ETV Bharat / bharat

Apple iPhone 15: আজ আইফোনপ্রেমীদের হাতে 15 সিরিজ, মুম্বই স্টোরে উপচে পড়া ভিড় - আইফোন 15 প্রো

শুক্রবার থেকে ভারতীয় বাজারে শুরু হয়েছে আইফোন 15-এর বিক্রি ৷ চলতি বছরে মুম্বইতে অ্যাপেল নিজস্ব স্টোর খুলেছে ৷ নতুন মডেল হাতে পেতে বৃহস্পতিবার রাত থেকেই স্টোরের সামনে ভিড় জমিয়ে ছিলেন উৎসাহী ক্রেতারা ৷

Etv Bharat
আইফোন 15
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 8:50 PM IST

Updated : Sep 22, 2023, 10:59 PM IST

হায়দরাবাদ: দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে ভারতীয় বাজারে বিক্রি শুরু হল আইফোন 15 সিরিজের ৷ এই ফোন ঘিরে ইতিমধ্যেই অ্যাপেল প্রেমীদের উন্মাদনা ছিল লাগামছাড়া ৷ চলতি মাসের প্রথমেই বাজারে এসেছে আইফোন 15 সিরিজ ৷ যার মধ্যে আছে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো-ম্যাক্স ৷ এছড়াও অ্যাপেল ওয়াচ সিরিজ 9 এবং ওয়াচ আলট্রা 2 'ওয়ান্ডারলাস্ট' ইভেন্টে বাজারে আনা হয়েছে ৷

আইফোন 15 সিরিজে ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট: সমস্যার অবসান ৷ এবার আইফোন 15 সিরিজের ব্যবহারকারীরা ইউএসবি-সি টাইপ চার্জার ব্যবহার করতে পারবেন ৷ এতদিন পর্যন্ত আইফোন ব্যবহারকীরদের অ্যাপেলের নিজস্ব চার্জার ছাড়া ফোন চার্জ দেওয়া যায় না ৷ ব্যবহারকারীদের সবসময় অ্যাপলের চার্জার, কেবল ব্যবহার করতে হয় ৷ ভুলে গেলেই সমস্যা ৷ এবার চার্জার ও পোর্ট ইউএসবি-সি টাইপ হওয়ায় সেই সমস্যার সমাধান হয়েছে ৷ আইফোন 15 এবং আইফোন 15 প্লাস মডেলেও এই ধরনের চার্জিং পোর্টের সুবিধা আছে ৷ প্রাথমিকভাবে আইফোন 14 প্রো এবং প্রো-ম্যাক্সে ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে ৷ আইফোন 15 এবং আইফোন 15 প্লাস মডেলে উভয়ে টাইপের চার্জিং আছে ।

ডিসপ্লে: আইফোন 15-এ 6.1-ইঞ্চি স্ক্রিন রয়েছে ৷ আইফোন 15 প্লাস-এ 6.7-ইঞ্চি স্ক্রিন ব্যবহার করা হয়েছে ৷ যা অনেকটাই বড় ৷ এই সিরিজের মডেলগুলি গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যাবে ৷

রেটিনা ডিসপ্লে: দ্য ভার্জ (আমেরিকার টেকনোলজি সম্পর্কিত নিউজ ওয়েবসাইট) থেকে পাওয়া তথ্য অনুসারে, আইফোন 15 সিরিজে ওএলইডি সুপার রেটিনা ডিসপ্লে রয়েছে ৷ 1,600 নিটস উজ্জ্বলতার সঙ্গে ডলবি ভিশন সাপোর্ট করবে ৷ সূর্যের আলোতে সর্বোচ্চ উজ্জ্বলতা 2,000 নিট, আইফোন 14 এর দ্বিগুণ ।

ক্যামেরা: আইফোন 15 এবং আইফোন 15 প্লাস দু’টি মডেলেই ক্যামেরার কোয়ালিটিও উন্নতমানের ৷ মূল ক্যামেরা সেন্সরটিকে আপগ্রেড করে 12 মেগাপিক্সেল থেকে 48 মেগাপিক্সেল করা হয়েছে ৷ অর্থাৎ 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৷ পোট্রেড মোডকে আরও আপগ্রেড করা হয়েছে ৷

আইফোন 15 সিরিজের বিভিন্ন মডেলের দাম:

ভারতে আইফোন 15 -এর দাম:

  • আইফোন 15 (128 জিবি): 79,900 টাকা
  • আইফোন 15 (256 জিবি): 89,900 টাকা
  • আইফোন 15 (512 জিবি): 1,09,900 টাকা

ভারতে আইফোন 15 প্লাস-এর দাম:

  • আইফোন 15 প্লাস (128 জিবি): 89,900 টাকা
  • আইফোন 15 প্লাস (256 জিবি: 99,900 টাকা
  • আইফোন 15 প্লাস (512 জিবি): 1,19,900 টাকা

ভারতে আইফোন 15প্রো-এর দাম:

  • আইফোন 15 প্রো (128 জিবি): 1,34,900 টাকা
  • আইফোন 15 প্রো (256 জিবি): 1,44,900 টাকা
  • আইফোন 15 প্রো (512 জিবি): 1,64,900 টাকা
  • আইফোন 15 প্রো (1 টিবি): 1,84,900 টাকা

ভারতে আইফোন 15 প্রো ম্যাক্স-এর দাম:

  • আইফোন 15 প্রো ম্যাক্স (256 জিবি): 1,59,900 টাকা
  • আইফোন 15 প্রো ম্যাক্স (512 জিবি): 1,79,900 টাকা
  • আইফোন 15 প্রো ম্যাক্স (1 টিবি): 1,99,900 টাকা

আইফোন 15 প্রো মডেলগুলি এ-17 প্রো চিপ ব্যবহার করা হয়েছে ৷ অ্যাপেল যে কোনও স্মার্টফোনে দ্রুত পারফর্ম্যান্স দেয় ৷ এই চিপ তৈরির সময় উন্নত প্রযুক্তির কম্পিউটারের সঙ্গে যাতে পাল্লা দিতে পারে সেই হিসাবে তৈরি করে । এই সিরিজে আরও যে পরিবর্তন করা হয়েছে সেগুলি হল ইউএসবি-সি পোর্ট, রিং/সাইলেন্ট সুইচের পরিবর্তে ‘অ্যাকশন বোতাম’ ৷ অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য, ক্যামেরা অ্যাক্সেস, ফ্ল্যাশলাইট অ্যাক্টিভেশন সরল প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷

ডিসকাউন্ট/অফার/ক্যাশব্যাক: অ্যাপেল এইচডিএফসি ব্যাংক কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য লোভনীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে । এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স কিনলে গ্রাহকরা 6,000 টাকা ছাড় পাবেন ৷ এছড়াও আইফোন 15 এবং আইফোন 15 প্লাস এর মতো নন-প্রো মডেলগুলি কেনার ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক কার্ড ব্যবহারকারীদের জন্য 5,000 টাকার ক্যাশব্যাক অফার দিয়েছে ৷ আইফোনের পুরনো মডেলগুলির উপর ছাড় দিয়েছে এই ব্য়াংক ৷ আইফোন 14 এবং 14 প্লাসে 4,000 টাকা, আইফোন 13 এর উপর 3,000 টাকা এবং আইফোন এসই মডেলের উপর 2,000 টাকা ছাড় দেওয়া হয়েছে ৷ ডিসকাউন্ট ছাড়াও, অ্যাপেল ফোন কেনার জন্য পুরনো স্মার্ট ফোনের পরিবর্তে 55 হাজার 700 টাকা পর্যন্ত ক্রেডিট পাবেন ক্রেতারা ৷

হায়দরাবাদ: দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে ভারতীয় বাজারে বিক্রি শুরু হল আইফোন 15 সিরিজের ৷ এই ফোন ঘিরে ইতিমধ্যেই অ্যাপেল প্রেমীদের উন্মাদনা ছিল লাগামছাড়া ৷ চলতি মাসের প্রথমেই বাজারে এসেছে আইফোন 15 সিরিজ ৷ যার মধ্যে আছে আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো-ম্যাক্স ৷ এছড়াও অ্যাপেল ওয়াচ সিরিজ 9 এবং ওয়াচ আলট্রা 2 'ওয়ান্ডারলাস্ট' ইভেন্টে বাজারে আনা হয়েছে ৷

আইফোন 15 সিরিজে ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট: সমস্যার অবসান ৷ এবার আইফোন 15 সিরিজের ব্যবহারকারীরা ইউএসবি-সি টাইপ চার্জার ব্যবহার করতে পারবেন ৷ এতদিন পর্যন্ত আইফোন ব্যবহারকীরদের অ্যাপেলের নিজস্ব চার্জার ছাড়া ফোন চার্জ দেওয়া যায় না ৷ ব্যবহারকারীদের সবসময় অ্যাপলের চার্জার, কেবল ব্যবহার করতে হয় ৷ ভুলে গেলেই সমস্যা ৷ এবার চার্জার ও পোর্ট ইউএসবি-সি টাইপ হওয়ায় সেই সমস্যার সমাধান হয়েছে ৷ আইফোন 15 এবং আইফোন 15 প্লাস মডেলেও এই ধরনের চার্জিং পোর্টের সুবিধা আছে ৷ প্রাথমিকভাবে আইফোন 14 প্রো এবং প্রো-ম্যাক্সে ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে ৷ আইফোন 15 এবং আইফোন 15 প্লাস মডেলে উভয়ে টাইপের চার্জিং আছে ।

ডিসপ্লে: আইফোন 15-এ 6.1-ইঞ্চি স্ক্রিন রয়েছে ৷ আইফোন 15 প্লাস-এ 6.7-ইঞ্চি স্ক্রিন ব্যবহার করা হয়েছে ৷ যা অনেকটাই বড় ৷ এই সিরিজের মডেলগুলি গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যাবে ৷

রেটিনা ডিসপ্লে: দ্য ভার্জ (আমেরিকার টেকনোলজি সম্পর্কিত নিউজ ওয়েবসাইট) থেকে পাওয়া তথ্য অনুসারে, আইফোন 15 সিরিজে ওএলইডি সুপার রেটিনা ডিসপ্লে রয়েছে ৷ 1,600 নিটস উজ্জ্বলতার সঙ্গে ডলবি ভিশন সাপোর্ট করবে ৷ সূর্যের আলোতে সর্বোচ্চ উজ্জ্বলতা 2,000 নিট, আইফোন 14 এর দ্বিগুণ ।

ক্যামেরা: আইফোন 15 এবং আইফোন 15 প্লাস দু’টি মডেলেই ক্যামেরার কোয়ালিটিও উন্নতমানের ৷ মূল ক্যামেরা সেন্সরটিকে আপগ্রেড করে 12 মেগাপিক্সেল থেকে 48 মেগাপিক্সেল করা হয়েছে ৷ অর্থাৎ 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৷ পোট্রেড মোডকে আরও আপগ্রেড করা হয়েছে ৷

আইফোন 15 সিরিজের বিভিন্ন মডেলের দাম:

ভারতে আইফোন 15 -এর দাম:

  • আইফোন 15 (128 জিবি): 79,900 টাকা
  • আইফোন 15 (256 জিবি): 89,900 টাকা
  • আইফোন 15 (512 জিবি): 1,09,900 টাকা

ভারতে আইফোন 15 প্লাস-এর দাম:

  • আইফোন 15 প্লাস (128 জিবি): 89,900 টাকা
  • আইফোন 15 প্লাস (256 জিবি: 99,900 টাকা
  • আইফোন 15 প্লাস (512 জিবি): 1,19,900 টাকা

ভারতে আইফোন 15প্রো-এর দাম:

  • আইফোন 15 প্রো (128 জিবি): 1,34,900 টাকা
  • আইফোন 15 প্রো (256 জিবি): 1,44,900 টাকা
  • আইফোন 15 প্রো (512 জিবি): 1,64,900 টাকা
  • আইফোন 15 প্রো (1 টিবি): 1,84,900 টাকা

ভারতে আইফোন 15 প্রো ম্যাক্স-এর দাম:

  • আইফোন 15 প্রো ম্যাক্স (256 জিবি): 1,59,900 টাকা
  • আইফোন 15 প্রো ম্যাক্স (512 জিবি): 1,79,900 টাকা
  • আইফোন 15 প্রো ম্যাক্স (1 টিবি): 1,99,900 টাকা

আইফোন 15 প্রো মডেলগুলি এ-17 প্রো চিপ ব্যবহার করা হয়েছে ৷ অ্যাপেল যে কোনও স্মার্টফোনে দ্রুত পারফর্ম্যান্স দেয় ৷ এই চিপ তৈরির সময় উন্নত প্রযুক্তির কম্পিউটারের সঙ্গে যাতে পাল্লা দিতে পারে সেই হিসাবে তৈরি করে । এই সিরিজে আরও যে পরিবর্তন করা হয়েছে সেগুলি হল ইউএসবি-সি পোর্ট, রিং/সাইলেন্ট সুইচের পরিবর্তে ‘অ্যাকশন বোতাম’ ৷ অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্য, ক্যামেরা অ্যাক্সেস, ফ্ল্যাশলাইট অ্যাক্টিভেশন সরল প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷

ডিসকাউন্ট/অফার/ক্যাশব্যাক: অ্যাপেল এইচডিএফসি ব্যাংক কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য লোভনীয় ডিসকাউন্ট ঘোষণা করেছে । এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স কিনলে গ্রাহকরা 6,000 টাকা ছাড় পাবেন ৷ এছড়াও আইফোন 15 এবং আইফোন 15 প্লাস এর মতো নন-প্রো মডেলগুলি কেনার ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক কার্ড ব্যবহারকারীদের জন্য 5,000 টাকার ক্যাশব্যাক অফার দিয়েছে ৷ আইফোনের পুরনো মডেলগুলির উপর ছাড় দিয়েছে এই ব্য়াংক ৷ আইফোন 14 এবং 14 প্লাসে 4,000 টাকা, আইফোন 13 এর উপর 3,000 টাকা এবং আইফোন এসই মডেলের উপর 2,000 টাকা ছাড় দেওয়া হয়েছে ৷ ডিসকাউন্ট ছাড়াও, অ্যাপেল ফোন কেনার জন্য পুরনো স্মার্ট ফোনের পরিবর্তে 55 হাজার 700 টাকা পর্যন্ত ক্রেডিট পাবেন ক্রেতারা ৷

Last Updated : Sep 22, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.