ETV Bharat / bharat

Mamata Delhi visit : আজ মমতার দিল্লি যাত্রা, নজরে 28’র জোট বৈঠক - শরদ পাওয়ার

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের কয়েক ঘণ্টা আগেও নানা জল্পনা ৷ 28 জুলাই বিজেপি বিরোধী জোটের বৈঠকে কারা থাকবেন ? এ নিয়ে জারি জোর চর্চা ৷ যে চর্চার পালে হাওয়া জুগিয়েছে রবিবার কংগ্রেসের করা পেগাসাস নিয়ে একটি টুইট ৷ যেখানে বিরোধী নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতা নিয়ে নরেন্দ্র মোদির সরকারকে কটাক্ষ করা হয়েছে ৷

All Opposition eye on TMC Supremo Mamata Banerjees Delhi tour
মমতার দিল্লি অভিযানে নজরে 28’র জোট বৈঠক
author img

By

Published : Jul 25, 2021, 8:20 PM IST

Updated : Jul 26, 2021, 11:16 AM IST

কলকাতা, 26 জুলাই : 21’র বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপিকে মাত দেওয়ার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লক্ষ্য রাজধানী দিল্লির মসনদ ৷ আর সেই লক্ষ্যে আজ অর্থাৎ, সোমবার রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর ৷ মমতার এই দিল্লি সফরের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে 28 জুলাই বঙ্গভবনে বিরোধী জোটের বৈঠক ৷ যেখানে 2024 লোকসভায় মোদি-শাহ জুটিকে পরাস্ত করতে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী ৷

আর বঙ্গভবনের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন, তার তালিকা তৈরি করেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, বিজেপি বিরোধী জোট তৈরির প্রথম বৈঠকে শরদ পাওয়ার, পি চিদম্বরম, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালদের মতো জাতীয় রাজনীতির প্রথম সারির নেতারা থাকতে পারেন ৷ তৃণমূল সূত্রে খবর, প্রায় একশো জন নেতানেত্রী 28 জুলাই-এর বৈঠকে উপস্থিত থাকবেন ৷ তবে, কংগ্রেসের তরফে অন্য কোনও শীর্ষনেতা এই বৈঠকে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

26 জুলাই দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিশেষ কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে ৷ তবে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার প্রথমসারির নেতা এবং অন্য শীর্ষনেতাদের নিয়ে ঘরোয়া বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী ৷ 27 জুলাইয়েও তাঁর ঘোষিত কোনও কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে ৷ ওইদিন তিনি সংসদে যেতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর ৷ প্রসঙ্গত, জাতীয় রাজনীতির স্বার্থে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন করা হয়েছে ৷ আর সেই সূত্রে, তিনি সংসদে গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন ৷ যেখানে সংসদের উভয়কক্ষে বিজেপি সরকারের বিরুদ্ধে চলতি বাদল অধিবেশনে দলীয় সাংসদদের নীতি নিয়ে আলোচনা করতে পারেন ৷

আরও পড়ুন : pegasus snoopgate :পেগাসাসকাণ্ডে অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের; খেলা হবে, বললেন ডেরেক

প্রসঙ্গত, বাদল অধিবেশন চলায় সব বিরোধী নেতারা দিল্লিতে রয়েছেন ৷ সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে বিজেপি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের সঙ্গে সংসদে আলাদা বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ আর এই ব্যক্তিগত বৈঠকগুলিকেই 28 তারিখের জোট বৈঠকের মঞ্চ তৈরির প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে চান তৃণমূল সুপ্রিমো ৷ কারণ বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর এই ব্যক্তিগত সাক্ষাৎ 28’র বৈঠকে বিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন :Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত

পাশাপাশি মমতার দিল্লি সফরের দ্বিতীয়দিনে আরও একটি সম্ভাবনা রয়েছে ৷ তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্য়ায় দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ সূত্রের খবর, এর জন্য তিনি রাষ্ট্রপতি ভবনে সময় চেয়ে আবেদন করেছেন ৷ তবে, সেই সাক্ষাৎকার কবে হবে, তা এখনও ঠিক হয়নি ৷ পুরোটাই রাইসিনা হিলসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ৷ অন্যদিকে, 28 জুলাই বিরোধী জোটের গাঁট বাঁধার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার এটাই প্রথম সাক্ষাৎকার ৷ যে সাক্ষাৎকারে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে দুই প্রশাসনিক প্রধানের মধ্যে ৷ যেখানে করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন এবং ঘূর্ণিঝড় যশের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন ৷ অন্যদিকে, রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং কলকাতা হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্ট নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: Mamata Banerjee : মমতাকে চেয়ারপার্সন করে 24-এর লড়াইয়ে গতি আনার লক্ষ্য তৃণমূলের

তবে, 28 জুলাই বিরোধী বৈঠকে অন্যমাত্রা জুড়ে দিয়েছে কংগ্রেস ৷ রবিবার কংগ্রেসের তরফে পেগাসাস নিয়ে একটি টুইট করা হয় ৷ যে টুইটটি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে ৷ যেখানে অভিষেকের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা নিয়ে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে কংগ্রেস ৷ প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে দেখা গেল কংগ্রেসের মতো বড় দলকে ৷ ফলে 28 জুলাইয়ের বৈঠকের আগে 24’র জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কোনও বার্তা সোনিয়া গান্ধির তরফে দেওয়া হলেও হতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ৷ তবে, এটা স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বও বাড়তে শুরু করেছে ৷

কলকাতা, 26 জুলাই : 21’র বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপিকে মাত দেওয়ার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী লক্ষ্য রাজধানী দিল্লির মসনদ ৷ আর সেই লক্ষ্যে আজ অর্থাৎ, সোমবার রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর ৷ মমতার এই দিল্লি সফরের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে 28 জুলাই বঙ্গভবনে বিরোধী জোটের বৈঠক ৷ যেখানে 2024 লোকসভায় মোদি-শাহ জুটিকে পরাস্ত করতে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী ৷

আর বঙ্গভবনের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন, তার তালিকা তৈরি করেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, বিজেপি বিরোধী জোট তৈরির প্রথম বৈঠকে শরদ পাওয়ার, পি চিদম্বরম, মল্লিকার্জুন খার্গে, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালদের মতো জাতীয় রাজনীতির প্রথম সারির নেতারা থাকতে পারেন ৷ তৃণমূল সূত্রে খবর, প্রায় একশো জন নেতানেত্রী 28 জুলাই-এর বৈঠকে উপস্থিত থাকবেন ৷ তবে, কংগ্রেসের তরফে অন্য কোনও শীর্ষনেতা এই বৈঠকে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

26 জুলাই দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিশেষ কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে ৷ তবে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার প্রথমসারির নেতা এবং অন্য শীর্ষনেতাদের নিয়ে ঘরোয়া বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী ৷ 27 জুলাইয়েও তাঁর ঘোষিত কোনও কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে ৷ ওইদিন তিনি সংসদে যেতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর ৷ প্রসঙ্গত, জাতীয় রাজনীতির স্বার্থে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন করা হয়েছে ৷ আর সেই সূত্রে, তিনি সংসদে গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন ৷ যেখানে সংসদের উভয়কক্ষে বিজেপি সরকারের বিরুদ্ধে চলতি বাদল অধিবেশনে দলীয় সাংসদদের নীতি নিয়ে আলোচনা করতে পারেন ৷

আরও পড়ুন : pegasus snoopgate :পেগাসাসকাণ্ডে অভিষেকের সমর্থনে টুইট কংগ্রেসের; খেলা হবে, বললেন ডেরেক

প্রসঙ্গত, বাদল অধিবেশন চলায় সব বিরোধী নেতারা দিল্লিতে রয়েছেন ৷ সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে বিজেপি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের সঙ্গে সংসদে আলাদা বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ আর এই ব্যক্তিগত বৈঠকগুলিকেই 28 তারিখের জোট বৈঠকের মঞ্চ তৈরির প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে চান তৃণমূল সুপ্রিমো ৷ কারণ বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর এই ব্যক্তিগত সাক্ষাৎ 28’র বৈঠকে বিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন :Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত

পাশাপাশি মমতার দিল্লি সফরের দ্বিতীয়দিনে আরও একটি সম্ভাবনা রয়েছে ৷ তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্য়ায় দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ৷ সূত্রের খবর, এর জন্য তিনি রাষ্ট্রপতি ভবনে সময় চেয়ে আবেদন করেছেন ৷ তবে, সেই সাক্ষাৎকার কবে হবে, তা এখনও ঠিক হয়নি ৷ পুরোটাই রাইসিনা হিলসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ৷ অন্যদিকে, 28 জুলাই বিরোধী জোটের গাঁট বাঁধার আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার এটাই প্রথম সাক্ষাৎকার ৷ যে সাক্ষাৎকারে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে দুই প্রশাসনিক প্রধানের মধ্যে ৷ যেখানে করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন এবং ঘূর্ণিঝড় যশের ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন ৷ অন্যদিকে, রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং কলকাতা হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্ট নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন: Mamata Banerjee : মমতাকে চেয়ারপার্সন করে 24-এর লড়াইয়ে গতি আনার লক্ষ্য তৃণমূলের

তবে, 28 জুলাই বিরোধী বৈঠকে অন্যমাত্রা জুড়ে দিয়েছে কংগ্রেস ৷ রবিবার কংগ্রেসের তরফে পেগাসাস নিয়ে একটি টুইট করা হয় ৷ যে টুইটটি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে ৷ যেখানে অভিষেকের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়িপাতা নিয়ে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে কংগ্রেস ৷ প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে দেখা গেল কংগ্রেসের মতো বড় দলকে ৷ ফলে 28 জুলাইয়ের বৈঠকের আগে 24’র জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কোনও বার্তা সোনিয়া গান্ধির তরফে দেওয়া হলেও হতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ৷ তবে, এটা স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বও বাড়তে শুরু করেছে ৷

Last Updated : Jul 26, 2021, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.