আম্বালা, 1 মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আসল নায়ক। প্রধানমন্ত্রী করোনা টিকা নেওয়ার পর এই মন্তব্য করেন হরিয়ানার স্বাস্থ্য়মন্ত্রী অনিল ভিজ।
আজ সকালে করোনা ভ্য়াকসিনের প্রথম ডোজ় নেন প্রধানমন্ত্রী। সেবিষয়ে বলতে গিয়ে অনিল বলেন, মোদি সবসময় দেশকে সঠিক পথে নিয়ে গেছেন। একই সঙ্গে তাঁর বক্তব্য়, তাঁর শরীরে অ্য়ান্টিবডির পরিমাণ সঠিক মাত্রায় আছে। তাই তাঁর করোনা ভ্য়াকসিন নেওয়ার দরকার নেই।
আরও পড়ুন- করোনা টিকা নিয়ে নার্সকে কী বললেন প্রধানমন্ত্রী?
এই প্রসঙ্গে তিনি বলেন, "কোভিড ভ্য়াকসিনের টিকাকরণের কাজ চলছে। এই ভ্য়াকসিন নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনও ভয় পাওয়ার কারণ নেই। যদিও আমি কোভিড টিকা নেব না। কারণ আমি অতীতে করোনা আক্রান্ত হয়েছিলাম। আমার অ্য়ান্টিবডির মাত্রা 300-র বেশি।"