ওয়াশিংটন, 3 মে: বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন অজয় বাঙ্গা । প্রথম ভারতীয় বঙ্গদ্ভূত হিসেবে বিশ্বের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠানের প্রধান হলেন বাঙ্গা । যদিও এমন সময়ে তিনি বিশ্ব ব্যাংকের মাথায় বসলেন, যখন উন্নয়নের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে । বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা পাঁচ বছরের মেয়াদে অজয় বঙ্গকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন । গত ফেব্রুয়ারিতে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ঘোষণা করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র 63 বছর বয়সি বাঙ্গাকেই বিশ্ব ব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করবে । ইতিহাসের এই সংকটময় মুহূর্তে বিশ্ব ব্যাংককে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি।
2016 সালে পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত বাঙ্গা বর্তমানে জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন । এর আগে মাস্টারকার্ডের সভাপতি এবং সিইও'র দায়িত্ব পালন করেছেন তিনি । ওই সংস্থায় তাঁর অধীনে প্রায় 24 হাজার কর্মী কর্মরত ছিল । বাঙ্গাই প্রথম ইন্দো-আমেরিকান বা শিখ-আমেরিকান যিনি দু'টি শীর্ষ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের একটির প্রধান নির্বাচিত হলেন ।
ওয়াকিবহাল মহলের অভিমত, বাঙ্গা খুব গুরুত্বপূর্ণ সময়ে দারিদ্র্য ও অন্যান্য সমস্যায় যুঝতে থাকা সমস্যার মোকাবিলা করবেন । মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলি জলবায়ু পরিবর্তনের মতো বিস্তৃত বৈশ্বিক সমস্যাগুলির মোকাবিলায় জোর দিচ্ছে বিশ্ব ব্যাংক ৷ বাইডেন বলেন, "বাঙ্গা তিন দশকেরও বেশি সময় ধরে সফল, বিশ্বব্যপী সংস্থাগুলি তৈরি এবং পরিচালনা করেছেন । যেগুলি চাকরি তৈরি করে উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগ আনে এবং মৌলিক পরিবর্তনের সময়কালে অন্যান্য সংস্থাগুলিকে পথ দেখায় ।"
বাঙ্গার সঠিক নেতৃত্বদানের অভ্যাস এবং পরিচালন দক্ষতা, আর্থিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা, মূল উন্নয়ন লক্ষ্যপূরণ করার দক্ষতা রয়েছে । ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সম্মানিত চেয়ারম্যান বাঙ্গা এস্কোরের চেয়ারম্যান এবং টেমাসেকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।এছাড়াও রেড ক্রস, ক্রাফ্ট ফুডস এবং ডাও ইনকর্পোরেটেডের বোর্ডে কাজ করেছেন । ত্রিপক্ষীয় কমিশনের সদস্য বাঙ্গা ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, মার্কিন-চিন জাতীয় কমিটির প্রাক্তন সদস্য । তার আগমনে বিশ্ব ব্যাংক সঠিক পথে হাঁটবে বলেই মনে করছে বিভিন্ন মহল ।
আরও পড়ুন: শীঘ্রই আন্তর্জাতিক বাণিজ্যেক লেনদেন ভারতীয় মুদ্রায়, জানালেন পীযূষ গোয়েল