ETV Bharat / bharat

Kali Puja : নিজে হাতে বানাতেন কালী-প্রতিমা, বোলপুরে জনপ্রিয় অনুব্রতর 'কেষ্ট কালী' - Anubrata Mondal

ছোটবেলা থেকেই কালী ভক্ত তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । মাত্র ন'বছর বয়স থেকে নিজে হাতে মাটি দিয়ে প্রতিমা নির্মাণ করতেন তিনি ৷ সেই থেকেই ধীরে ধীরে বাড়িপুকুর সম্মিলনীর উদ্যোগে হয়ে আসছে কালীপুজো ।

Kali Puja
নিজে হাতে বানাতেন কালী-প্রতিমা, বোলপুরে জনপ্রিয় অনুব্রতর 'কেষ্ট কালী'
author img

By

Published : Nov 3, 2021, 8:36 PM IST

বোলপুর, 3 নভেম্বর : বোলপুরে জনপ্রিয় 45 ফুট উচ্চতার 'কেষ্ট কালী' ৷ বাড়িপুকুর সম্মিলনীর বিশালাকার কালীপুজো এবার 9 বছরে পা দিল । এই পুজোর সূচনা করেছিলেন অনুব্রত মণ্ডল । তাই এই কালীপুজো সকলের কাছে 'কেষ্টকালী' নামেই পরিচিত ।

আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে

ছোটবেলা থেকেই কালী ভক্ত তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । মাত্র ন'বছর বয়স থেকে নিজে হাতে মাটি দিয়ে প্রতিমা নির্মাণ করতেন তিনি, এমনটাই জানালেন তাঁর ভাই প্রিয়ব্রত মণ্ডল ওরফে বাবলু মণ্ডল ৷ সেই থেকেই ধীরে ধীরে বাড়িপুকুর সম্মিলনীর উদ্যোগে হয়ে আসছে কালীপুজো । তবে গত 9 বছর ধরে বৃহদাকার কালী প্রতিমা নির্মাণ করে নজর কেড়েছে তারা ৷ এবারও 45 ফুট উচ্চতার প্রতিমা নির্মাণ করা হয়েছে । নদিয়া জেলা থেকে শিল্পীরা এসে এক মাস ধরে এই প্রতিমা নির্মাণ করেন ৷ যেহেতু অনুব্রত মণ্ডলের পাড়ায় তাঁরই হাত ধরে এই কালী পুজোর সূচনা হয়েছিল তাই এই পুজো 'কেষ্ট কালী' নামে খ্যাত ৷ বৃহদাকার এই কালী দেখতে বহু মানুষ ভিড় জমান ৷ চলে সেলফি তোলার ধুমও ।

নিজে হাতে বানাতেন কালী-প্রতিমা, বোলপুরে জনপ্রিয় অনুব্রতর 'কেষ্ট কালী'

আরও পড়ুন : Kali Puja 2021 : প্রতিমা নির্মাণ থেকে নিরঞ্জন, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে সম্পন্ন হয় রায়গঞ্জের কালীপুজোয়

অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল বলেন, "দাদা সেই ছোটবেলায় পুজোর সূচনা করেছিল ৷ তারপর থেকে আমরাই হাল ধরে রেখেছি ৷ কেষ্টর জন্য এই কালী 'কেষ্ট কালী' নামে পরিচিত ।" অনুব্রত মণ্ডলের ভাইপো তথা পুজো উদ্যোক্তা সুমিত মণ্ডল বলেন, "45 ফুট উচ্চতার প্রতিমা ৷ এই পুজো 9 বছর ধরে হয়ে আসছে ৷ অনুব্রত মণ্ডল এই পুজোর সঙ্গে যুক্ত ৷ তাঁর হাত ধরেই কেষ্টকালী পুজোর সূচনা হয়েছিল ৷"

বোলপুর, 3 নভেম্বর : বোলপুরে জনপ্রিয় 45 ফুট উচ্চতার 'কেষ্ট কালী' ৷ বাড়িপুকুর সম্মিলনীর বিশালাকার কালীপুজো এবার 9 বছরে পা দিল । এই পুজোর সূচনা করেছিলেন অনুব্রত মণ্ডল । তাই এই কালীপুজো সকলের কাছে 'কেষ্টকালী' নামেই পরিচিত ।

আরও পড়ুন : North Dinajpur Kali Puja : হাটপাড়ার টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে বিহার থেকে ব্রিটেনে

ছোটবেলা থেকেই কালী ভক্ত তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । মাত্র ন'বছর বয়স থেকে নিজে হাতে মাটি দিয়ে প্রতিমা নির্মাণ করতেন তিনি, এমনটাই জানালেন তাঁর ভাই প্রিয়ব্রত মণ্ডল ওরফে বাবলু মণ্ডল ৷ সেই থেকেই ধীরে ধীরে বাড়িপুকুর সম্মিলনীর উদ্যোগে হয়ে আসছে কালীপুজো । তবে গত 9 বছর ধরে বৃহদাকার কালী প্রতিমা নির্মাণ করে নজর কেড়েছে তারা ৷ এবারও 45 ফুট উচ্চতার প্রতিমা নির্মাণ করা হয়েছে । নদিয়া জেলা থেকে শিল্পীরা এসে এক মাস ধরে এই প্রতিমা নির্মাণ করেন ৷ যেহেতু অনুব্রত মণ্ডলের পাড়ায় তাঁরই হাত ধরে এই কালী পুজোর সূচনা হয়েছিল তাই এই পুজো 'কেষ্ট কালী' নামে খ্যাত ৷ বৃহদাকার এই কালী দেখতে বহু মানুষ ভিড় জমান ৷ চলে সেলফি তোলার ধুমও ।

নিজে হাতে বানাতেন কালী-প্রতিমা, বোলপুরে জনপ্রিয় অনুব্রতর 'কেষ্ট কালী'

আরও পড়ুন : Kali Puja 2021 : প্রতিমা নির্মাণ থেকে নিরঞ্জন, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে সম্পন্ন হয় রায়গঞ্জের কালীপুজোয়

অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল বলেন, "দাদা সেই ছোটবেলায় পুজোর সূচনা করেছিল ৷ তারপর থেকে আমরাই হাল ধরে রেখেছি ৷ কেষ্টর জন্য এই কালী 'কেষ্ট কালী' নামে পরিচিত ।" অনুব্রত মণ্ডলের ভাইপো তথা পুজো উদ্যোক্তা সুমিত মণ্ডল বলেন, "45 ফুট উচ্চতার প্রতিমা ৷ এই পুজো 9 বছর ধরে হয়ে আসছে ৷ অনুব্রত মণ্ডল এই পুজোর সঙ্গে যুক্ত ৷ তাঁর হাত ধরেই কেষ্টকালী পুজোর সূচনা হয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.