চণ্ডীগড়, 26 অক্টোবর : বিরোধিতার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছেন আগেই । তবে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি এখনও ৷ তার মধ্যেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে ৷ শোনা যাচ্ছে, বুধবারই নতুন দলের সূচনা করবেন তিনি ৷
গত সপ্তাহেই অমরিন্দর জানিয়েছিলেন, পঞ্জাবের কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থ মাথায় রেখে নিজের আলাদা দল গঠন করবেন তিনি ৷ মঙ্গলবার তাঁর মিডিয়া উপদেষ্টা রবীন ঠাকরাল টুইটারে জানান, বুধবার চণ্ডীগড়ে সাংবাদিক বৈঠক করবেন অমরিন্দর ৷ তাতেই অমরিন্দরের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷
আরও পড়ুন: Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের
কংগ্রেসের হাত ধরে দু‘-দু’বার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অমরিন্দর । প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন তিন বার ৷ কিন্তু নিজের মন্ত্রিসভা এবং দলের অন্দরে বিদ্রোহের মুখে পড়ে গত মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি ৷ খুব শীঘ্র কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন বলে জানিয়ে দেন ৷
শুধু তাই নয়, কৃষি আইন সংক্রান্ত মতভেদ মিটে গেলে, আগামী বিধানসভা নির্বাচনে আসন নিয়ে বিজেপি-র সঙ্গে রফা করতেও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছেন অমরিন্দর ৷ তাঁর বক্তব্য, ‘‘পঞ্জাবে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে হবে ৷ অভ্যন্তরীণ এবং বহিরাগত হুমকি থেকে বাঁচাতে হবে রাজ্যকে ৷ আগামী দিনে আমার লক্ষ্যই হবে, রাজ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা ৷’’
চার দশক আগেও এক বার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে গিয়েছিলেন অমরিন্দর ৷ তবে এ বারে তাঁর কংগ্রেস ছাড়ার মূল কারণ নভজ্যোত সিং সিধু ৷ বিজেপি ছেড়ে সিধু কংগ্রেসে আসার পর থেকেই দু’জনের মধ্যে একাধিক বিষয়ে কলহ বেধেছে ৷ এমনকি সিধুকে প্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়োগেও আপত্তি তুলেছিলেন অমরিন্দর ৷
কিন্তু সাম্প্রতিক কালে পঞ্জাব কংগ্রেসে ক্রমশ সিধুর হাত শক্ত হতে শুরু করে ৷ অমরিন্দরের মন্ত্রিসভার অধিকাংশই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যাতে রাতারাতি হস্তক্ষেপ করতে হয় দলের শীর্ষ নেতৃত্বকে ৷ তাঁকে ছাড়াই বিধায়কদের সঙ্গে আলাপ-আলোচনা চালাতে শুরু করে দল, যা একেবারেই মেনে নিতে পারেননি অমরিন্দর ৷ তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে জানিয়ে দেন, অনেক অপমান সয়েছেন, আর নয় ৷
আরও পড়ুন: Man U : ফার্গুসনের উত্তরসূরি কন্তেই, দাবি ব্রিটিশ সংবাদপত্রের
তবে অমরিন্দরের সরে যাওয়ায় পঞ্জাব কংগ্রেসের দোলাচল বেড়েছে বই কমেনি ৷ বিধানসভা ভোটের আগে দলিত সম্প্রদায় থেকে আসা চরণজিৎ সিংকে মুখ্যমন্ত্রী করে বিরোধীদের প্রাথমিক ধাক্কা দিতে সফল হলেও, যত সময় যাচ্ছে, ততই দলের অভ্যন্তরীণ কলহ সামনে আসছে ৷
এর জন্য সিধুকেই দায়ী করেছেন মণীশ তিওয়ারির মতো অভিজ্ঞ কংগ্রেস নেতা ৷ দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের মধ্যে এমন বিশৃঙ্খলা এবং নৈরাজ্য দেখেননি বলে প্রকাশ্যেই মন্তব্য করেছেন তিনি ৷ যদিও পাল্টা মণীশকে অমরিন্দর-পন্থী বলে দাগিয়ে দেওয়া হয়েছে ।