ETV Bharat / bharat

Anurag Thakur on Manipur Issue: 'মণিপুর ইস্যুতে আলোচনায় বসুন', হাত জোর করে অনুরোধ অনুরাগের - প্রধানমন্ত্রী

Anurag Thakur Appeal to Opposition: সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির পাশাপাশি একাধিক দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে বারবার বন্ধ হয়ে গিয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন ৷ এবার কার্যত হাত জোর করে বিরোধী দলগুলিকে মণিপুর ইস্যুতে সংসদে বিতর্কে যোগ দেওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ একই সঙ্গে, বিরোধীদের এ ধরনের ইস্যুতে রাজনীতি করা উচিত নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী ৷

Etv Bharat
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর
author img

By

Published : Jul 23, 2023, 6:14 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: মণিপুরে জাতিগত হিংসার জের আছড়ে পড়েছে সংসদের অধিবেশনেও ৷ বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই চরম অচলাবস্থা দেখা যায় ৷ সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির পাশাপাশি একাধিক দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে বারবার বন্ধ হয়ে গিয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন ৷ এবার কার্যত হাত জোর করে বিরোধী দলগুলিকে মণিপুর ইস্যুতে সংসদে বিতর্কে যোগ দেওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বিরোধীদের দাবি, তাদের দাবির কাছেই কার্যত নতি স্বীকার করল সরকার ৷

রবিবার অনুরাগ ঠাকুর বলেন, "বিরোধীদের কাছে হাত জোড় করে আবেদন করছি তারা মণিপুর ইস্যুতে সংসদে আলোচনায় অংশগ্রহণ করুক ৷" উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের বিষয়টিকে রাজনীতিকরণ না করার জন্যও বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ অন্যদিকে, মণিপুর পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে যৌথ বিক্ষোভের পরিকল্পনা করেছে বিরোধী দলগুলো। তারা এই বিষয়ে আলোচনা শুরু করার আগে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও দাবি করেছে।

যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন। অনুরাগ ঠাকুর বলেন, "নারীর বিরুদ্ধে নৃশংসতা বেদনাদায়ক ৷ নির্যাতিতরা যে রাষ্ট্রেরই হোক না কেন। এই ধরনের ঘটনা রোধ করা রাষ্ট্রের দায়িত্ব।" তিনি আরও জানান, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ এবং মণিপুরের মতো রাজ্যেও যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, সে বিষয় নিয়েও সংসদে আলোচনায় আগ্রহী সরকার।

সংসদের বাদল অধিবেশন গত 20 জুলাই থেকে শুরু হয়েছে ৷ মণিপুরে জাতিগত হিংসা এবং পরবর্তীকালে দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিরোধীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ বিরোধীদের গোলমালে বন্ধ করে দিতে হয়েছে অধিবেশন ৷ এদিন মন্ত্রী বলেন, "আমরা চাই সংসদে এই বিষয়ে একটি আলোচনা হোক, যেখানে সমস্ত রাজনৈতিক দল অংশ নেবে। বিতর্ক থেকে কেউ পালিয়ে যাবেন না। বিরোধীদের কাছে আমার অনুরোধ, আলোচনা থেকে পালিয়ে যাবেন না ৷"

আরও পড়ুন: 'ঘুম থেকে উঠেই রাজনীতি', মণিপুর নিয়ে বিজেপির নিশানায় স্ট্যালিন

তাঁর আরও সংযোজন, বিরোধীদের এ ধরনের ইস্যুতে রাজনীতি করা উচিত নয় ৷ এরই সঙ্গে, সংসদে আলোচনায় যোগ দেওয়া উচিত বলেও জানান তিনি। অনুরাগ ঠাকুর মণিপুর ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "বিরোধীরা প্রচারের আলোয় থাকার জন্য এই সব করছে ৷ কিন্তু আলোচনায় যোগ দেওয়ার জন্য কিছুই করে না ৷"

নয়াদিল্লি, 23 জুলাই: মণিপুরে জাতিগত হিংসার জের আছড়ে পড়েছে সংসদের অধিবেশনেও ৷ বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই চরম অচলাবস্থা দেখা যায় ৷ সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির পাশাপাশি একাধিক দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে বারবার বন্ধ হয়ে গিয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন ৷ এবার কার্যত হাত জোর করে বিরোধী দলগুলিকে মণিপুর ইস্যুতে সংসদে বিতর্কে যোগ দেওয়ার আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ বিরোধীদের দাবি, তাদের দাবির কাছেই কার্যত নতি স্বীকার করল সরকার ৷

রবিবার অনুরাগ ঠাকুর বলেন, "বিরোধীদের কাছে হাত জোড় করে আবেদন করছি তারা মণিপুর ইস্যুতে সংসদে আলোচনায় অংশগ্রহণ করুক ৷" উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের বিষয়টিকে রাজনীতিকরণ না করার জন্যও বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ অন্যদিকে, মণিপুর পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে যৌথ বিক্ষোভের পরিকল্পনা করেছে বিরোধী দলগুলো। তারা এই বিষয়ে আলোচনা শুরু করার আগে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও দাবি করেছে।

যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন। অনুরাগ ঠাকুর বলেন, "নারীর বিরুদ্ধে নৃশংসতা বেদনাদায়ক ৷ নির্যাতিতরা যে রাষ্ট্রেরই হোক না কেন। এই ধরনের ঘটনা রোধ করা রাষ্ট্রের দায়িত্ব।" তিনি আরও জানান, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ এবং মণিপুরের মতো রাজ্যেও যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে, সে বিষয় নিয়েও সংসদে আলোচনায় আগ্রহী সরকার।

সংসদের বাদল অধিবেশন গত 20 জুলাই থেকে শুরু হয়েছে ৷ মণিপুরে জাতিগত হিংসা এবং পরবর্তীকালে দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিরোধীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ বিরোধীদের গোলমালে বন্ধ করে দিতে হয়েছে অধিবেশন ৷ এদিন মন্ত্রী বলেন, "আমরা চাই সংসদে এই বিষয়ে একটি আলোচনা হোক, যেখানে সমস্ত রাজনৈতিক দল অংশ নেবে। বিতর্ক থেকে কেউ পালিয়ে যাবেন না। বিরোধীদের কাছে আমার অনুরোধ, আলোচনা থেকে পালিয়ে যাবেন না ৷"

আরও পড়ুন: 'ঘুম থেকে উঠেই রাজনীতি', মণিপুর নিয়ে বিজেপির নিশানায় স্ট্যালিন

তাঁর আরও সংযোজন, বিরোধীদের এ ধরনের ইস্যুতে রাজনীতি করা উচিত নয় ৷ এরই সঙ্গে, সংসদে আলোচনায় যোগ দেওয়া উচিত বলেও জানান তিনি। অনুরাগ ঠাকুর মণিপুর ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, "বিরোধীরা প্রচারের আলোয় থাকার জন্য এই সব করছে ৷ কিন্তু আলোচনায় যোগ দেওয়ার জন্য কিছুই করে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.