ETV Bharat / bharat

Flight Emergency Landing: মাঝ আকাশে যাত্রীর ফোনে বিস্ফোরণ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

সোমবার দিল্লিগামী একটি বিমান জরুরি অবতরণ করে উদয়পুর বিমানবন্দরে ৷ বিমানের ভিতর এক যাত্রীর ফোনে বিস্ফোরণের কারণে এই জরুরি অবতরণ করতে হয় ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 17, 2023, 6:15 PM IST

উদয়পুর, 17 জুলাই: বড় দুর্ঘটনার হাত থেকে সোমবার রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷ জানা গিয়েছে, এদিন দুপুর 1টা নাগাদ রাজস্থানের উদয়পুর থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যেই এক যাত্রীর মোবাইল ফোনে বিস্ফোরণ হয় ৷ এরপরেই উদয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ৷ যদিও ঘটনায় কোনও যাত্রী আহত হননি এবং জরুরি অবতরণের কিছুক্ষণ পরে বিমানটি ফের দিল্লির উদ্দেশে রওনা হয় ৷

এদিন দুপুরে উদয়পুর বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার জন্য আকাশে ওড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 470-এর একটি বিমান ৷ কিন্তু ওড়ার কিছুক্ষণ পরেই মাঝ আকাশে এই বিমানের এক যাত্রীর মোবাইল ফোনে বিস্ফোরণ হয় বলে জানা যায় ৷ ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ ফলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হন ওই পাইলট ৷ এরপর বিমানটির সমস্ত যান্ত্রিক পরীক্ষা করার পর সেটি ফের দিল্লির উদ্দেশে উড়ান ভরে ৷

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার উদয়পুর থেকে দিল্লিগামী এই বিমানে মোট 140 জন যাত্রী ছিলেন ৷ উদয়পুরের দাবক বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় ৷ বিমানটিকে পরীক্ষা করা হয় ৷ উল্লেখ্য, গত বছর 14 এপ্রিল এরকমই একটি ঘটনা ঘটেছিল ইন্ডিগোর একটি বিমানে ৷

আরও পড়ুন: মাঝ আকাশেই উইন্ডশিল্ডে ফাটল, হংকংগামী বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে

সেবার অসমের ডিব্রুগড় থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে বিপত্তি বাঁধে ৷ বিমানের মধ্যেই এক যাত্রীর ফোনে আগুন ধরে যায় ৷ ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি ৷ সেই সময় দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-এর তরফ থেকে জানানো হয়েছিল, অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে গিয়েছিল ওই ফোনে ৷ বিমানকর্মীরাই তৎপরাতার সঙ্গে আগুন নিভিয়ে দেন অগ্নি নিরোধক যন্ত্রের মাধ্যমে ৷ এর আগেও নানা যান্ত্রিক ত্রুটি বা বিপত্তির কারণে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে ৷

উদয়পুর, 17 জুলাই: বড় দুর্ঘটনার হাত থেকে সোমবার রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷ জানা গিয়েছে, এদিন দুপুর 1টা নাগাদ রাজস্থানের উদয়পুর থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যেই এক যাত্রীর মোবাইল ফোনে বিস্ফোরণ হয় ৷ এরপরেই উদয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ৷ যদিও ঘটনায় কোনও যাত্রী আহত হননি এবং জরুরি অবতরণের কিছুক্ষণ পরে বিমানটি ফের দিল্লির উদ্দেশে রওনা হয় ৷

এদিন দুপুরে উদয়পুর বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার জন্য আকাশে ওড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 470-এর একটি বিমান ৷ কিন্তু ওড়ার কিছুক্ষণ পরেই মাঝ আকাশে এই বিমানের এক যাত্রীর মোবাইল ফোনে বিস্ফোরণ হয় বলে জানা যায় ৷ ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ ফলে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হন ওই পাইলট ৷ এরপর বিমানটির সমস্ত যান্ত্রিক পরীক্ষা করার পর সেটি ফের দিল্লির উদ্দেশে উড়ান ভরে ৷

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার উদয়পুর থেকে দিল্লিগামী এই বিমানে মোট 140 জন যাত্রী ছিলেন ৷ উদয়পুরের দাবক বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয় ৷ বিমানটিকে পরীক্ষা করা হয় ৷ উল্লেখ্য, গত বছর 14 এপ্রিল এরকমই একটি ঘটনা ঘটেছিল ইন্ডিগোর একটি বিমানে ৷

আরও পড়ুন: মাঝ আকাশেই উইন্ডশিল্ডে ফাটল, হংকংগামী বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে

সেবার অসমের ডিব্রুগড় থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে মাঝ আকাশে বিপত্তি বাঁধে ৷ বিমানের মধ্যেই এক যাত্রীর ফোনে আগুন ধরে যায় ৷ ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি ৷ সেই সময় দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-এর তরফ থেকে জানানো হয়েছিল, অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে গিয়েছিল ওই ফোনে ৷ বিমানকর্মীরাই তৎপরাতার সঙ্গে আগুন নিভিয়ে দেন অগ্নি নিরোধক যন্ত্রের মাধ্যমে ৷ এর আগেও নানা যান্ত্রিক ত্রুটি বা বিপত্তির কারণে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.