ETV Bharat / bharat

শাহ-যোগীর জীবন বিপন্ন ! দেশজুড়ে পরপর বিস্ফোরণের হুমকি মেইলে আতঙ্ক - অমিত শাহ

সিআরপিএফ-এর দফতরে আসা একটি হুমকি মেইলে চাঞ্চল্য ছড়াল ৷ অমিত শাহ ও যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সেই মেইলে ৷ ধারাবাহিক বিস্ফোরণেরও হুমকি দেওয়া হয় ৷

amit-shah-and-yogi-adityanath-is-in-danger-mail-threatening-crpf-with-serial-blast
শাহ-যোগীর জীবন বিপন্ন ! দেশজুড়ে পরপর বিস্ফোরণের হুমকি মেইলে আতঙ্ক
author img

By

Published : Apr 6, 2021, 10:35 AM IST

Updated : Apr 6, 2021, 11:51 AM IST

মুম্বই, 6 এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এল সিআরপিএফ-এর দফতরে ৷ ওই মেইলে লেখা হয়েছে, শাহ ও যোগীর জীবন বিপন্ন ৷ দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোরও হুমকি দেওয়া হয়েছে ওই মেইলে ৷ এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷

মেইলে ধর্মস্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ মেইলে লেখা আছে যে, প্রেরকের দলে রয়েছে 11 জন আত্মঘাতী বিস্ফোরক ৷ তারা যোগী আদিত্যনাথ ও অমিত শাহকে শেষ করে দেবে বলে হুমকি দিয়েছে ৷

আরও পড়ুন: ভোটারদের ভোটদানের আবেদন রাহুল-প্রিয়াঙ্কার

এই হুমকি মেইল পাওয়ার পর থেকেই তত্পরতা শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের মধ্যে ৷ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ কারা এই মেইল পাঠাল, তার খোঁজে চলছে তল্লাশি ৷

মুম্বই, 6 এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এল সিআরপিএফ-এর দফতরে ৷ ওই মেইলে লেখা হয়েছে, শাহ ও যোগীর জীবন বিপন্ন ৷ দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোরও হুমকি দেওয়া হয়েছে ওই মেইলে ৷ এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷

মেইলে ধর্মস্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ মেইলে লেখা আছে যে, প্রেরকের দলে রয়েছে 11 জন আত্মঘাতী বিস্ফোরক ৷ তারা যোগী আদিত্যনাথ ও অমিত শাহকে শেষ করে দেবে বলে হুমকি দিয়েছে ৷

আরও পড়ুন: ভোটারদের ভোটদানের আবেদন রাহুল-প্রিয়াঙ্কার

এই হুমকি মেইল পাওয়ার পর থেকেই তত্পরতা শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের মধ্যে ৷ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ কারা এই মেইল পাঠাল, তার খোঁজে চলছে তল্লাশি ৷

Last Updated : Apr 6, 2021, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.