ETV Bharat / bharat

Lashkar-e-Taiba Threat : ওড়ানো হবে বহু স্টেশন, হরিয়ানার মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে খুনের হুমকি লস্করের - LeT

হরিয়ানার আম্বালা, চণ্ডীগড়-সহ আরও বেশ কিছু স্টেশন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হুমকি দিয়ে চিঠি পাঠাল জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) এবং রাজ্যপালকেও খুনের হুমকি দেওয়া হয়েছে ৷ আম্বালার ডিভিশনাল জেনারেল ম্যানেজারের কাছে এসে পৌঁছেছে এই চিঠি ৷

অম্বালা, Ambala, Lashkar-e-Taiba Threat
অম্বালা স্টেশন (Ambala)
author img

By

Published : Nov 12, 2021, 10:56 AM IST

আম্বালা, 12 নভেম্বর : 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে বেশ কিছু রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ ঘটানো হবে বলে আম্বালার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে (DRM) হুমকি চিঠি পাঠাল লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকেও খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে ৷

লস্করের পাঠানো চিঠিতে চিঠিতে আম্বালা, কেন্ট, শিমলা, চণ্ডীগড়, যমুনানগর, সাহারানপুর সমেত বেশ কিছু রেল স্টেশনকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ এমনকি দিনক্ষণও জানানো হয়েছে ৷ 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে এই বোমা বিস্ফোরণ হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিটিতে ৷

এছাড়া মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) এবং রাজ্যপাল বান্দারু দাত্তাত্রেয়াকেও (Bandaru Dattatreya) প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমে মহম্মদ আমিম শেখ নামের এক ব্যক্তির নামে এফআইআর দায়ের করেছে আম্বালা পুলিশ ৷ তদন্ত চলছে ৷

আরও পড়ুন : Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী

আম্বালা, 12 নভেম্বর : 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে বেশ কিছু রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ ঘটানো হবে বলে আম্বালার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে (DRM) হুমকি চিঠি পাঠাল লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকেও খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে ৷

লস্করের পাঠানো চিঠিতে চিঠিতে আম্বালা, কেন্ট, শিমলা, চণ্ডীগড়, যমুনানগর, সাহারানপুর সমেত বেশ কিছু রেল স্টেশনকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ৷ এমনকি দিনক্ষণও জানানো হয়েছে ৷ 26 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে এই বোমা বিস্ফোরণ হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিটিতে ৷

এছাড়া মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) এবং রাজ্যপাল বান্দারু দাত্তাত্রেয়াকেও (Bandaru Dattatreya) প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমে মহম্মদ আমিম শেখ নামের এক ব্যক্তির নামে এফআইআর দায়ের করেছে আম্বালা পুলিশ ৷ তদন্ত চলছে ৷

আরও পড়ুন : Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.