ETV Bharat / bharat

Amit Shah: 'মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত', অমিত শাহের কথাতেও ভিজল না চিঁড়ে - স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah is Ready to Discuss on Manipur Issue: মণিপুর নিয়ে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ৷ মণিপুর ইস্যুতে সংসদে আলোচনার জন্য রাজি কেন্দ্রীয় সরকার ৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানান, মণিপুরের পরিস্থিতি নিয়ে লোকসভায় আলোচনা করতে তিনি রাজি ৷

Etv Bharat
অমিত শাহ
author img

By

Published : Jul 24, 2023, 6:08 PM IST

নয়াদিল্লি, 24 জুলাই: মণিপুর ইস্যুতে সংসদে আলোচনার জন্য রাজি কেন্দ্রীয় সরকার ৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানান, মণিপুরের পরিস্থিতি নিয়ে লোকসভায় আলোচনা করতে তিনি রাজি ৷ যদিও অমিত শাহের বক্তব্যের কোনও প্রভাব পড়েনি বিরোধীদের উপর ৷ তারা এদিনও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতেই অনড় থেকেছে ৷ বিরোধীদের চরম হট্টগোলের জেরে বন্ধ করে দেওয়া হয় দুই কক্ষেরই অধিবেশন ৷

মণিপুর নিয়ে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ৷ বিরোধীদের তরফে অবশ্য আগেই জানানো হয়েছিল, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতিই তারা চাইছে ৷ সম্প্রতি দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো এবং তাঁদের উপর যৌন নির্যাতনের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে গর্জে ওঠে গোটা দেশ ৷ বিজোপির তরফেও মণিপুর নিয়ে সংসদে আলোচনার দাবি জানানো হয় ৷ সেই মতোই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানান, তিনি মণিপুর ইস্যুতে আলোচনায় ইচ্ছুক ৷ কিন্তু অমিত শাহের কথায় অবশ্য এদিনও চিঁড়ে ভেজেনি ৷

এদিন অমিত শাহ বলেন, "মণিপুরের মতো সংবেদনশীল বিষয় নিয়ে সরকার এবং বিরোধীদলের তরফে আলোচনা চাওয়া হয়েছিল ৷ আমি আলোচনার জন্য প্রস্তুত ৷" এর সঙ্গেই, বিরোধীদের বিঁধে তিনি বলেন, "কিন্তু আমি বুঝতে পারছি না কেন বিরোধী দল আলোচনা চাইছে না ! অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যা নিয়ে আলোচনা প্রয়োজন ৷ আমি বিরোধী দলের নেতাকে অনুরোধ করব, অনুগ্রহ করে মণিপুরের মতো জ্বলন্ত ইস্যুতে যাতে চর্চা হয়, তা বিবেচনা করুন ৷"

আরও পড়ুন: রামনবমীর হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, এনআইএ তদন্ত বহাল শীর্ষ আদালতের

লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিরোধী দলের নেতাদের কাছে তিনি অনুরোধ করেছিলেন যাতে বিতর্কের যাতে অনুমতি দেওয়া হয় ৷ একই সঙ্গে অমিত শাহ দাবি করেছেন, মণিপুর ইস্যুতে দেশের সামনে প্রকৃত সত্য বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিপুর ইস্যুতে বারবার স্থগিত হয়ে গিয়েছে সংসদ ৷ এদিন অমিত শাহ মণিপুর ইস্যুতে আলোচনা করতে চাইলেও বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় স্পিকার অধিবেশন মুলতবি করে দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে এদিনও অনড় থেকেছে বিরোধীরা ৷ কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, "বিজেপি প্রধানমন্ত্রীকে সংসদে বক্তৃতা দেওয়া থেকে বিরত রেখেছে ৷ মণিপুর নিয়ে তারা নিছক প্রতীকী আলোচনা করতে চায়। তারা মণিপুর পরিস্থিতিকে আদতে সাধারণ আইন-শৃঙ্খলা সমস্যা হিসাবেই বিবেচনা করছে।"

অন্যদিকে, কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল বলেন, "আমরা বিধি 267-এর অধীনে আলোচনার দাবি জানাচ্ছি ৷ প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে বিবৃতি দেওয়া ৷ এটাই আমাদের দাবি। মণিপুরের সঙ্গে কোনও ঘটনাকে যুক্ত করা ঠিক নয় ৷"

নয়াদিল্লি, 24 জুলাই: মণিপুর ইস্যুতে সংসদে আলোচনার জন্য রাজি কেন্দ্রীয় সরকার ৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানান, মণিপুরের পরিস্থিতি নিয়ে লোকসভায় আলোচনা করতে তিনি রাজি ৷ যদিও অমিত শাহের বক্তব্যের কোনও প্রভাব পড়েনি বিরোধীদের উপর ৷ তারা এদিনও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতেই অনড় থেকেছে ৷ বিরোধীদের চরম হট্টগোলের জেরে বন্ধ করে দেওয়া হয় দুই কক্ষেরই অধিবেশন ৷

মণিপুর নিয়ে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ৷ বিরোধীদের তরফে অবশ্য আগেই জানানো হয়েছিল, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতিই তারা চাইছে ৷ সম্প্রতি দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো এবং তাঁদের উপর যৌন নির্যাতনের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে গর্জে ওঠে গোটা দেশ ৷ বিজোপির তরফেও মণিপুর নিয়ে সংসদে আলোচনার দাবি জানানো হয় ৷ সেই মতোই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানান, তিনি মণিপুর ইস্যুতে আলোচনায় ইচ্ছুক ৷ কিন্তু অমিত শাহের কথায় অবশ্য এদিনও চিঁড়ে ভেজেনি ৷

এদিন অমিত শাহ বলেন, "মণিপুরের মতো সংবেদনশীল বিষয় নিয়ে সরকার এবং বিরোধীদলের তরফে আলোচনা চাওয়া হয়েছিল ৷ আমি আলোচনার জন্য প্রস্তুত ৷" এর সঙ্গেই, বিরোধীদের বিঁধে তিনি বলেন, "কিন্তু আমি বুঝতে পারছি না কেন বিরোধী দল আলোচনা চাইছে না ! অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যা নিয়ে আলোচনা প্রয়োজন ৷ আমি বিরোধী দলের নেতাকে অনুরোধ করব, অনুগ্রহ করে মণিপুরের মতো জ্বলন্ত ইস্যুতে যাতে চর্চা হয়, তা বিবেচনা করুন ৷"

আরও পড়ুন: রামনবমীর হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, এনআইএ তদন্ত বহাল শীর্ষ আদালতের

লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিরোধী দলের নেতাদের কাছে তিনি অনুরোধ করেছিলেন যাতে বিতর্কের যাতে অনুমতি দেওয়া হয় ৷ একই সঙ্গে অমিত শাহ দাবি করেছেন, মণিপুর ইস্যুতে দেশের সামনে প্রকৃত সত্য বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিপুর ইস্যুতে বারবার স্থগিত হয়ে গিয়েছে সংসদ ৷ এদিন অমিত শাহ মণিপুর ইস্যুতে আলোচনা করতে চাইলেও বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় স্পিকার অধিবেশন মুলতবি করে দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবিতে এদিনও অনড় থেকেছে বিরোধীরা ৷ কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, "বিজেপি প্রধানমন্ত্রীকে সংসদে বক্তৃতা দেওয়া থেকে বিরত রেখেছে ৷ মণিপুর নিয়ে তারা নিছক প্রতীকী আলোচনা করতে চায়। তারা মণিপুর পরিস্থিতিকে আদতে সাধারণ আইন-শৃঙ্খলা সমস্যা হিসাবেই বিবেচনা করছে।"

অন্যদিকে, কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল বলেন, "আমরা বিধি 267-এর অধীনে আলোচনার দাবি জানাচ্ছি ৷ প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে বিবৃতি দেওয়া ৷ এটাই আমাদের দাবি। মণিপুরের সঙ্গে কোনও ঘটনাকে যুক্ত করা ঠিক নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.