ৷ সেই উপলক্ষেই গুজরাতে এসে কেজরিওয়াল বলেন, "উত্তরাখণ্ড নির্বাচনের ঠিক আগে বিজেপি কী করেছিল ? একটি কমিটি গঠন করা হয়েছিল ৷ কিন্তু, ভোটে জেতার পর আর কোনও কাজ হয়নি ৷ গুজরাতেও নির্বাচনের আগে কমিটি গড়া হবে ৷ কিন্তু, তারপর আর কিছুই হবে না ৷"

অভিন্ন দেওয়ানি নীতি কী ?

ভারতীয় সংবিধানের 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি নীতির কথা বলা হয়েছে ৷ এই ধারার আওতায় এমন আইন (Personal Laws) প্রণয়ন করা যায়, যা দেশের প্রত্যেকটি নাগরিকের উপরই কার্যকর করা যাবে ৷ এক্ষেত্রে নাগরিকের ধর্মীয় পরিচয়, লিঙ্গ, জাতি প্রভৃতি কোনও কিছুই আইন প্রয়োগের পথে বাধা হতে পারবে না ৷ বিশেষ করে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক সন্তান গ্রহণ এবং উত্তরাধিকারের মতো বিষয়গুলির ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি আইন প্রয়োগ করা যায় ৷

ভাবনগর (গুজরাত), 30 অক্টোবর: শুধুমাত্র গুজরাতে কেন ? বিজেপি তো চাইলে সারা দেশেই অভিন্ন দেওয়ানি নীতি (Uniform Civil Code) বলবৎ করতে পারে ৷ সেটা করছে না কেন ? রবিবার এই প্রশ্ন তুলে সরব হলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷ উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শনিবারই গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সাংভি (Harsh Sanghavi) ঘোষণা করেন, রাজ্য়ে অভিন্ন দেওয়ানি নীতি চালু করার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার ৷

এই ঘোষণার পরই অভিন্ন দেওয়ানি নীতি প্রবর্তন নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ আর এবার একই ইস্যুতে সরব হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর প্রশ্ন, "সারা দেশে কেন অভিন্ন দেওয়ানি নীতি আনছে না বিজেপি ?" এর উত্তরও অবশ্য কেজরিওয়াল নিজেই দিয়েছেন ৷ তিনি বলেন, "বিজেপি-র উদ্দেশ্য ভালো নয় ৷ সংবিধানের 44 নম্বর ধারায় স্পষ্ট লেখা আছে, অভিন্ন দেওয়ানি নীতি প্রণয়নের দায়িত্ব সরকারের ৷ তাই সরকারকেই অভিন্ন দেওয়ানি নীতি তৈরি করতে হবে ৷"

আরও পড়ুন: প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, ভূস্বর্গের যুবসমাজকে বার্তা মোদির

এদিন গুজরাতের ভাবনগরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে কেজরিওয়াল বলেন, কেবলমাত্র সংশ্লিষ্ট সমস্ত পক্ষ সহমত হলেই অভিন্ন দেওয়ানি নীতি কার্যকর করা সম্ভব ৷ এদিন কেজরিওয়ালের সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) ৷ রবিবার ভাবনগরের পলিতানা এবং রাজকোটের ধোরাজি এলাকায় তাঁদের যৌথ সমাবেশ রয়েছে ৷ সেই উপলক্ষেই গুজরাতে এসে কেজরিওয়াল বলেন, "উত্তরাখণ্ড নির্বাচনের ঠিক আগে বিজেপি কী করেছিল ? একটি কমিটি গঠন করা হয়েছিল ৷ কিন্তু, ভোটে জেতার পর আর কোনও কাজ হয়নি ৷ গুজরাতেও নির্বাচনের আগে কমিটি গড়া হবে ৷ কিন্তু, তারপর আর কিছুই হবে না ৷"

অভিন্ন দেওয়ানি নীতি কী ?

ভারতীয় সংবিধানের 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি নীতির কথা বলা হয়েছে ৷ এই ধারার আওতায় এমন আইন (Personal Laws) প্রণয়ন করা যায়, যা দেশের প্রত্যেকটি নাগরিকের উপরই কার্যকর করা যাবে ৷ এক্ষেত্রে নাগরিকের ধর্মীয় পরিচয়, লিঙ্গ, জাতি প্রভৃতি কোনও কিছুই আইন প্রয়োগের পথে বাধা হতে পারবে না ৷ বিশেষ করে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক সন্তান গ্রহণ এবং উত্তরাধিকারের মতো বিষয়গুলির ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি আইন প্রয়োগ করা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.