নয়াদিল্লি, 15 অক্টোবর : সভা-সমাবেশে রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রতিশ্রুতির বন্যায় ভেসে যান আম নাগরিক ৷ সেই প্রতিশ্রুতির নিরিখেই ঠিক হয় কে থাকবেন ক্ষমতায়, আর কাকে মানুষ গ্রহণ করবেন না ৷ কিন্তু রাজনীতিবিদদের কি ভারতবাসী বিশ্বাস করেন ? উত্তর একেবারেই ইতিবাচক নয় ৷ একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে ৷
ইপসস ট্রাস্টওয়ার্দিনেস ইনডেক্স 2021 (Ipsos Global Trustworthiness Index 2021) অনুযায়ী, শহুরে ভারতীয়রা সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেনাবাহিনী (64 শতাংশ) ও বিজ্ঞানীদের (64 শতাংশ) ৷ তারপরে রয়েছেন শিক্ষক (61 শতাংশ) ও চিকিৎসকরা (58 শতাংশ) ৷ আর ভারতীয়রা সবচেয়ে কম বিশ্বাস করেন রাজনৈতিক নেতা-নেত্রী এবং বিজ্ঞাপনের কাজের সঙ্গে যুক্তদের ৷
আরও পড়ুন : Narendra Modi : 'মিসাইল ম্যান' প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তাৎপর্যপূর্ণভাবে দু’বছর আগে এই সমীক্ষায় বিশ্বাসযোগ্য হিসেবে এক নম্বরে ছিল সেনাবাহিনী ৷ কিন্তু করোনা পরিস্থিতি সেই অবস্থাকে বদলে দিয়েছে ৷ করোনার প্রতিষেধক তৈরিতে নিরলস প্রচেষ্টার জন্য বিজ্ঞানীদের বিশ্বাসযোগ্যতা বেড়েছে ৷ আর বিশ্বের নিরিখে চিকিৎসকরা (64 শতাংশ) সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ৷ গ্লোবাল ট্রাস্টওয়ার্দিনেস ইনডেক্স 2021 (Global Trustworthiness Index 2021) অনুযায়ী, বিজ্ঞানীদের 61 শতাংশ, শিক্ষকদের 55 শতাংশ বিশ্বাসযোগ্যতা রয়েছে ৷
আরও পড়ুন : Ayodhya Ram Mandir : 24-এর লোকসভা ভোটের মুখে ভক্তদের জন্য খুলবে রাম মন্দির
ইপসস ইন্ডিয়ার সিইও অমিত আদারকর জানান, স্বার্থহীন লড়াই, নিয়মানুবর্তিতার জন্য বরাবর ভারতীয়দের কাছে সেনা জওয়ানরা খুবই বিশ্বাসযোগ্য ৷ আর করোনা পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে বিজ্ঞানীদের কাজও প্রশংসিত হয়েছে ৷ তাই তাঁদেরও বিশ্বাসযোগ্যতা বেড়েছে ৷ প্যানডেমিকের সময় ভালো কাজের জন্য শিক্ষক-শিক্ষিকা ও চিকিৎসকদের বিশ্বাসযোগ্যতাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে ইপসস 28 টি দেশের 19 হাজার 570 জনের উপর তাদের সমীক্ষা চালিয়েছে ৷ চলতি বছরের এপ্রিলের 23 তারিখ থেকে 7 মে পর্যন্ত অনলাইনে ওই সমীক্ষা করা হয় ৷ সেখানে দেখা হয়েছে কাদের মানুষ বিশ্বাস করে না ৷ ভারতের ক্ষেত্রে সেই তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, মন্ত্রী ও বিজ্ঞাপনী কর্মকর্তারা ৷
আরও পড়ুন : PM Narendra Modi : বিজয়া দশমীতে প্রধানমন্ত্রীর উপহার, দেশ পাবে 7টি নতুন প্রতিরক্ষা সংস্থা