ETV Bharat / bharat

Amit Shah on CISF Raising Day: 'সন্ত্রাসবাদকে বরদাস্ত করবে না বিজেপি', দাবি শাহের - Modi Government has taken zero tolerance policy

আজ সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেড হচ্ছে হায়দরাবাদের নিসায় ৷ এই প্রথম রাজধানীর বাইরে অন্য কোথাও এই প্যারেড অনুষ্ঠিত হচ্ছে ৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Chief Guest at CISF Raising Day Parade) ৷

Amit Shah
অমিত শাহ
author img

By

Published : Mar 12, 2023, 11:31 AM IST

হায়দরাবাদ, 12 মার্চ: মোদি-সরকার জঙ্গি কার্যকলাপকে কোনওভাবেই মেনে নেবে না ৷ এই বিষয়ে কেন্দ্র জিরো-টলারেন্স নীতি নিয়েছে ৷ হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে রবিবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাঁর দাবি, দেশের যে কোনও প্রান্তে যে কোনও ধরনের বিভাজন, সন্ত্রাসবাদী কাজকর্ম এবং জাতীয়তা-বিরোধী কাজকর্মকে কড়া হাতে সামলাবে বিজেপি সরকার (Amit Shah Chief Guest at CISF Raising Day Parade in Telangana Hakimpet NISA) ৷

সিআইএসএফ-এর অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, গত 9 বছরে এনডিএ সরকার সফল ভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার চ্যালেঞ্জ সামলেছে ৷ তাঁর দাবি, কাশ্মীরে হিংসাত্মক ঘটনার সংখ্যা কমে আসছে ৷ উত্তরপূর্বের অস্থির পরিস্থিতি এখন অনেকটা শান্ত ৷ এমনকী চরম বামপন্থী অধ্যুষিত এলাকাগুলির আয়তন আগের তুলনায় কমেছে ৷ আর তাই এখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে ৷ অমিত শাহ এদিন আরও দাবি করেন, জঙ্গি কার্যকলাপে যুক্ত মানুষজনের সংখ্যা ধীরে ধীরে কমছে ৷ অনেকেই আত্মসমর্পণ করছে ৷ পুলিশের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে ৷

  • Addressing our valiant CISF personnel on their 54th Raising Day Parade. India is proud of their accomplishments in protecting the country. https://t.co/bno8sKsJAY

    — Amit Shah (@AmitShah) March 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

12 মার্চ সিআইএসএফ-এর (Central Industrial Security Force) প্রতিষ্ঠা দিবস ৷ আজ তার প্যারেড হচ্ছে হায়দরাবাদের হাকিমপেটের ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যাকাডেমিতে (CISF National Industrial Security Academy, NISA) ৷ এই প্রথম দিল্লির বাইরে অন্য কোনও রাজ্যে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের (annual Raising Day celebrations) প্যারেড হচ্ছে বলে জানা গিয়েছে ৷ হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এখান থেকে তিনি কেরল সফরে যাবেন ৷ সেখানে ত্রিশূরে বীর-পুত্র সকথান থাম্পুরানের প্রাসাদ (Veer-Putra Sakthan Thampuran) ঘুরে দেখার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ৷ এ নিয়ে তিনি টুইট করে লিখেছেন, "বীর-পুত্র সকথান থাম্পুরান আধুনিক ত্রিশূরের প্রতিষ্ঠাতা ৷ তাঁর নেতৃত্ব দেওয়ার দূরদৃষ্টি এবং জ্ঞান ত্রিশূরকে কেরলের সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করেছে ৷ এখানে কিছুটা সময় কাটাতে চাই আমি ৷"

আরও পড়ুন: ত্রিপুরার আদিবাসীদের সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী আগ্রহী, দাবি তিপ্রা প্রধানের

হায়দরাবাদ, 12 মার্চ: মোদি-সরকার জঙ্গি কার্যকলাপকে কোনওভাবেই মেনে নেবে না ৷ এই বিষয়ে কেন্দ্র জিরো-টলারেন্স নীতি নিয়েছে ৷ হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে রবিবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাঁর দাবি, দেশের যে কোনও প্রান্তে যে কোনও ধরনের বিভাজন, সন্ত্রাসবাদী কাজকর্ম এবং জাতীয়তা-বিরোধী কাজকর্মকে কড়া হাতে সামলাবে বিজেপি সরকার (Amit Shah Chief Guest at CISF Raising Day Parade in Telangana Hakimpet NISA) ৷

সিআইএসএফ-এর অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, গত 9 বছরে এনডিএ সরকার সফল ভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার চ্যালেঞ্জ সামলেছে ৷ তাঁর দাবি, কাশ্মীরে হিংসাত্মক ঘটনার সংখ্যা কমে আসছে ৷ উত্তরপূর্বের অস্থির পরিস্থিতি এখন অনেকটা শান্ত ৷ এমনকী চরম বামপন্থী অধ্যুষিত এলাকাগুলির আয়তন আগের তুলনায় কমেছে ৷ আর তাই এখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে ৷ অমিত শাহ এদিন আরও দাবি করেন, জঙ্গি কার্যকলাপে যুক্ত মানুষজনের সংখ্যা ধীরে ধীরে কমছে ৷ অনেকেই আত্মসমর্পণ করছে ৷ পুলিশের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে ৷

  • Addressing our valiant CISF personnel on their 54th Raising Day Parade. India is proud of their accomplishments in protecting the country. https://t.co/bno8sKsJAY

    — Amit Shah (@AmitShah) March 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

12 মার্চ সিআইএসএফ-এর (Central Industrial Security Force) প্রতিষ্ঠা দিবস ৷ আজ তার প্যারেড হচ্ছে হায়দরাবাদের হাকিমপেটের ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যাকাডেমিতে (CISF National Industrial Security Academy, NISA) ৷ এই প্রথম দিল্লির বাইরে অন্য কোনও রাজ্যে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের (annual Raising Day celebrations) প্যারেড হচ্ছে বলে জানা গিয়েছে ৷ হায়দরাবাদে সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের প্যারেডে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এখান থেকে তিনি কেরল সফরে যাবেন ৷ সেখানে ত্রিশূরে বীর-পুত্র সকথান থাম্পুরানের প্রাসাদ (Veer-Putra Sakthan Thampuran) ঘুরে দেখার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ৷ এ নিয়ে তিনি টুইট করে লিখেছেন, "বীর-পুত্র সকথান থাম্পুরান আধুনিক ত্রিশূরের প্রতিষ্ঠাতা ৷ তাঁর নেতৃত্ব দেওয়ার দূরদৃষ্টি এবং জ্ঞান ত্রিশূরকে কেরলের সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করেছে ৷ এখানে কিছুটা সময় কাটাতে চাই আমি ৷"

আরও পড়ুন: ত্রিপুরার আদিবাসীদের সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী আগ্রহী, দাবি তিপ্রা প্রধানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.