ETV Bharat / bharat

Oommen Chandy Treatment Controversy: ওমেন চ্যান্ডির চিকিৎসা করাচ্ছেন না স্ত্রী-সন্তানরা, অভিযোগ ভাই অ্যালেক্সের - আয়ুর্বেদিক চিকিৎসা

কেরালায় দু’বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের ওমেন চ্যান্ডি ৷ এখন তিনি গুরুতর অসুস্থ ৷ সোমবার তাঁকে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে (Oommen Chandy Hospitalised) ৷ যদিও তার আগে তাঁর ভাই অ্যালেক্স চ্যান্ডি অভিযোগ করেন যে ওমেন চ্যান্ডির চিকিৎসা করাচ্ছেন না স্ত্রী-সন্তানরা ৷

Oommen Chandy
Oommen Chandy
author img

By

Published : Feb 6, 2023, 8:01 PM IST

কোট্টায়াম (কেরালা), 6 ফেব্রুয়ারি: চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সিনিয়র নেতা ওমেন চ্যান্ডিকে (Oommen Chandy) ৷ বছর 79-র এই নেতার ভাই অ্যালেক্স চ্যান্ডি (Alex Chandy) এই অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগের তির ওমেনের স্ত্রী, বড় মেয়ে এবং ছেলের দিকে ৷ অ্যালেক্স ও তাঁর পরিবারের 41 জন সদস্য এই বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Kerala CM Pinarayi Vijayan) কাছে একটি অভিযোগ করেছেন ৷

ওমেন চ্যান্ডির বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে ৷ গলায় সমস্যার কারণে তিনি ইতিমধ্যে বাকশক্তি হারিয়েছেন ৷ তারপর তাঁকে চিকিৎসার জন্য আমেরিকা, জার্মানি নিয়ে যাওয়া হয় ৷ বেঙ্গালুরুতেও তিনি চিকিৎসা করিয়েছেন । এখন তিনি ত্রিবান্দ্রমে নিজের বাড়িতে থাকেন ৷ অ্যালেক্সের অভিযোগ, তাঁর দাদার আরও আধুনিক চিকিৎসার প্রয়োজন ৷ কিন্তু সেই চিকিৎসা তিনি পাচ্ছেন না ৷ ওমেনের স্ত্রী মরিয়াম্মা ওমেন ও বড় মেয়ে মরিয়ম ওমেন এবং চ্যান্ডি ওমেন তাঁকে আধুনিক চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত করছেন ৷

অ্যালেক্স চ্যান্ডি অভিযোগ করেছেন, 2015 সালে এই রোগ ধরা পড়া সত্ত্বেও ওমেনের স্ত্রী মরিয়ম্মা এবং ছেলে চ্যান্ডি ও বড় মেয়ে মরিয়ম ওমেন তাঁকে চিকিৎসা করাতে অস্বীকার করেছিলেন । তিনি নিউইয়র্কে চিকিৎসার জন্য গেলে সেখানেও চিকিৎসা করানো হয়নি ৷ আধুনিক চিকিৎসার পরিবর্তে এখন তাঁকে আয়ুর্বেদিক চিকিৎসা (Ayurvedic Treatment) দেওয়া হয় । চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয় ওমেনকে ৷ সেখানেও যথাযথ চিকিৎসা করানো হয়নি ৷

অ্যালেক্সের আরও অভিযোগ, গত 15 দিন ধরে ওমেন চ্যান্ডিকে কোনও চিকিৎসা দেওয়া হয়নি ৷ তাই তিনি মেডিক্যাল বোর্ড গঠন করে কেরালার দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দাবিতে সরব হয়েছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই নিয়ে সরব হওয়ায় তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগ পাঠানো হয়েছে, তা প্রত্যাহার করার জন্যও চাপ দেওয়া হচ্ছে ৷

এদিকে ওমেনের ছেলে চ্যান্ডি ওমেন ফেসবুক লাইভের মাধ্যমে জানান, চিকিৎসা না দেওয়ার বিষয়টি মিথ্যা অভিযোগ এবং যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে । ভিডিয়োতে এই কথার সমর্থন কথা করেছেন ওমেন চ্যান্ডিও । প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান যে তিনি ভালো চিকিৎসা পাচ্ছেন ৷ কংগ্রেস (Congress) ও পরিবার তাঁকে সমস্ত সহায়তা দিচ্ছে । এই ফেসবুক লাইভের সময় কংগ্রেসের বেশ কিছু কর্মী ও তাঁর পরিবারের অনেকে উপস্থিত ছিলেন ৷ পরে সোমবার সন্ধ্যায় নিউমোনিয়া সংক্রান্ত সমস্যার জন্য ত্রিবান্দ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওমেন চ্যান্ডিকে ।

আরও পড়ুন: মন্দিরে চুরির আগে বিগ্রহের সামনে প্রার্থনা ! ভাইরাল চোরের কীর্তি

কোট্টায়াম (কেরালা), 6 ফেব্রুয়ারি: চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সিনিয়র নেতা ওমেন চ্যান্ডিকে (Oommen Chandy) ৷ বছর 79-র এই নেতার ভাই অ্যালেক্স চ্যান্ডি (Alex Chandy) এই অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগের তির ওমেনের স্ত্রী, বড় মেয়ে এবং ছেলের দিকে ৷ অ্যালেক্স ও তাঁর পরিবারের 41 জন সদস্য এই বিষয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Kerala CM Pinarayi Vijayan) কাছে একটি অভিযোগ করেছেন ৷

ওমেন চ্যান্ডির বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে ৷ গলায় সমস্যার কারণে তিনি ইতিমধ্যে বাকশক্তি হারিয়েছেন ৷ তারপর তাঁকে চিকিৎসার জন্য আমেরিকা, জার্মানি নিয়ে যাওয়া হয় ৷ বেঙ্গালুরুতেও তিনি চিকিৎসা করিয়েছেন । এখন তিনি ত্রিবান্দ্রমে নিজের বাড়িতে থাকেন ৷ অ্যালেক্সের অভিযোগ, তাঁর দাদার আরও আধুনিক চিকিৎসার প্রয়োজন ৷ কিন্তু সেই চিকিৎসা তিনি পাচ্ছেন না ৷ ওমেনের স্ত্রী মরিয়াম্মা ওমেন ও বড় মেয়ে মরিয়ম ওমেন এবং চ্যান্ডি ওমেন তাঁকে আধুনিক চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত করছেন ৷

অ্যালেক্স চ্যান্ডি অভিযোগ করেছেন, 2015 সালে এই রোগ ধরা পড়া সত্ত্বেও ওমেনের স্ত্রী মরিয়ম্মা এবং ছেলে চ্যান্ডি ও বড় মেয়ে মরিয়ম ওমেন তাঁকে চিকিৎসা করাতে অস্বীকার করেছিলেন । তিনি নিউইয়র্কে চিকিৎসার জন্য গেলে সেখানেও চিকিৎসা করানো হয়নি ৷ আধুনিক চিকিৎসার পরিবর্তে এখন তাঁকে আয়ুর্বেদিক চিকিৎসা (Ayurvedic Treatment) দেওয়া হয় । চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয় ওমেনকে ৷ সেখানেও যথাযথ চিকিৎসা করানো হয়নি ৷

অ্যালেক্সের আরও অভিযোগ, গত 15 দিন ধরে ওমেন চ্যান্ডিকে কোনও চিকিৎসা দেওয়া হয়নি ৷ তাই তিনি মেডিক্যাল বোর্ড গঠন করে কেরালার দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দাবিতে সরব হয়েছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই নিয়ে সরব হওয়ায় তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে ৷ মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগ পাঠানো হয়েছে, তা প্রত্যাহার করার জন্যও চাপ দেওয়া হচ্ছে ৷

এদিকে ওমেনের ছেলে চ্যান্ডি ওমেন ফেসবুক লাইভের মাধ্যমে জানান, চিকিৎসা না দেওয়ার বিষয়টি মিথ্যা অভিযোগ এবং যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে । ভিডিয়োতে এই কথার সমর্থন কথা করেছেন ওমেন চ্যান্ডিও । প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান যে তিনি ভালো চিকিৎসা পাচ্ছেন ৷ কংগ্রেস (Congress) ও পরিবার তাঁকে সমস্ত সহায়তা দিচ্ছে । এই ফেসবুক লাইভের সময় কংগ্রেসের বেশ কিছু কর্মী ও তাঁর পরিবারের অনেকে উপস্থিত ছিলেন ৷ পরে সোমবার সন্ধ্যায় নিউমোনিয়া সংক্রান্ত সমস্যার জন্য ত্রিবান্দ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওমেন চ্যান্ডিকে ।

আরও পড়ুন: মন্দিরে চুরির আগে বিগ্রহের সামনে প্রার্থনা ! ভাইরাল চোরের কীর্তি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.