ETV Bharat / bharat

APJ Abdul Kalam : ষষ্ঠ প্রয়াণ দিবসে কালামকে শ্রদ্ধা জ্ঞাপন - কালাম প্রয়াণ দিবস

মঙ্গলবার ছিল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ষষ্ঠ প্রয়াণ দিবস ৷ সেই উপলক্ষে তাঁর স্মৃতিচারণ করেন দেশের মানুষ ৷ আমজনতার পাশাপাশি বিশিষ্টরাও কালামের স্মৃতিতে টুইট করেন ৷

APJ Abdul Kalam : Vice President hails ex-prez Kalam's contribution to country
APJ Abdul Kalam : ষষ্ঠ প্রয়াণ দিবসে কালামকে শ্রদ্ধা জ্ঞাপন দেশবাসীর
author img

By

Published : Jul 27, 2021, 5:28 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই : ষষ্ঠ প্রয়াণ দিবসে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে (APJ Abdul Kalam) শ্রদ্ধা জানাল গোটা দেশ ৷ কেউ টুইটারে করলেন শ্রদ্ধাজ্ঞাপন, কেউ বা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিচারণ করলেন অন্য কোনওভাবে ৷ 2015 সালের 27 জুলাই প্রয়াত হন কালাম ৷ মঙ্গলবার সেই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ড়ু (Vice President M Venkaiah Naidu) ৷ দেশের প্রতি কালামের অবদান সম্পর্কে নানা কথা স্মরণ করেন তিনি ৷

আরও পড়ুন : 'মিজ়াইল ম্যান' কালামকে তৈরি করেছিলেন, বিক্রম সারাভাইকে শ্রদ্ধার্ঘ গুগলের

কালাম একাধারে ছিলেন পরমাণু বিজ্ঞানী, লেখক, কবি এবং শিক্ষাবিদ ৷ পরমাণু বিজ্ঞানে তাঁর অবদানের জন্যই কালামকে ভারতের ‘মিসাইল ম্যান’ বলা হত ৷ আমজনতার সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে ভালোবাসতেন তিনি ৷ যার জন্য তাঁকে ‘আমজনতার রাষ্ট্রপতি’ও (people's president) বলা হয় ৷

  • My humble tributes to former President, Dr APJ Abdul Kalam on his Punya Tithi today. He was a distinguished scientist, a visionary statesman & above all a great human being. His stellar contribution strengthened our defence & space capabilities. #APJAbdulKalam pic.twitter.com/KKDNywVRii

    — Vice President of India (@VPSecretariat) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন কালামকে শ্রদ্ধার্ঘ্য জানাতে টুইটারে একটি পোস্ট করেন ভেঙ্কাইয়া ৷ লেখেন, ‘‘প্রয়াণ দিবসে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে আমার সশ্রদ্ধ প্রণাম ৷ তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং সর্বোপরি একজন মহান মানুষ ছিলেন ৷ তাঁর অবদান আমাদের প্রতিরক্ষাব্যবস্থা এবং মহাকাশ গবেষণাকে আরও পোক্ত করেছে ৷’’ এছাড়াও, রবিশঙ্কর প্রসাদ, জেপি নাড্ডা, সানি দেওল, মহম্মদ কাইফের মতো বহু বিশিষ্ট মানুষই এদিন কালামের স্মৃতিচারণে টুইট করেন ৷

প্রসঙ্গত, 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি সাধারণ পরিবারের জন্ম হয় আবুল পাকির জউনুলআবদিন আবদুল কালামের ৷ ছোটবেলায় অনেক ঝড়ঝাপটা সামলে নিজের পড়াশোনা শেষ করে তিনি ৷ স্কুলের পাঠ শেষ করে পদার্থবিদ্যায় স্নাতক হন ৷ তাঁর পরিচিতরা বলেন, কোনও বিরতি না নিয়েই ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করতেন কালাম ৷ তাঁর সবথেকে পছন্দের বিষয় ছিল অঙ্ক ৷ পরবর্তীতে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি ৷

আরও পড়ুন : প্রকাশ্যে এপিজে আবদুল কালামের বায়োপিকের ফার্স্টলুক

1958 সালে ডিআরডিও-তে যোগ দেন আবদুল কালাম ৷ এবং এর প্রায় এক দশক পর (1969 সালে) ইসরো-র সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি ৷ ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষপণ প্রকল্পেরও প্রজেক্ট ডিরেক্টর ছিলেন তিনি ৷ 1982 সালে ডিআরডিও-তে প্রত্যাবর্তন হয় কালামের ৷ সেবার তিনি যোগ দেন ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রামে ৷ আর সেই থেকেই তিনি হয়ে যান ভারতের মিসাইল ম্যান ৷

নয়াদিল্লি, 27 জুলাই : ষষ্ঠ প্রয়াণ দিবসে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে (APJ Abdul Kalam) শ্রদ্ধা জানাল গোটা দেশ ৷ কেউ টুইটারে করলেন শ্রদ্ধাজ্ঞাপন, কেউ বা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিচারণ করলেন অন্য কোনওভাবে ৷ 2015 সালের 27 জুলাই প্রয়াত হন কালাম ৷ মঙ্গলবার সেই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ড়ু (Vice President M Venkaiah Naidu) ৷ দেশের প্রতি কালামের অবদান সম্পর্কে নানা কথা স্মরণ করেন তিনি ৷

আরও পড়ুন : 'মিজ়াইল ম্যান' কালামকে তৈরি করেছিলেন, বিক্রম সারাভাইকে শ্রদ্ধার্ঘ গুগলের

কালাম একাধারে ছিলেন পরমাণু বিজ্ঞানী, লেখক, কবি এবং শিক্ষাবিদ ৷ পরমাণু বিজ্ঞানে তাঁর অবদানের জন্যই কালামকে ভারতের ‘মিসাইল ম্যান’ বলা হত ৷ আমজনতার সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে ভালোবাসতেন তিনি ৷ যার জন্য তাঁকে ‘আমজনতার রাষ্ট্রপতি’ও (people's president) বলা হয় ৷

  • My humble tributes to former President, Dr APJ Abdul Kalam on his Punya Tithi today. He was a distinguished scientist, a visionary statesman & above all a great human being. His stellar contribution strengthened our defence & space capabilities. #APJAbdulKalam pic.twitter.com/KKDNywVRii

    — Vice President of India (@VPSecretariat) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন কালামকে শ্রদ্ধার্ঘ্য জানাতে টুইটারে একটি পোস্ট করেন ভেঙ্কাইয়া ৷ লেখেন, ‘‘প্রয়াণ দিবসে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে আমার সশ্রদ্ধ প্রণাম ৷ তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং সর্বোপরি একজন মহান মানুষ ছিলেন ৷ তাঁর অবদান আমাদের প্রতিরক্ষাব্যবস্থা এবং মহাকাশ গবেষণাকে আরও পোক্ত করেছে ৷’’ এছাড়াও, রবিশঙ্কর প্রসাদ, জেপি নাড্ডা, সানি দেওল, মহম্মদ কাইফের মতো বহু বিশিষ্ট মানুষই এদিন কালামের স্মৃতিচারণে টুইট করেন ৷

প্রসঙ্গত, 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক অতি সাধারণ পরিবারের জন্ম হয় আবুল পাকির জউনুলআবদিন আবদুল কালামের ৷ ছোটবেলায় অনেক ঝড়ঝাপটা সামলে নিজের পড়াশোনা শেষ করে তিনি ৷ স্কুলের পাঠ শেষ করে পদার্থবিদ্যায় স্নাতক হন ৷ তাঁর পরিচিতরা বলেন, কোনও বিরতি না নিয়েই ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করতেন কালাম ৷ তাঁর সবথেকে পছন্দের বিষয় ছিল অঙ্ক ৷ পরবর্তীতে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি ৷

আরও পড়ুন : প্রকাশ্যে এপিজে আবদুল কালামের বায়োপিকের ফার্স্টলুক

1958 সালে ডিআরডিও-তে যোগ দেন আবদুল কালাম ৷ এবং এর প্রায় এক দশক পর (1969 সালে) ইসরো-র সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি ৷ ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষপণ প্রকল্পেরও প্রজেক্ট ডিরেক্টর ছিলেন তিনি ৷ 1982 সালে ডিআরডিও-তে প্রত্যাবর্তন হয় কালামের ৷ সেবার তিনি যোগ দেন ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রামে ৷ আর সেই থেকেই তিনি হয়ে যান ভারতের মিসাইল ম্যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.