ETV Bharat / bharat

Narendra Modi: অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর - দীপাবলি

দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে উত্তরপ্রদেশের অযোধ্যা ৷ সেখানকার দীপ উৎসবের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
অযোধ্যায় দীপ উৎসব
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 10:53 PM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর: অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভুত, অলৌকিক ও অবিস্মরণীয়' হিসেবে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীপাবলি উপলক্ষে রবিবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি আরও লেখেন, "লাখো প্রদীপের আলোয় উদ্ভাসিত অযোধ্যা নগরীর এই ভব্য দীপ উৎসব সাড়া দেশকে আলোকিত করছে ৷ এর থেকে নির্গত শক্তি পুরো ভারতবর্ষে নয়া উন্মাদনা ও নতুন উৎসাহের সঞ্চার করছে ৷ আমি প্রার্থনা করি ভগবাম রাম সমস্ত দেশবাসীর মঙ্গল করুন এবং আমার পরিবারকে প্রেরণা শক্তি দিন ৷" এদিন এই পোস্টের সঙ্গে অযোধ্যায় দীপ উৎসবের একাধিক ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • अद्भुत, अलौकिक और अविस्मरणीय!

    लाखों दीयों से जगमग अयोध्या नगरी के भव्य दीपोत्सव से सारा देश प्रकाशमान हो रहा है। इससे निकली ऊर्जा संपूर्ण भारतवर्ष में नई उमंग और नए उत्साह का संचार कर रही है। मेरी कामना है कि भगवान श्री राम समस्त देशवासियों का कल्याण करें और मेरे सभी… pic.twitter.com/3dehLH45Tp

    — Narendra Modi (@narendramodi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সোশাল মিডিয়ায় অনেকেই অযোধ্যার এই দীপ উৎসবের ছবি শেয়ার করেছেন ৷ একসঙ্গে এত প্রদীপ জ্বলে ওঠাকে অনেকেই প্রধানমন্ত্রীর 'মেড ইন ইন্ডিয়া'র সাফল্য হিসেবে তুলে ধরেছেন ৷ বিদেশি পণ্য বর্জন করার ডাক দিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় দেশজ পণ্যকে তুলে ধরার যে ডাক দিয়েছেন এই প্রদীপ প্রজ্জ্বলনকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে ৷

শনিবারই দীপ উৎসব উপলক্ষে অযোধ্যায় একসঙ্গে 22.23 লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছিল ৷ যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে ৷ এর আগের বছর দীপাবলির দিন মন্দির শহর অযোধ্যায় 15.76 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল ৷ এবছর সেই রেকর্ডও ভেঙে গিয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকারের উদ্য়োগে আয়োজিত এই দীপউৎসবকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ৷

এদিন দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এদিন হিমাচলের লেপচায় গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি ৷ পরে তিনি দিল্লিতে ফিরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তাদের দীপাবলির শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন:

1. সীমান্তে সৈন্যরা পাহারায় থাকাকালীন ভারত নিরাপদ, দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি

2. দীপাবলির শুভেচ্ছায় দেশবাসীকে পরিবার সম্বোধন মোদির, বার্তা মুর্মু-মমতারও

নয়াদিল্লি, 12 নভেম্বর: অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভুত, অলৌকিক ও অবিস্মরণীয়' হিসেবে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দীপাবলি উপলক্ষে রবিবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি আরও লেখেন, "লাখো প্রদীপের আলোয় উদ্ভাসিত অযোধ্যা নগরীর এই ভব্য দীপ উৎসব সাড়া দেশকে আলোকিত করছে ৷ এর থেকে নির্গত শক্তি পুরো ভারতবর্ষে নয়া উন্মাদনা ও নতুন উৎসাহের সঞ্চার করছে ৷ আমি প্রার্থনা করি ভগবাম রাম সমস্ত দেশবাসীর মঙ্গল করুন এবং আমার পরিবারকে প্রেরণা শক্তি দিন ৷" এদিন এই পোস্টের সঙ্গে অযোধ্যায় দীপ উৎসবের একাধিক ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

  • अद्भुत, अलौकिक और अविस्मरणीय!

    लाखों दीयों से जगमग अयोध्या नगरी के भव्य दीपोत्सव से सारा देश प्रकाशमान हो रहा है। इससे निकली ऊर्जा संपूर्ण भारतवर्ष में नई उमंग और नए उत्साह का संचार कर रही है। मेरी कामना है कि भगवान श्री राम समस्त देशवासियों का कल्याण करें और मेरे सभी… pic.twitter.com/3dehLH45Tp

    — Narendra Modi (@narendramodi) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সোশাল মিডিয়ায় অনেকেই অযোধ্যার এই দীপ উৎসবের ছবি শেয়ার করেছেন ৷ একসঙ্গে এত প্রদীপ জ্বলে ওঠাকে অনেকেই প্রধানমন্ত্রীর 'মেড ইন ইন্ডিয়া'র সাফল্য হিসেবে তুলে ধরেছেন ৷ বিদেশি পণ্য বর্জন করার ডাক দিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় দেশজ পণ্যকে তুলে ধরার যে ডাক দিয়েছেন এই প্রদীপ প্রজ্জ্বলনকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে ৷

শনিবারই দীপ উৎসব উপলক্ষে অযোধ্যায় একসঙ্গে 22.23 লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছিল ৷ যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে ৷ এর আগের বছর দীপাবলির দিন মন্দির শহর অযোধ্যায় 15.76 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল ৷ এবছর সেই রেকর্ডও ভেঙে গিয়েছে ৷ উত্তরপ্রদেশ সরকারের উদ্য়োগে আয়োজিত এই দীপউৎসবকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও ৷

এদিন দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এদিন হিমাচলের লেপচায় গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি ৷ পরে তিনি দিল্লিতে ফিরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তাদের দীপাবলির শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন:

1. সীমান্তে সৈন্যরা পাহারায় থাকাকালীন ভারত নিরাপদ, দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি

2. দীপাবলির শুভেচ্ছায় দেশবাসীকে পরিবার সম্বোধন মোদির, বার্তা মুর্মু-মমতারও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.