কোটা, 2 মে : রাজস্থানের কোটায় করোনা আক্রান্ত দম্পতির আত্মহত্য়ার খবর পাওয়া গিয়েছে ৷ বয়স্ক ওই দম্পতি পরিবারের অন্য সদস্যদের করোনার সংক্রমণ থেকে বাঁচাতে আত্মঘাতী হয়েছেন বলে খবর ৷ তাঁরা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির বয়স 70 থেকে 75 বছরের মধ্যে ৷ বৃদ্ধের নাম হীরালাল (75) ও বৃদ্ধার নাম শান্তিবাঈ (70) ৷ সম্প্রতি তাঁরা করোনায় আক্রান্ত হন ৷ তাঁদের বাড়িতেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল ৷ কিন্তু তাঁরা চিন্তায় ছিলেন তাঁদের নাতি রোহিতকে নিয়ে ৷ সে যদি আক্রান্ত হয়ে যায়, সেই ভয় ছিল তাঁদের ৷ উল্লেখ্য, আট বছর আগে ওই দম্পতি ছেলেকে হারান ৷ তাই তাঁরা চাননি যে রোহিতের কোনও ক্ষতি হোক ৷ সেই কারণে রবিবার সকাল তাঁরা বাইরে থেকে বেরিয়ে এমন ঘটনা ঘটান ৷
আরও পড়ুন : কোভিড মোকাবিলায় ভারতের পাশে ফ্রান্স
এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে ৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনার অন্য সংক্রামিতদের ক্ষেত্রেও প্রিয়জনদের ভালো চেয়ে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক হবে না ৷ তাই প্রতিটি ক্ষেত্রে করোনা রোগীদের মানসিক ভাবে চাঙ্গা রাখতে হবে ৷