ETV Bharat / bharat

রাজস্থানে 50 শয্যার নতুন হাসপাতাল তৈরি করল সেনাবাহিনী - করোনা হাসপাতাল

রাজস্থানের শ্রী গঙ্গানগরে 50 শয্যার নতুন হাসপাতালের উদ্বোধন করা হল শুক্রবার ৷ রেকর্ড টাইমে হাসপাতালটি তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র বিভাগ ৷ সহযোগিতা করেছে জেলা প্রশাসন এবং জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ ৷ করোনা মোকাবিলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ ৷

Army dedicates 50 bed Covid hospital in Rajasthan Sri Ganganagar
রাজস্থানে 50 শয্যার নতুন হাসপাতাল তৈরি করল সেনাবাহিনী
author img

By

Published : May 21, 2021, 8:12 PM IST

জয়পুর, 21 মে : ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র বিভাগের তরফে শুক্রবার 50 শয্যার একটি হাসপাতালের উদ্বোধন করা হয় ৷ হাসপাতালটি তৈরি করা হয়েছে রাজস্থানের শ্রী গঙ্গানগরে ৷ জেলায় করোনার মোকাবিলা যাতে আরও সহজ হয়, তার জন্যই এই উদ্যোগ সেনাবাহিনীর ৷

সেনার তরফে পেশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, রেকর্ড টাইমে এই হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে ৷ এই কাজে সেনাবাহিনীর চিকিৎসক ও প্য়ারামেডিক্যাল কর্মীদের সহযোগিতা করেছে জেলা প্রশাসন এবং জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কোভিড যুদ্ধে তারা দেশবাসীর পাশেই রয়েছে ৷ ওষুধ-সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী সাধারণের জন্য সরবরাহ করা হচ্ছে ৷ করোনা আক্রান্তদের জন্য অ্য়াম্বুল্য়ান্স পরিষেবাও চালু করেছে সেনাবাহিনী ৷ তাদের তরফে জানানো হয়েছে, নতুন তৈরি হাসপাতালটিতে রোগী ভর্তির বিষয়টি জেলা স্বাস্থ্য দফতর ও জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে করা হবে ৷

আরও পড়ুন : বাড়বে ইমিউনিটি, আগামী এক দশকে প্রকোপ কমবে করোনার

এদিন এই হাসপাতালের উদ্বোধন করেন শ্রী গঙ্গানগরের জেলাশাসক জাকির হুসেন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ৷

জয়পুর, 21 মে : ভারতীয় সেনাবাহিনীর সুদর্শন চক্র বিভাগের তরফে শুক্রবার 50 শয্যার একটি হাসপাতালের উদ্বোধন করা হয় ৷ হাসপাতালটি তৈরি করা হয়েছে রাজস্থানের শ্রী গঙ্গানগরে ৷ জেলায় করোনার মোকাবিলা যাতে আরও সহজ হয়, তার জন্যই এই উদ্যোগ সেনাবাহিনীর ৷

সেনার তরফে পেশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, রেকর্ড টাইমে এই হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে ৷ এই কাজে সেনাবাহিনীর চিকিৎসক ও প্য়ারামেডিক্যাল কর্মীদের সহযোগিতা করেছে জেলা প্রশাসন এবং জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কোভিড যুদ্ধে তারা দেশবাসীর পাশেই রয়েছে ৷ ওষুধ-সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী সাধারণের জন্য সরবরাহ করা হচ্ছে ৷ করোনা আক্রান্তদের জন্য অ্য়াম্বুল্য়ান্স পরিষেবাও চালু করেছে সেনাবাহিনী ৷ তাদের তরফে জানানো হয়েছে, নতুন তৈরি হাসপাতালটিতে রোগী ভর্তির বিষয়টি জেলা স্বাস্থ্য দফতর ও জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে করা হবে ৷

আরও পড়ুন : বাড়বে ইমিউনিটি, আগামী এক দশকে প্রকোপ কমবে করোনার

এদিন এই হাসপাতালের উদ্বোধন করেন শ্রী গঙ্গানগরের জেলাশাসক জাকির হুসেন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.