ETV Bharat / bharat

প্রবল চাপে রয়েছে ছাত্ররা, ফের সিবিএসই দ্বাদশ পরীক্ষা বাতিলের দাবি প্রিয়াঙ্কার

author img

By

Published : May 23, 2021, 6:45 PM IST

আবারও সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবি জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তাঁর কথায়, ইতিমধ্যেই প্রবল চাপে রয়েছে পরীক্ষার্থীরা ৷

"Already Enough Stress": congress leader Priyanka Gandhi Vadra To Centre on CBSE Class 12 Exam amid covid surge
প্রবল চাপে রয়েছে ছাত্ররা, ফের সিবিএসই দ্বাদশ পরীক্ষা বাতিলের দাবি প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, 23 মে : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে থাকায় কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আবারও তিনি কোভিড আবহে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ৷ প্রিয়াঙ্কার দাবি, ছাত্রছাত্রীদের শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখাটা জরুরি ৷

টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, "যে ছাত্রছাত্রীরা সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য পড়াশোনা করছে, তারা প্রত্যেকেই কোভিড 19 অতিমারির দ্বিতীয় ঢেউ চলাকালীন তাদের পরীক্ষা পড়ায় উদ্বিগ্ন ৷ তাদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকে নজর রাখতে হবে ৷ ইতিমধ্যেই প্রবল চাপে থাকা ছেলেমেয়েদের সুরক্ষিত থাকার যাবতীয় জিনিসপত্র পরে দিনের পর দিন পরীক্ষায় বসাটা অসংবেদনশীল ও অনৈতিক ৷" পরীক্ষার্থীদের অনেকেরই পরিবারে কারও না কারও কোভিড হয়েছে, ফলে তারা ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে বলে মত প্রিয়াঙ্কার ৷

আরও পড়ুন: 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

তাঁর কথায়, "এই পরীক্ষা করার এবং এই সিদ্ধান্ত এক মাসের উপর ফেলে রাখার প্রয়োজনটা কী সেটাই আমি বুঝতে পারছি না ৷ আমি আগেও বলেছি, শিশুদের শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও জরুরি ৷"

নয়াদিল্লি, 23 মে : সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে থাকায় কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আবারও তিনি কোভিড আবহে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ৷ প্রিয়াঙ্কার দাবি, ছাত্রছাত্রীদের শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখাটা জরুরি ৷

টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, "যে ছাত্রছাত্রীরা সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য পড়াশোনা করছে, তারা প্রত্যেকেই কোভিড 19 অতিমারির দ্বিতীয় ঢেউ চলাকালীন তাদের পরীক্ষা পড়ায় উদ্বিগ্ন ৷ তাদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকে নজর রাখতে হবে ৷ ইতিমধ্যেই প্রবল চাপে থাকা ছেলেমেয়েদের সুরক্ষিত থাকার যাবতীয় জিনিসপত্র পরে দিনের পর দিন পরীক্ষায় বসাটা অসংবেদনশীল ও অনৈতিক ৷" পরীক্ষার্থীদের অনেকেরই পরিবারে কারও না কারও কোভিড হয়েছে, ফলে তারা ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে বলে মত প্রিয়াঙ্কার ৷

আরও পড়ুন: 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

তাঁর কথায়, "এই পরীক্ষা করার এবং এই সিদ্ধান্ত এক মাসের উপর ফেলে রাখার প্রয়োজনটা কী সেটাই আমি বুঝতে পারছি না ৷ আমি আগেও বলেছি, শিশুদের শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও জরুরি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.