ETV Bharat / bharat

পোলিং বুথেই ভ্যাকসিন দেবে দিল্লি, ঘোষণা কেজরিওয়ালের - Delhi

এবার পোলিং বুথে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন দিল্লির জনগণ ৷ সোমবার এই কথা জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

পোলিং বুথেই ভ্যাকসিন দেবে দিল্লি, ঘোষণা কেজরিওয়ালের
পোলিং বুথেই ভ্যাকসিন দেবে দিল্লি, ঘোষণা কেজরিওয়ালের
author img

By

Published : Jun 7, 2021, 2:14 PM IST

Updated : Jun 7, 2021, 2:24 PM IST

নয়াদিল্লি, 7 জুন : যেখান ভোট, সেখানেই টিকাকরণ ৷ আজ, সোমবার থেকে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হল দিল্লিতে ৷ এদিন এই প্রক্রিয়ার কথা নিজেই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷

তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষকে তাঁদের নিকটবর্তী পোলিং বুথে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন ৷ এর সঙ্গে দিল্লি সরকার বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করবে ৷ সেই কথাও এদিন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

  • We are starting a 'Jahan Vote, Wahan Vaccination' campaign from today. Under this campaign, we will tell people to visit their designated polling stations to get vaccinated. Door-to-door vaccination to be done soon. In 4 weeks, all above 45 years of age to be vaccinated: Delhi CM pic.twitter.com/DY8xy72DH2

    — ANI (@ANI) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে 45 বছরের বেশি বয়সী সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা হবে ৷ দিল্লিতে 45 বছরের বেশি বয়স এমন লোকের সংখ্যা 57 লক্ষ ৷ এর মধ্যে 27 লক্ষ নাগরিক এখনও পর্যন্ত প্রথম ডোজ নিয়ে নিয়েছেন ৷

  • Not many people are coming to vaccination centres. A team of booth level officers will visit every house in the next 2 days & provide a slot for vaccination. BLO will convince those who don't want to get the vaccine. The campaign will start today with 70 wards: Delhi CM pic.twitter.com/xWAjYP7xoK

    — ANI (@ANI) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে দিল্লিতে করোনার টিকাকরণ প্রক্রিয়াকে আরও সরল করতে চায় কেজরিওয়াল সরকার ৷ তাই তিনি জানিয়েছেন যে আগামী দু’দিন বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে ৷ তার পর প্রয়োজন মতো ভ্যাকসিনের স্লট দেওয়া হবে ৷ এই সমীক্ষার কাজ করবেন বুথ লেভেল অফিসাররা ৷

আরও পড়ুন : ভারতে আরও ভ্যাকসিন, ওষুধ পাঠাতে বাইডেনকে আর্জি আমেরিকার আইনপ্রণেতাদের

কেজরিওয়াল জানিয়েছেন যে অনেক মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন না ৷ তাই এই সমীক্ষার কাজ করা হবে ৷ বুথ লেভেল অফিসাররা ভ্যাকসিন নিতে অনাগ্রহীদের বোঝাবেন ৷ দিল্লিতে 280 টি ওয়ার্ড রয়েছে ৷ তার মধ্যে 70 টি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে ৷

নয়াদিল্লি, 7 জুন : যেখান ভোট, সেখানেই টিকাকরণ ৷ আজ, সোমবার থেকে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হল দিল্লিতে ৷ এদিন এই প্রক্রিয়ার কথা নিজেই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ৷

তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষকে তাঁদের নিকটবর্তী পোলিং বুথে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন ৷ এর সঙ্গে দিল্লি সরকার বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করবে ৷ সেই কথাও এদিন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷

  • We are starting a 'Jahan Vote, Wahan Vaccination' campaign from today. Under this campaign, we will tell people to visit their designated polling stations to get vaccinated. Door-to-door vaccination to be done soon. In 4 weeks, all above 45 years of age to be vaccinated: Delhi CM pic.twitter.com/DY8xy72DH2

    — ANI (@ANI) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে 45 বছরের বেশি বয়সী সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা হবে ৷ দিল্লিতে 45 বছরের বেশি বয়স এমন লোকের সংখ্যা 57 লক্ষ ৷ এর মধ্যে 27 লক্ষ নাগরিক এখনও পর্যন্ত প্রথম ডোজ নিয়ে নিয়েছেন ৷

  • Not many people are coming to vaccination centres. A team of booth level officers will visit every house in the next 2 days & provide a slot for vaccination. BLO will convince those who don't want to get the vaccine. The campaign will start today with 70 wards: Delhi CM pic.twitter.com/xWAjYP7xoK

    — ANI (@ANI) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে দিল্লিতে করোনার টিকাকরণ প্রক্রিয়াকে আরও সরল করতে চায় কেজরিওয়াল সরকার ৷ তাই তিনি জানিয়েছেন যে আগামী দু’দিন বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে ৷ তার পর প্রয়োজন মতো ভ্যাকসিনের স্লট দেওয়া হবে ৷ এই সমীক্ষার কাজ করবেন বুথ লেভেল অফিসাররা ৷

আরও পড়ুন : ভারতে আরও ভ্যাকসিন, ওষুধ পাঠাতে বাইডেনকে আর্জি আমেরিকার আইনপ্রণেতাদের

কেজরিওয়াল জানিয়েছেন যে অনেক মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন না ৷ তাই এই সমীক্ষার কাজ করা হবে ৷ বুথ লেভেল অফিসাররা ভ্যাকসিন নিতে অনাগ্রহীদের বোঝাবেন ৷ দিল্লিতে 280 টি ওয়ার্ড রয়েছে ৷ তার মধ্যে 70 টি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে ৷

Last Updated : Jun 7, 2021, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.