ETV Bharat / bharat

Amar Jawan Jyoti To Be Put Out : 50 বছর পর 'নিভছে' ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির আগুন, ক্ষুব্ধ রাহুল - অমর জওয়ান জ্যোতি নিয়ে রাহুল গান্ধি

খরচ বাঁচাতে 50 বছর পর 'নিভছে' ইন্দিরা গান্ধির তৈরি অমর জওয়ান জ্যোতির আগুন (Amar Jawan Jyoti To Be Put Out)৷ তা মিশে যাচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সঙ্গে ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi on Amar Jawan Jyoti)৷

amar jawan jyoti will be extinguished after 50 years, Merged With National War Memorial Torch, Rahul Gandhi reacts
50 বছর পর 'নিভছে' ইন্দিরার তৈরি অমর জওয়ান জ্যোতির আগুন
author img

By

Published : Jan 21, 2022, 11:20 AM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: 50 বছর পর 'নিভছে' ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ অগ্নিশিখা (Amar Jawan Jyoti To Be Put Out) ৷ আজই তা মিশে যাচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সঙ্গে ৷ ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন 1971-এর যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে তৈরি করা হয়েছিল অমর জওয়ান জ্যোতি (amar jawan jyoti will be extinguished after 50 years) ৷ এই সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Amar Jawan Jyoti) ৷

আজ বেলা 3.30টে থেকে শুরু হবে অনুষ্ঠান ৷ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ চিফ এয়ার মার্শাল বলভদ্র রাধা কৃষ্ণ সেই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, অমর জওয়ান জ্যোতি ও ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের দুটি অগ্নিশিখা (National War Memorial Torch) একইসঙ্গে প্রজ্জ্বলিত রাখা কঠিন হয়ে পড়ায় কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেনা সূত্রে জানা গিয়েছে, দেশের শহিদদের স্মৃতিতে যখন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে, তখন কেন আলাদা করে আর একটা অগ্নিশিখা প্রজ্জ্বলিত রাখা হবে, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন ৷ ইন্ডিয়া গেটে যে শহিদদের নাম খোদাই করা রয়েছে, সেই নামগুলি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও রয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র ৷

আরও পড়ুন: Rahul Priyanka attack BJP at Rajasthan Mega Rally : হিন্দুত্ববাদীরা ক্ষমতালোভী, রাজস্থানের মেগামিছিল থেকে বিজেপিকে তোপ রাহুল-প্রিয়াঙ্কার

1914-1921 সালের মধ্যে যে ব্রিটিশ-ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মরণে ইন্ডিয়া গেট মেমোরিয়াল তৈরি করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার ৷ 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে 1972 সালে ইন্ডিয়া গেটের নিচে অনির্বাণ অগ্নিশিখা অমর জওয়ান জ্যোতির প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷

সেই অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লিখেছেন, "আমাদের বীর জওয়ানদের জন্য যে অমর জওয়ান জ্যোতি জ্বলত, তা আজ নিভিয়ে দেওয়া হবে ৷ খুবই দুঃখের ব্যাপার ৷ কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বুঝতে পারে না ৷ কোনও ব্যাপার নয়...আমরা আমাদের সৈনিকদের জন্য অমর জওয়ান জ্যোতি আবার জ্বালাব ৷"

  • बहुत दुख की बात है कि हमारे वीर जवानों के लिए जो अमर ज्योति जलती थी, उसे आज बुझा दिया जाएगा।

    कुछ लोग देशप्रेम व बलिदान नहीं समझ सकते- कोई बात नहीं…
    हम अपने सैनिकों के लिए अमर जवान ज्योति एक बार फिर जलाएँगे!

    — Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2019 সালের ফেব্রুয়ারি মাসে 176 কোটি টাকা ব্যয়ে 40 একর জায়গার উপর তৈরি হওয়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর থেকেই সেনাবাহিনীর যাবতীয় প্রথামাফিক অনুষ্ঠান ইন্ডিয়া গেট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে ৷ 1962 সালের ভারত-চিন যুদ্ধ, 1947, 1965, 1971 সালের ভারত-পাক যুদ্ধ, শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর অভিযান, 1999 সালের কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি উৎসর্গ করা হয়েছে এই মেমোরিয়াল ৷

আরও পড়ুন: Rahul Gandhi on Farm Laws Repeal : আলোচনা ছাড়াই কৃষি আইন বাতিল, কেন্দ্রকে ভীতু বলে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, 21 জানুয়ারি: 50 বছর পর 'নিভছে' ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ অগ্নিশিখা (Amar Jawan Jyoti To Be Put Out) ৷ আজই তা মিশে যাচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সঙ্গে ৷ ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন 1971-এর যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে তৈরি করা হয়েছিল অমর জওয়ান জ্যোতি (amar jawan jyoti will be extinguished after 50 years) ৷ এই সিদ্ধান্তের জন্য নরেন্দ্র মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Amar Jawan Jyoti) ৷

আজ বেলা 3.30টে থেকে শুরু হবে অনুষ্ঠান ৷ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ চিফ এয়ার মার্শাল বলভদ্র রাধা কৃষ্ণ সেই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, অমর জওয়ান জ্যোতি ও ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের দুটি অগ্নিশিখা (National War Memorial Torch) একইসঙ্গে প্রজ্জ্বলিত রাখা কঠিন হয়ে পড়ায় কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেনা সূত্রে জানা গিয়েছে, দেশের শহিদদের স্মৃতিতে যখন ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে, তখন কেন আলাদা করে আর একটা অগ্নিশিখা প্রজ্জ্বলিত রাখা হবে, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন ৷ ইন্ডিয়া গেটে যে শহিদদের নাম খোদাই করা রয়েছে, সেই নামগুলি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেও রয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র ৷

আরও পড়ুন: Rahul Priyanka attack BJP at Rajasthan Mega Rally : হিন্দুত্ববাদীরা ক্ষমতালোভী, রাজস্থানের মেগামিছিল থেকে বিজেপিকে তোপ রাহুল-প্রিয়াঙ্কার

1914-1921 সালের মধ্যে যে ব্রিটিশ-ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মরণে ইন্ডিয়া গেট মেমোরিয়াল তৈরি করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার ৷ 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে 1972 সালে ইন্ডিয়া গেটের নিচে অনির্বাণ অগ্নিশিখা অমর জওয়ান জ্যোতির প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷

সেই অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লিখেছেন, "আমাদের বীর জওয়ানদের জন্য যে অমর জওয়ান জ্যোতি জ্বলত, তা আজ নিভিয়ে দেওয়া হবে ৷ খুবই দুঃখের ব্যাপার ৷ কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বুঝতে পারে না ৷ কোনও ব্যাপার নয়...আমরা আমাদের সৈনিকদের জন্য অমর জওয়ান জ্যোতি আবার জ্বালাব ৷"

  • बहुत दुख की बात है कि हमारे वीर जवानों के लिए जो अमर ज्योति जलती थी, उसे आज बुझा दिया जाएगा।

    कुछ लोग देशप्रेम व बलिदान नहीं समझ सकते- कोई बात नहीं…
    हम अपने सैनिकों के लिए अमर जवान ज्योति एक बार फिर जलाएँगे!

    — Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2019 সালের ফেব্রুয়ারি মাসে 176 কোটি টাকা ব্যয়ে 40 একর জায়গার উপর তৈরি হওয়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর থেকেই সেনাবাহিনীর যাবতীয় প্রথামাফিক অনুষ্ঠান ইন্ডিয়া গেট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে ৷ 1962 সালের ভারত-চিন যুদ্ধ, 1947, 1965, 1971 সালের ভারত-পাক যুদ্ধ, শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর অভিযান, 1999 সালের কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের প্রতি উৎসর্গ করা হয়েছে এই মেমোরিয়াল ৷

আরও পড়ুন: Rahul Gandhi on Farm Laws Repeal : আলোচনা ছাড়াই কৃষি আইন বাতিল, কেন্দ্রকে ভীতু বলে কটাক্ষ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.