হায়দরাবাদ, 27 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ শনিবার দিল্লি নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে বলতে গিয়ে চন্দ্রশেখর রাও সাফ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গণতান্ত্রিক সরকারের উপর আঘাত করছে ৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, "এই সময়টি জরুরি অবস্থার থেকেও খারাপ ৷ কেন্দ্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে কাজ করার অনুমতি দিচ্ছেন না ৷"
দিল্লি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পালটা অধ্যাদেশ আনতে চলেছে কেন্দ্র ৷ আর তার জেরেই কার্যত প্রমাদ গুনেছেন অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার ৷ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি অবিজেপি আঞ্চলিক দলগুলির প্রধানদের সঙ্গেও একপ্রস্থ বৈঠক সেরেছেন কেজরিওয়াল ৷ নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্য়ায়, শরদ পাওয়ারের পর এবার কেসিআরও পাশে দাঁড়িয়েছেন কেজরিওয়ালের পাশে ৷ বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এদিন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ৷ এদিন কেসিআর বলেন, "এই সময়টি জরুরি অবস্থার দিনের চেয়েও খারাপ, কেন্দ্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে কাজ করতে দিচ্ছে না।"
এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নাম না করে নরেন্দ্র মোদিকেও চরম কটাক্ষ করেন চন্দ্রশেখর রাও ৷ তিনি আরও বলেন, "আপনি (প্রধানমন্ত্রী) সুপ্রিম কোর্টের রায়কেও সম্মান করতে পারছেন না। সুপ্রিম কোর্টের আদেশকে সম্মান না করার অর্থ হল, আপনি জরুরি অবস্থার দিকে এগোচ্ছেন ৷" কেসিআর এদিন প্রধানমন্ত্রীকে 'ক্ষমা চাওয়ার কারিগড়' হিসাবে বর্ণনা করে উপহাসও করেন ৷ তাঁর দাবি, কৃষি বিল এবং জমি অধিগ্রহণ বিল প্রত্যাহার করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল কেন্দ্র ৷ তেমনই এই অধ্য়াদেশও প্রত্যাহার করে নেওয়া উচিত কেন্দ্রের ৷
আরও পড়ুন: নয়া সংসদ ভবন ভারতের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে, মত প্রধানমন্ত্রী মোদির
রাও এদিন বলেন, "আমরা দাবি করছি প্রধানমন্ত্রীকে অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ৷ অন্যথায় আমরা সকলেই কেজরিওয়ালকে সমর্থন করব। আমরা তাঁর পাশে দাঁড়াব। লোকসভা এবং রাজ্যসভায় আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করব অধ্যাদেশকে বিরুদ্ধে। জনগণের নির্বাচিত সরকারকে কাজ করতে দিন ৷" অন্যদিকে, কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের সহায়তা করার জন্য কেসিআরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিন। কেজরিওয়াল বলেন, "এটি কেবল শুধুমাত্র দিল্লির বিষয় নয়, গণতন্ত্রকে বাঁচানোর বিষয় ৷ তাঁর (কেসিআর) সমর্থন আমাদের অনেক শক্তি দিয়েছে ৷"
আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠক এড়ালেন মমতা-সহ 11 মুখ্যমন্ত্রী
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের সঙ্গে বৈঠকের পর দিল্লি সরকারের বিরুদ্ধে কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে বলেন, "দিল্লির জনগণের কাছে ন্যায়বিচার দিতে, তিনি (কেসিআর) এবং তাঁর দল আমাদের সঙ্গে রয়েছেন।" দিল্লির আধিকারিকদের বদলির ক্ষেত্রে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের অধ্যাদেশকে বানচাল করতে সংসদে সমর্থন জোটানোর জন্য কার্যত দেশজুড়ে ঘুরে বেড়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আপের টিম। আপ প্রধানের অভিযোগ, সুপ্রিম কোর্ট দিল্লির আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণের অধিকার কেজরিওয়ালের উপর ছাড়লেও তা মানতে চাইছে না বর্তমান কেন্দ্রীয় সরকার। আর সেকারণেই পালটা অর্ডিন্যান্স আনতে চলেছে কেন্দ্র ৷