ETV Bharat / bharat

Indo-China border: অরুণাচলে ভারত-চিন সীমান্তে এক শ্রমিকের মৃত্যু, নিখোঁজ 18 - অরুণাচল প্রদেশ

অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ভারত-চিন সীমান্তে (Indo-China border) সড়ক প্রকল্পে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হল ৷ নিখোঁজ 18 জন শ্রমিক ৷

Arunachal Pradesh: 1 dead, 18 labourers missing  along the Indo-China border
অরুণাচলে ভারত-চিন সীমান্তে এক শ্রমিকের মৃত্যু, নিখোঁজ 18
author img

By

Published : Jul 19, 2022, 9:51 AM IST

Updated : Jul 19, 2022, 10:58 AM IST

কুরুং কুমে (অরুণাচল প্রদেশ), 19 জুলাই: অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ভারত-চিন সীমন্তে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হল (Indo-China border)৷ নিখোঁজ রয়েছেন 18 জন শ্রমিক ৷ কুরুং কুমে জেলার ঘটনা (Labour died)৷

জানা গিয়েছে, গত 5 জুলাই থেকে নিখোঁজ এই 19 জন শ্রমিক ৷ তাঁরা প্রত্যেকেই ভারত-চিন সীমান্তের একটি সড়ক প্রকল্পে কর্মরত ছিলেন ৷ মৃত ও নিখোঁজরা প্রত্যেকেই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার কথা নিশ্চিত করেছেন কুরুং কুমের ডেপুটি কমিশনার বেনজিয়া নিঘি ৷ তিনি জানান, প্রকল্পের সাইটের কাছের ছোট একটি নদী ফারুকের ধার থেকে মৃত শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন: অরুণাচলের যুবক মিরাম টারনকে ছেড়ে দিল চিন

নিঘি জানান, "আজ সকালে দামিনের ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও সার্কেল অফিসারদের দল ৷ দামিন সার্কেলের হুরি এলাকায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন ওই শ্রমিকরা ৷" ভারত-চিন সীমান্তের মধ্যেই পড়ছে দামিন সার্কেল ৷ কনট্রাক্টরদের থেকে ওই শ্রমিকদের নিখোঁজ হওয়ার খবর পান বলে জানিয়েছেন কুরুং কুমের ডেপুটি কমিশনার ৷ গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

কুরুং কুমে (অরুণাচল প্রদেশ), 19 জুলাই: অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ভারত-চিন সীমন্তে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হল (Indo-China border)৷ নিখোঁজ রয়েছেন 18 জন শ্রমিক ৷ কুরুং কুমে জেলার ঘটনা (Labour died)৷

জানা গিয়েছে, গত 5 জুলাই থেকে নিখোঁজ এই 19 জন শ্রমিক ৷ তাঁরা প্রত্যেকেই ভারত-চিন সীমান্তের একটি সড়ক প্রকল্পে কর্মরত ছিলেন ৷ মৃত ও নিখোঁজরা প্রত্যেকেই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার কথা নিশ্চিত করেছেন কুরুং কুমের ডেপুটি কমিশনার বেনজিয়া নিঘি ৷ তিনি জানান, প্রকল্পের সাইটের কাছের ছোট একটি নদী ফারুকের ধার থেকে মৃত শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন: অরুণাচলের যুবক মিরাম টারনকে ছেড়ে দিল চিন

নিঘি জানান, "আজ সকালে দামিনের ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও সার্কেল অফিসারদের দল ৷ দামিন সার্কেলের হুরি এলাকায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন ওই শ্রমিকরা ৷" ভারত-চিন সীমান্তের মধ্যেই পড়ছে দামিন সার্কেল ৷ কনট্রাক্টরদের থেকে ওই শ্রমিকদের নিখোঁজ হওয়ার খবর পান বলে জানিয়েছেন কুরুং কুমের ডেপুটি কমিশনার ৷ গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Jul 19, 2022, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.