তিরুবনন্তপুরম, 6 ডিসেম্বর: কেরল বিধানসভায় (Kerala Assembly) চেয়ারপার্সনদের প্যানেলে সবাই মহিলা ৷ এমন ঘটনা ইতিহাসে প্রথমবার ঘটেছে ৷ সৌজন্যে বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুপস্থিতি ৷
এমবি রাজেশের স্থলাভিষিক্ত হওয়া স্পিকার এএন শামসির একটি অল-উওম্যান চেয়ারপার্সন প্যানেল (All-woman chairpersons panel) রাখার প্রস্তাব করেছিলেন ৷ সেই সময় ক্ষমতাসীন বামেরা ও বিরোধী ইউডিএফ দুটি নাম নাম প্রস্তাব করে ৷
তিন সদস্যের প্যানেলে এখন রয়েছেন সিপিআই থেকে আশা সি কে, সিপিআই(এম) থেকে ইউ প্রতিভা এবং ইউডিএফ-এর শরিক রেভোলিউশনারি মার্কসিস্ট পার্টির কে কে রেমা । সাধারণত প্যানেলে সর্বাধিক একজন মহিলা সদস্য থাকেন ।
আরও পড়ুন: হবু-স্বামীর দীর্ঘায়ুর জন্য প্রেমিককে খুন, গ্রেফতার প্রেমিকা
কেরলের প্রথম বিধানসভা থেকে বর্তমান 15তম বিধাননসভার অধিবেশন পর্যন্ত প্যানেলে মোট 515 জন সদস্যের মধ্যে মাত্র 32 জন মহিলা অংশ নিয়েছেন । কংগ্রেস বিধায়ক উমা থমাস বিধানসভায় উপস্থিত থাকা সত্ত্বেও ইউডিএফ রেমার নাম প্রস্তাব করে ৷