ইটানগর, 21 অক্টোবর: ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার ৷ শুক্রবার সকাল 10.43 মিনিট নাগাদ অরুণাচল প্রদেশের মিগিং গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আপার সিয়াং জেলার তুতিং সদর দফতরের থেকে 25 কিলোমিটার দূরে এই ঘটনাস্থল, জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের এক আধিকারিক ৷
এই অত্যাধুনিক মানের হালকা হেলিকপ্টারটি নিয়মিত উড়ান চালাচ্ছিল ৷ তাতে সেনাবাহিনীর জওয়ানরা ছিলেন ৷ আপার সিয়াংয়ের এসপি জুম্মার বাসার (Upper Siang SP Jummar Basar) বলেন, "দুর্ঘটনাস্থলটি পাহাড়ি অঞ্চল ৷ তাই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেতে এবং উদ্ধারকারী দলের সেখানে পৌঁছতেও সময় লাগবে ৷"
আরও পড়ুন: ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা, রায়পুরে হেলিকপ্টার ভেঙে মৃত 2 পাইলট
এই মাসে এ নিয়ে দ্বিতীয় বার সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটল ৷ 5 অক্টোবর তাওয়াং জেলায় চিতা হেলিকপ্টার দুর্ঘটনায় (Cheetah helicopter crashed in Tawang) সেই ঘটনায় এক পাইলটের মৃত্যু হয় ৷ তার আগে মার্চে আরেকটি চিতা হেলিকপ্টার জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছে ভেঙে পড়ে ৷ সেবারও পাইলট মারা গিয়েছিলেন ৷