ETV Bharat / bharat

Roorkee Gang Rape : গাড়িতে মা-মেয়েকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে পালাল অভিযুক্তরা - মা মেয়েকে গাড়িতে তুলে গণধর্ষণ

মা ও মেয়েকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল(Uttarakhand Gang Rape)৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রুরকিতে ৷

Gang Rape in uttarakhand
উত্তরাখণ্ডে গণধর্ষণ
author img

By

Published : Jun 25, 2022, 8:45 PM IST

Updated : Jun 25, 2022, 9:31 PM IST

রুরকি(উত্তরাখণ্ড), 25 জুন : মা ও ছ'বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটল উত্তরাখণ্ডে (Allegation of Gang Rape of Mother and Daughter at Roorkee Uttarakhand )৷ জানা গিয়েছে, এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে যাওয়ার সময় পথে একটি গাড়ি দেখে লিফট চান ৷ গাড়িতে তুলে ওই মা ও মেয়েকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কেউ ধরা পড়েনি ৷

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ মেয়েকে নিয়ে রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে বিষয়টি জানাতেই গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে ৷ দ্রুত মা-মেয়ে দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয় ৷ মহিলার অভিযোগ পেয়ে পুলিশ গণধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷ তবে রাতভর তল্লাশি চালিয়ে ও রাস্তার আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলি দেখেও অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ ৷

নির্যাতিতা মহিলা পুলিশকে জানান, গত কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই থাকতেন তিনি ৷ স্বামী থাকেন উত্তরপ্রদেশের মুজফফরপুরে ৷ শুক্রবার রাত 11টার সময় মেয়েকে নিয়ে রুরকিতে আসছিলেন ৷ এর মধ্যে পিরান কালিয়ারে সোনু নামে এক যুবকের সন্ধান পান ৷ সোনু জানায় যে সে রুরকি যাচ্ছে, তাঁদেরও রুরকিতে ছেড়ে দেবেন ৷ এরপর সোনু তাঁকে গাড়িতে বসিয়ে দেয় ৷ গাড়িতে সোনুর কয়েকজন বন্ধুও ছিল বলে জানান নির্যাতিতা ৷

আরও পড়ুন : Hyderabad Gang Rape : নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত ধৃত পাঁচ, তুঙ্গে রাজনৈতিক তরজা

রুরকি যাওয়ার পথে গাড়িতে থাকা যুবকরা মেয়ে ও তাঁকে ধর্ষণ করে বলে জানান নির্যাতিতা ৷ প্রতিবাদের চেষ্টা করলেও অভিযুক্তরা মহিলাকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেয় ৷ ধর্ষণের পরে তাঁদেরকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷

অভিযোগ পাওয়ার পর এসপি প্রমেন্দ্র দোভাল-সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা রাতভর অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালালেও তাদের খোঁজ পাওয়া যায়নি ৷ যদিও গাড়িতে ঠিক কতজন ছিল তা জানাতে পারেননি নির্যাতিতা মহিলা ৷ তবে কালিয়ারের বাসিন্দা সোনুর নাম জানিয়েছেন ৷ এই ঘটনায় পুলিশ সোনু ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে পুলিশের চারটি দল মোতায়েন করা হয়েছে ৷ রুরকি, কালিয়ার ও আশেপাশের একাধিক এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হচ্ছে এবং নজরদারি চালানো হচ্ছে ৷ এসপি দেহাত জানান, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে ৷

এদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার রাতেই নাবালিকার অস্ত্রোপচার করা হয় ৷ তাতেও অবস্থার ঠিক না হওয়ায় শনিবার ফের অস্ত্রোপচার করা হয় ৷ বর্তমানে নাবালিকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Hyderabad Minor Gang Rape : টেক-সিটিতে গাড়ির মধ্যে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত মিম বিধায়কের ছেলে

রুরকি(উত্তরাখণ্ড), 25 জুন : মা ও ছ'বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটল উত্তরাখণ্ডে (Allegation of Gang Rape of Mother and Daughter at Roorkee Uttarakhand )৷ জানা গিয়েছে, এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে যাওয়ার সময় পথে একটি গাড়ি দেখে লিফট চান ৷ গাড়িতে তুলে ওই মা ও মেয়েকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কেউ ধরা পড়েনি ৷

শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ মেয়েকে নিয়ে রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে বিষয়টি জানাতেই গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে ৷ দ্রুত মা-মেয়ে দু'জনকেই হাসপাতালে ভর্তি করা হয় ৷ মহিলার অভিযোগ পেয়ে পুলিশ গণধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷ তবে রাতভর তল্লাশি চালিয়ে ও রাস্তার আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলি দেখেও অভিযুক্তদের খোঁজ পায়নি পুলিশ ৷

নির্যাতিতা মহিলা পুলিশকে জানান, গত কয়েক বছর ধরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই থাকতেন তিনি ৷ স্বামী থাকেন উত্তরপ্রদেশের মুজফফরপুরে ৷ শুক্রবার রাত 11টার সময় মেয়েকে নিয়ে রুরকিতে আসছিলেন ৷ এর মধ্যে পিরান কালিয়ারে সোনু নামে এক যুবকের সন্ধান পান ৷ সোনু জানায় যে সে রুরকি যাচ্ছে, তাঁদেরও রুরকিতে ছেড়ে দেবেন ৷ এরপর সোনু তাঁকে গাড়িতে বসিয়ে দেয় ৷ গাড়িতে সোনুর কয়েকজন বন্ধুও ছিল বলে জানান নির্যাতিতা ৷

আরও পড়ুন : Hyderabad Gang Rape : নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত ধৃত পাঁচ, তুঙ্গে রাজনৈতিক তরজা

রুরকি যাওয়ার পথে গাড়িতে থাকা যুবকরা মেয়ে ও তাঁকে ধর্ষণ করে বলে জানান নির্যাতিতা ৷ প্রতিবাদের চেষ্টা করলেও অভিযুক্তরা মহিলাকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেয় ৷ ধর্ষণের পরে তাঁদেরকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷

অভিযোগ পাওয়ার পর এসপি প্রমেন্দ্র দোভাল-সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা রাতভর অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালালেও তাদের খোঁজ পাওয়া যায়নি ৷ যদিও গাড়িতে ঠিক কতজন ছিল তা জানাতে পারেননি নির্যাতিতা মহিলা ৷ তবে কালিয়ারের বাসিন্দা সোনুর নাম জানিয়েছেন ৷ এই ঘটনায় পুলিশ সোনু ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে ৷ অভিযুক্তদের খোঁজে পুলিশের চারটি দল মোতায়েন করা হয়েছে ৷ রুরকি, কালিয়ার ও আশেপাশের একাধিক এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হচ্ছে এবং নজরদারি চালানো হচ্ছে ৷ এসপি দেহাত জানান, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে ৷

এদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার রাতেই নাবালিকার অস্ত্রোপচার করা হয় ৷ তাতেও অবস্থার ঠিক না হওয়ায় শনিবার ফের অস্ত্রোপচার করা হয় ৷ বর্তমানে নাবালিকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Hyderabad Minor Gang Rape : টেক-সিটিতে গাড়ির মধ্যে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত মিম বিধায়কের ছেলে

Last Updated : Jun 25, 2022, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.