ETV Bharat / bharat

Nadda to Continue as President: 2024 এর জুন পর্যন্ত বিজেপির সভাপতি জেপি নাড্ডা, জানালেন অমিত শাহ - রাজনাথ সিং

জেপি নাড্ডাকেই জাতীয় সভাপতি পদে রেখে দিল বিজেপি (BJP) ৷ 2024 সালের জুন মাস পর্যন্ত ওই পদে রাখা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন অমিত শাহ ৷

Nadda to Continue as President
Nadda to Continue as President
author img

By

Published : Jan 17, 2023, 6:02 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: বিজেপির জাতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda to be BJP president till June 2024) ৷ তাঁকে 2024 সালের জুন মাস পর্যন্ত ওই পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মঙ্গলবার জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ (Amit Shah) ৷

তিনি জানিয়েছেন, এদিন কর্মসমিতির বৈঠকে (BJPs National Executive Meeting) প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি রাজনাথ সিং (Rajnath Singh) জেপি নাড্ডার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেন ৷ কর্মসমিতি সেই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করে ৷ ফলে আগামী 2024 সালের লোকসভা নির্বাচন জেপি নাড্ডার নেতৃত্বেই হতে চলেছে ৷ আর সেই ভোটে বিজেপি 2019 সালের চেয়েও ভালো ফল করবে বলে আশা করছেন অমিত শাহ ৷

2020 সালের 20 জানুয়ারি জেপি নাড্ডাকে বিজেপির জাতীয় সভাপতির পদে বসেন ৷ এই বছর জানুয়ারিতেই তাঁর প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ তার আগেই তাঁকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দেওয়া হল ৷ অনেকটা অমিত শাহের মতোই৷ 2014 সালের যে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi), সেই ভোটে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন অমিত শাহ ৷ ভোটে জেতার পরই শাহকে জাতীয় সভাপতি করে বিজেপি ৷

প্রথম পর্যায়ের মেয়াদ শেষে শাহকে দ্বিতীয় দফায় বিজেপির সভাপতি পদে রেখে দেওয়া হয় ৷ 2019 সালের লোকসভা ভোটে বিজেপি তাঁর নেতৃত্বেই লড়াই করে ৷ সেই ভোটে তিনি গান্ধিনগর থেকে প্রার্থী হন ৷ ভোটে জেতার পর মোদি তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন ৷ স্বাভাবিকভাবেই তাঁকে সভাপতির পদ ছাড়তে হত ৷ সেই জায়গায় নাড্ডা আসেন ৷

গতকাল, সোমবার নয়াদিল্লিতে বিজেপির কর্মসমিতির বৈঠক শুরু হয় ৷ প্রথমদিন ভাষণ দেন জেপি নাড্ডা ৷ তার আগে নয়াদিল্লিতে রোড শো করে বৈঠকস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী ৷ নাড্ডা কর্মীদের কাছে মোদি সরকারের ভালোদিকগুলি তুলে ধরেন৷ গুজরাতে বিজেপির জয়ের জন্য কর্মীদের প্রশংসা করেন ৷ পাশাপাশি চলতি বছরে যে 9টি রাজ্য়ে ভোট রয়েছে, সেখানে বিজেপিকে জিততেই হবে বলে বার্তা দেন ৷

এখন দেখার তাঁর নেতৃত্বে 9টি রাজ্য়ের বিধানসভা ভোটে এবং 2024 সালে লোকসভা নির্বাচনে ভালো ফল করে কি না ! আর যদি ভালো ফল করে, তাহলে তাঁর পুরস্কার স্বরূপ নাড্ডাকেও পরবর্তী সরকারে জায়গা দেওয়া হয় কি না !

আরও পড়ুন: 2023 এ সব রাজ্যের ভোটে জিততেই হবে, বিজেপি নেতাদের বার্তা নাড্ডার

নয়াদিল্লি, 17 জানুয়ারি: বিজেপির জাতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda to be BJP president till June 2024) ৷ তাঁকে 2024 সালের জুন মাস পর্যন্ত ওই পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মঙ্গলবার জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ (Amit Shah) ৷

তিনি জানিয়েছেন, এদিন কর্মসমিতির বৈঠকে (BJPs National Executive Meeting) প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি রাজনাথ সিং (Rajnath Singh) জেপি নাড্ডার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেন ৷ কর্মসমিতি সেই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করে ৷ ফলে আগামী 2024 সালের লোকসভা নির্বাচন জেপি নাড্ডার নেতৃত্বেই হতে চলেছে ৷ আর সেই ভোটে বিজেপি 2019 সালের চেয়েও ভালো ফল করবে বলে আশা করছেন অমিত শাহ ৷

2020 সালের 20 জানুয়ারি জেপি নাড্ডাকে বিজেপির জাতীয় সভাপতির পদে বসেন ৷ এই বছর জানুয়ারিতেই তাঁর প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ তার আগেই তাঁকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দেওয়া হল ৷ অনেকটা অমিত শাহের মতোই৷ 2014 সালের যে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi), সেই ভোটে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন অমিত শাহ ৷ ভোটে জেতার পরই শাহকে জাতীয় সভাপতি করে বিজেপি ৷

প্রথম পর্যায়ের মেয়াদ শেষে শাহকে দ্বিতীয় দফায় বিজেপির সভাপতি পদে রেখে দেওয়া হয় ৷ 2019 সালের লোকসভা ভোটে বিজেপি তাঁর নেতৃত্বেই লড়াই করে ৷ সেই ভোটে তিনি গান্ধিনগর থেকে প্রার্থী হন ৷ ভোটে জেতার পর মোদি তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন ৷ স্বাভাবিকভাবেই তাঁকে সভাপতির পদ ছাড়তে হত ৷ সেই জায়গায় নাড্ডা আসেন ৷

গতকাল, সোমবার নয়াদিল্লিতে বিজেপির কর্মসমিতির বৈঠক শুরু হয় ৷ প্রথমদিন ভাষণ দেন জেপি নাড্ডা ৷ তার আগে নয়াদিল্লিতে রোড শো করে বৈঠকস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী ৷ নাড্ডা কর্মীদের কাছে মোদি সরকারের ভালোদিকগুলি তুলে ধরেন৷ গুজরাতে বিজেপির জয়ের জন্য কর্মীদের প্রশংসা করেন ৷ পাশাপাশি চলতি বছরে যে 9টি রাজ্য়ে ভোট রয়েছে, সেখানে বিজেপিকে জিততেই হবে বলে বার্তা দেন ৷

এখন দেখার তাঁর নেতৃত্বে 9টি রাজ্য়ের বিধানসভা ভোটে এবং 2024 সালে লোকসভা নির্বাচনে ভালো ফল করে কি না ! আর যদি ভালো ফল করে, তাহলে তাঁর পুরস্কার স্বরূপ নাড্ডাকেও পরবর্তী সরকারে জায়গা দেওয়া হয় কি না !

আরও পড়ুন: 2023 এ সব রাজ্যের ভোটে জিততেই হবে, বিজেপি নেতাদের বার্তা নাড্ডার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.