ETV Bharat / bharat

Jahangirpuri Anti-Encroachment Drive : আজ জাহাঙ্গিরপুরীতে দখলদারি উচ্ছেদ অভিযান, সরব আপ নেতা - উত্তর পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরী

উত্তর-পশ্চিম জাহাঙ্গিরপুরীতে বেআইনি বাড়ি-ঘর ভেঙে ফেলা হবে ৷ এই অঞ্চলটি বিজেপি শাসিত উত্তর দিল্লির পৌরনিগমের অধীন ৷ এর বিরুদ্ধে গলা তুললেন আপ নেতা আমানাতুল্লাহ খান (Jahangirpuri Anti-Encroachment Drive) ৷

North Delhi Municipal Corporation Anti-Encroachment Drive
জাহাঙ্গিরপুরীতে দখলদারি উচ্ছেদ অভিযান
author img

By

Published : Apr 20, 2022, 10:12 AM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল : অমিত শাহ দিল্লির শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করার চেষ্টা করছেন ৷ আর তাঁর সঙ্গে বিজেপি, এমন অভিযোগ তুললেন আপ নেতা আমানাতুল্লাহ খান ৷ উত্তর দিল্লি পৌরনিগম বা এনডিএমসি বুধবার থেকে বিতর্কিত জাহাঙ্গিরপুরীতে দখলদারি উৎখাত অভিযান শুরু করবে ৷ গত সপ্তাহে শনিবার হনুমান জয়ন্তীর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ৷ তারপর বিজেপি শাসিত উত্তর দিল্লির পৌরনিগম দু'দিন ধরে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে (AAP leader Amanatullah Khan alleges Amit Shah over anti encroachment drive in Jahangirpuri) ৷

টুইটারে একটি ভিডিয়ো বার্তায় ওখলার আপ বিধায়ক বলেন, "এটা পবিত্র রামজান মাস ৷ এই সময় দখলদারি উচ্ছেদের নামে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়াটা শুধুমাত্র তাদের হেনস্থা করা ৷ এতে এই অঞ্চলের পরিস্থিতি আরও অবনতি হবে ৷" গেরুয়া শিবির এবং পদ্ম নেতাদের তিনি মনে করিয়ে দেন, দেশের হাওয়া এমনিতেই যথেষ্ট বিষাক্ত হয়ে গিয়েছে ৷ তাই দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান (Delhi Waqf Board Chairman) খানের সতর্কবার্তা, "সময় থাকতে থাকতে এই ধরনের নিম্নমানের রাজনীতি বন্ধ না করলে, তা দেশটাকে ধ্বংস করে দেবে ৷"

  • अमित शाह और भाजपा दिल्ली के शांति पूर्वक माहौल को रमज़ान के महीने में ख़राब करना चाहती है, MCD का इस्तेमाल कर अब जहांगीरपुरी में एंक्रोच्मेंट के नाम पर बुलडोज़र चलाने और एक ख़ास समुदाय को प्रताड़ित करने का नया फ़रमान जारी कर दिया गया इससे पूरे देश का माहोल ख़राब होगा। pic.twitter.com/7676f9d867

    — Amanatullah Khan AAP (@KhanAmanatullah) April 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Delhi Jahangirpuri Clash : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14

জাহাঙ্গিরপুরীতে 'দাঙ্গাবাজ'দের বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে ৷ মঙ্গলবার এনডিএমসি-র মেয়রকে চিঠি লিখে একথা জানিয়েছিলেন দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা ৷ এই উৎখাত অভিযানে কোনও হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, তার জন্য দিল্লি পুলিশকে কমপক্ষে 400 জন নিরাপত্তারক্ষী নিয়োগের অনুরোধ করেছে উত্তর দিল্লি পৌরনিগম ৷

উত্তর-পশ্চিম দিল্লির এই জাহাঙ্গিরপুরীতে শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে তুলকালাম কাণ্ড হয় ৷ দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে, এমনকি পাথর ছোড়াছুড়িও চলতে থাকে ৷ এতে 8 জন পুলিশকর্মী এবং বহু স্থানীয় জখম হয়েছেন ৷

নয়াদিল্লি, 20 এপ্রিল : অমিত শাহ দিল্লির শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করার চেষ্টা করছেন ৷ আর তাঁর সঙ্গে বিজেপি, এমন অভিযোগ তুললেন আপ নেতা আমানাতুল্লাহ খান ৷ উত্তর দিল্লি পৌরনিগম বা এনডিএমসি বুধবার থেকে বিতর্কিত জাহাঙ্গিরপুরীতে দখলদারি উৎখাত অভিযান শুরু করবে ৷ গত সপ্তাহে শনিবার হনুমান জয়ন্তীর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ৷ তারপর বিজেপি শাসিত উত্তর দিল্লির পৌরনিগম দু'দিন ধরে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে (AAP leader Amanatullah Khan alleges Amit Shah over anti encroachment drive in Jahangirpuri) ৷

টুইটারে একটি ভিডিয়ো বার্তায় ওখলার আপ বিধায়ক বলেন, "এটা পবিত্র রামজান মাস ৷ এই সময় দখলদারি উচ্ছেদের নামে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়াটা শুধুমাত্র তাদের হেনস্থা করা ৷ এতে এই অঞ্চলের পরিস্থিতি আরও অবনতি হবে ৷" গেরুয়া শিবির এবং পদ্ম নেতাদের তিনি মনে করিয়ে দেন, দেশের হাওয়া এমনিতেই যথেষ্ট বিষাক্ত হয়ে গিয়েছে ৷ তাই দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান (Delhi Waqf Board Chairman) খানের সতর্কবার্তা, "সময় থাকতে থাকতে এই ধরনের নিম্নমানের রাজনীতি বন্ধ না করলে, তা দেশটাকে ধ্বংস করে দেবে ৷"

  • अमित शाह और भाजपा दिल्ली के शांति पूर्वक माहौल को रमज़ान के महीने में ख़राब करना चाहती है, MCD का इस्तेमाल कर अब जहांगीरपुरी में एंक्रोच्मेंट के नाम पर बुलडोज़र चलाने और एक ख़ास समुदाय को प्रताड़ित करने का नया फ़रमान जारी कर दिया गया इससे पूरे देश का माहोल ख़राब होगा। pic.twitter.com/7676f9d867

    — Amanatullah Khan AAP (@KhanAmanatullah) April 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Delhi Jahangirpuri Clash : দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় ধৃত 14

জাহাঙ্গিরপুরীতে 'দাঙ্গাবাজ'দের বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে হবে ৷ মঙ্গলবার এনডিএমসি-র মেয়রকে চিঠি লিখে একথা জানিয়েছিলেন দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা ৷ এই উৎখাত অভিযানে কোনও হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, তার জন্য দিল্লি পুলিশকে কমপক্ষে 400 জন নিরাপত্তারক্ষী নিয়োগের অনুরোধ করেছে উত্তর দিল্লি পৌরনিগম ৷

উত্তর-পশ্চিম দিল্লির এই জাহাঙ্গিরপুরীতে শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে তুলকালাম কাণ্ড হয় ৷ দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে, এমনকি পাথর ছোড়াছুড়িও চলতে থাকে ৷ এতে 8 জন পুলিশকর্মী এবং বহু স্থানীয় জখম হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.