ETV Bharat / bharat

Amit Shah Slams Congress: চিনা দূতাবাস রাজীব গান্ধি ফাউন্ডেশনকে ১.৩৫ কোটি টাকা দিয়েছে, দাবি অমিত শাহের - সেনা বাহিনী

রাজীব গান্ধি ফাউন্ডেশন নিয়ে অস্বস্তি এড়াতে কংগ্রেস লোকসভায় ভারত-চিন সংঘর্ষ (India-China Faceoff) নিয়ে হইচই করেছে ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বিবৃতি দেবেন বলার পরও গোলমাল করেছে বিরোধীরা ৷ মঙ্গলবার এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

amit-shah-condemns-ruckus-in-lok-sabha-over-india-china-lac-clash
Amit Shah Slams Congress: তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষ নিয়ে লোকসভায় বিরোধীদের হট্টগোলের সমালোচনা অমিত শাহের
author img

By

Published : Dec 13, 2022, 3:09 PM IST

Updated : Dec 13, 2022, 3:51 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার সংসদে বিরোধীদের হট্টগোলের সমালোচনা করেছেন । তিনি বলেন, ‘‘আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্ব চলতে দেয়নি বিরোধীরা । আমি এই কাজের নিন্দা করছি । সংসদ বিষয়ক মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রী সংসদে এই নিয়ে (তাওয়াং নিয়ে) বিবৃতি দেবেন ।’’ তার পরও বিরোধীরা হট্টগোল করেছে বলে তাঁর অভিযোগ ৷

কেন বিরোধীরা এমন করল ? সেই ব্যাখ্যা দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘রাজীব গান্ধি ফাউন্ডেশনের এফসিআরএ লঙ্ঘন করেছে ৷ এই নিয়ে লোকসভায় প্রশ্ন যাতে না ওঠে, সেই পরিস্থিতি এড়াতে বিরোধীরা ভারত-চিন সমস্যার (India-China Faceoff) বিষয়টি উত্থাপন করেছে ।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘আমি প্রশ্নোত্তর পর্বের তালিকা দেখেছি এবং 5 নম্বর প্রশ্ন দেখার পরে, আমি কংগ্রেসের (Congress) উদ্বেগ বুঝতে পেরেছি । প্রশ্নটি ছিল, রাজীব গান্ধি ফাউন্ডেশনের (RGF) এফসিআরএ (FCRA) লাইসেন্স বাতিলের বিষয়ে ।’’

অমিত শাহ বলেন, ‘‘তারা (কংগ্রেস) অনুমতি দিলে আমি সংসদে উত্তর দিতাম যে রাজীব গান্ধি ফাউন্ডেশন 2005-2007 সালে চিনা দূতাবাস থেকে 1.35 কোটি টাকা অনুদান পেয়েছিল, যা বৈদেশিক অনুদান সংক্রান্ত অনুযায়ী হয়নি । সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক ওই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন বাতিল করেছে ৷’’

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা 9 ডিসেম্বর তাওয়াং সীমান্তে ভারত ও চিনের বাহিনীর মধ্যে সংঘর্ষের বিষয়ে আলোচনা করার জন্য সংসদে নোটিশ দেয় ৷ বিরোধীরা এই নিয়ে আলোচনা চেয়েছিল ৷ ওই সাংসদরা প্রশ্নোত্তর পর্ব স্থগিত করে এবং অন্য বিষয়গুলিকে বাতিল করে আলোচনার দাবি তুলেছিল ৷ তাদের বক্তব্য, এই ধরনের আগ্রাসন মোকাবিলা করতে এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের স্বার্থরক্ষার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার ।

মঙ্গলবার লোকসভায় অধিবেশনের শুরুতেই বিরোধীরা এই নিয়ে হইহট্টগোল করে ৷ তখন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী নিম্নকক্ষে জানান যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আজ দুপুর 12টায় একটি বিবৃতি দেবেন । তার পরও বিরোধীরা গোলমাল করে বলে অভিযোগ ৷ পরে অধ্যক্ষ ওম বিড়লা লোকসভা মুলতবি করে দেন । এদিকে আজ অধিবেশন শুরুর আগে, প্রতিরক্ষা মন্ত্রীকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা প্রধানরা সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিলেন ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব লাদাখে দুই পক্ষের মধ্যে 30 মাসেরও বেশি সময় ধরে সীমান্ত বিবাদ চলছে ৷ তার মধ্যে গত শুক্রবার আবার ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চিনা পিপলস লিবারেশন আর্মি (Chinese PLA) ৷ সেনা বাহিনীর (Indian Army) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত 9 ডিসেম্বর পিএলএ সৈন্যরা তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানোর চেষ্টা করে ৷ ভারতীয় জওয়ানরা দৃঢ়ভাবে তা প্রতিহত করেছে ৷ এই মুখোমুখি সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন সামান্য আহত হন ৷ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দু’পক্ষের মধ্যে বৈঠক হয়েছে ৷ এছাড়া এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করতে চলেছেন ৷

আরও পড়ুন: 21 বছরে সংসদ হামলা, শহিদদের শ্রদ্ধা জানালেন মোদি-ধনকড়

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার সংসদে বিরোধীদের হট্টগোলের সমালোচনা করেছেন । তিনি বলেন, ‘‘আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্ব চলতে দেয়নি বিরোধীরা । আমি এই কাজের নিন্দা করছি । সংসদ বিষয়ক মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রী সংসদে এই নিয়ে (তাওয়াং নিয়ে) বিবৃতি দেবেন ।’’ তার পরও বিরোধীরা হট্টগোল করেছে বলে তাঁর অভিযোগ ৷

কেন বিরোধীরা এমন করল ? সেই ব্যাখ্যা দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘রাজীব গান্ধি ফাউন্ডেশনের এফসিআরএ লঙ্ঘন করেছে ৷ এই নিয়ে লোকসভায় প্রশ্ন যাতে না ওঠে, সেই পরিস্থিতি এড়াতে বিরোধীরা ভারত-চিন সমস্যার (India-China Faceoff) বিষয়টি উত্থাপন করেছে ।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘আমি প্রশ্নোত্তর পর্বের তালিকা দেখেছি এবং 5 নম্বর প্রশ্ন দেখার পরে, আমি কংগ্রেসের (Congress) উদ্বেগ বুঝতে পেরেছি । প্রশ্নটি ছিল, রাজীব গান্ধি ফাউন্ডেশনের (RGF) এফসিআরএ (FCRA) লাইসেন্স বাতিলের বিষয়ে ।’’

অমিত শাহ বলেন, ‘‘তারা (কংগ্রেস) অনুমতি দিলে আমি সংসদে উত্তর দিতাম যে রাজীব গান্ধি ফাউন্ডেশন 2005-2007 সালে চিনা দূতাবাস থেকে 1.35 কোটি টাকা অনুদান পেয়েছিল, যা বৈদেশিক অনুদান সংক্রান্ত অনুযায়ী হয়নি । সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক ওই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন বাতিল করেছে ৷’’

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা 9 ডিসেম্বর তাওয়াং সীমান্তে ভারত ও চিনের বাহিনীর মধ্যে সংঘর্ষের বিষয়ে আলোচনা করার জন্য সংসদে নোটিশ দেয় ৷ বিরোধীরা এই নিয়ে আলোচনা চেয়েছিল ৷ ওই সাংসদরা প্রশ্নোত্তর পর্ব স্থগিত করে এবং অন্য বিষয়গুলিকে বাতিল করে আলোচনার দাবি তুলেছিল ৷ তাদের বক্তব্য, এই ধরনের আগ্রাসন মোকাবিলা করতে এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের স্বার্থরক্ষার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার ।

মঙ্গলবার লোকসভায় অধিবেশনের শুরুতেই বিরোধীরা এই নিয়ে হইহট্টগোল করে ৷ তখন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী নিম্নকক্ষে জানান যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) আজ দুপুর 12টায় একটি বিবৃতি দেবেন । তার পরও বিরোধীরা গোলমাল করে বলে অভিযোগ ৷ পরে অধ্যক্ষ ওম বিড়লা লোকসভা মুলতবি করে দেন । এদিকে আজ অধিবেশন শুরুর আগে, প্রতিরক্ষা মন্ত্রীকে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা প্রধানরা সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিলেন ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব লাদাখে দুই পক্ষের মধ্যে 30 মাসেরও বেশি সময় ধরে সীমান্ত বিবাদ চলছে ৷ তার মধ্যে গত শুক্রবার আবার ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চিনা পিপলস লিবারেশন আর্মি (Chinese PLA) ৷ সেনা বাহিনীর (Indian Army) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত 9 ডিসেম্বর পিএলএ সৈন্যরা তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানোর চেষ্টা করে ৷ ভারতীয় জওয়ানরা দৃঢ়ভাবে তা প্রতিহত করেছে ৷ এই মুখোমুখি সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন সামান্য আহত হন ৷ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দু’পক্ষের মধ্যে বৈঠক হয়েছে ৷ এছাড়া এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করতে চলেছেন ৷

আরও পড়ুন: 21 বছরে সংসদ হামলা, শহিদদের শ্রদ্ধা জানালেন মোদি-ধনকড়

Last Updated : Dec 13, 2022, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.