ETV Bharat / bharat

Anubrata meets Mamata : বোলপুর স্টেশনে ট্রেন থামতেই মুখ্যমন্ত্রীর হাতে চপ-মুড়ি তুলে দিলেন অনুব্রত - Mamata Banerjee to North Bengal

উত্তরবঙ্গ সফরের যাত্রাপথে বোলপুর স্টেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal meets Mamata Banerjee in Bolpur Station) ৷

Anubrata Mandal
Anubrata Mandal
author img

By

Published : Dec 6, 2021, 6:04 PM IST

Updated : Dec 6, 2021, 8:52 PM IST

বোলপুর, 6 ডিসেম্বর : 7-9 ডিসেম্বর তিনদিনের উত্তরবঙ্গ সফরের জন্য হাওড়া থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister to hold review meeting in North Bengal) ৷ প্রতিবারের মতই আকাশপথেই রওনা হওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু নিম্নচাপের কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ থাকার কারণে শেষমেষ শতাব্দী এক্সপ্রেসেই সফর করার সিদ্ধান্ত নেন তিনি (Mamata Banerjee to North Bengal) ৷ তবে এখনও পর্যন্ত তাঁর এই রেল সফর বেশ ঘটনাবহুল ৷

বিকেল চারটেয় বোলপুর স্টেশনে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর ট্রেন ৷ বোলপুর স্টেশনে পৌঁছানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal meets Mamata Banerjee in Bolpur Station) ৷) ৷ মুখ্যমন্ত্রীর জন্য ট্রেনে চপ, মুড়ি, মিষ্টি তুলে দেন তিনি ৷ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে স্টেশনে আসেন জেলাশাসক বিধান রায় এবং জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও । স্টেশনে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরাও ।

বোলপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত অনুব্রতর

আরও পড়ুন : ট্রেনে চেপে উত্তরবঙ্গে রওনা হলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর অনুব্রত জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই সাক্ষাতে সম্পূর্ণ সৌজন্য বিনিময় ছাড়া আর কিছুই হয়নি ৷ দলনেত্রী বোলপুরের উপর দিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, সেই কারণেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি ৷

বোলপুর, 6 ডিসেম্বর : 7-9 ডিসেম্বর তিনদিনের উত্তরবঙ্গ সফরের জন্য হাওড়া থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister to hold review meeting in North Bengal) ৷ প্রতিবারের মতই আকাশপথেই রওনা হওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু নিম্নচাপের কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ থাকার কারণে শেষমেষ শতাব্দী এক্সপ্রেসেই সফর করার সিদ্ধান্ত নেন তিনি (Mamata Banerjee to North Bengal) ৷ তবে এখনও পর্যন্ত তাঁর এই রেল সফর বেশ ঘটনাবহুল ৷

বিকেল চারটেয় বোলপুর স্টেশনে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর ট্রেন ৷ বোলপুর স্টেশনে পৌঁছানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal meets Mamata Banerjee in Bolpur Station) ৷) ৷ মুখ্যমন্ত্রীর জন্য ট্রেনে চপ, মুড়ি, মিষ্টি তুলে দেন তিনি ৷ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে স্টেশনে আসেন জেলাশাসক বিধান রায় এবং জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও । স্টেশনে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরাও ।

বোলপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত অনুব্রতর

আরও পড়ুন : ট্রেনে চেপে উত্তরবঙ্গে রওনা হলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর অনুব্রত জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই সাক্ষাতে সম্পূর্ণ সৌজন্য বিনিময় ছাড়া আর কিছুই হয়নি ৷ দলনেত্রী বোলপুরের উপর দিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, সেই কারণেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি ৷

Last Updated : Dec 6, 2021, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.