আগরতলা, 12 ফেব্রুয়ারি: ত্রিপুরায় 'জঙ্গলরাজ' ফিরিয়ে আনাই লক্ষ্য ! আর সেই কারণেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছে কংগ্রেস, বামফ্রন্ট এবং তিপরা মোথা পার্টি ! রবিবার ত্রিপুরার জনসভা থেকে বিরোধীদের একযোগে কাঠগড়ায় তুলে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah slams Opposition) ৷
এদিন ত্রিপুরার চরিলাম বিধানসভাকেন্দ্রে একটি বিরাট জনসভা করেন অমিত শাহ ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Election 2023) এই আসন থেকেই লড়ছেন রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী ৷ এদিনের এই জনসভার মঞ্চ থেকে অমিত বলেন, "ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে গোটা রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন ৷ অথচ কংগ্রেস, বামফ্রন্ট এবং তিপরা মোথা পার্টি মিলিতভাবে সেই বিজেপিকেই উৎখাত করার চেষ্টা করছে ! যাতে ত্রিপুরায় ফের জঙ্গলরাজ কায়েম করা যায়! তাই কংগ্রেসের জন্য ভোট দেওয়ার অর্থ হল, সিপিএমকে ভোট দেওয়া ৷ আর সিপিএমকে ভোট দেওয়া মানে তিপরা মোথাকেই সমর্থন করা ৷ এমনটা করা হলে আদতে সিপিএমকেই জেতানো হবে এবং বিজেপি হেরে যাবে ৷ বামেরা সারা পৃথিবী থেকে মুছে গিয়েছে, আর কংগ্রেস দেশ থেকে হারিয়ে গিয়েছে ৷"
আরও পড়ুন: 'কমিউনিস্টরা অপরাধী, কংগ্রেস দুর্নীতিগ্রস্ত !' ত্রিপুরায় অমিতের নিশানায় সব বিরোধী
একইসঙ্গে, এদিন অমিত শাহ এটাও দাবি করেন যে বামেরা আসলে ভোটের আগেই হার স্বীকার করে নিয়েছে ! কারণ, তা না হলে তারা কখনই কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট বাঁধত না ৷ অন্যদিকে, কংগ্রেসও অস্তিত্ব সংকটে ৷ একটা সময় কংগ্রেসের অসংখ্য সদস্য সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন ! অথচ তারপরও তারা সিপিএমের হাত ধরেছে !
অন্যদিকে, তিপরা মোথা পার্টি সম্পর্কে অমিত শাহের বক্তব্য হল, "সিপিএম বা কংগ্রেসের সঙ্গে থেকে তিপরা মোথা পার্টি কখনই আদিবাসীদের জন্য কাজ করতে পারবে না ৷ আর এই তিনটি দল কোনও দিনই ত্রিপুরার উন্নয়ন সাধন করতে পারবে না ৷" এরপরই বিজেপির আগামিদিনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন অমিত শাহ ৷ বলেন, আগামিদিনে ত্রিপুরা থেকে অসুখ-বিসুখ, দারিদ্র্য এবং বেকারত্ব দূর করাই গেরুয়াশিবিরের লক্ষ্য ৷