ETV Bharat / bharat

ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচ নিয়ে কোনও বিতর্কিত পোস্ট নয়, জম্মু-কাশ্মীরের পড়ুয়াদের সতর্ক করল ছাত্র সংগঠন

শনিবার বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচ ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাক ক্রিকেট দল ৷ এই ম্যাচকে নিয়ে যাতে কোনও বিতর্কিত পোস্ট করা না হয়, তার জন্য ভিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত জম্মু-কাশ্মীরের পড়ুয়াদের উদ্দেশ্যে একটি আর্জি জানিয়েছে জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 11:02 PM IST

শ্রীনগর, 13 অক্টোবর: বিশ্বকাপের ম্যাচে শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চির প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান ৷ এই ম্যাচের আগে শুক্রবার ভিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত জম্মু-কাশ্মীরের পড়ুয়াদের উদ্দেশ্যে একটি আর্জি জানানো হয়েছে জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা জেকেএসএ-র তরফ থেকে ৷ এই আবেদনে বলা হয়েছে, পড়ুয়ারা যেন এই ম্যাচকে খেলার চোখেই দেখেন এবং সোশাল মিডিয়ায় এমন কোনও পোস্ট না করেন যাতে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হয় ৷

এই ছাত্র সংগঠনটির জাতীয় আহ্বায়ক নাসির কুয়েহামির পরামর্শ, এই ম্যাচকে একটি সাধারণ খেলে হিসেবেই দেখে দেখা উচিত ও কোনওরকম বিতর্ক এড়ানো উচিত ৷ এই বার্তায় জেকেএসএ-র তরফে লেখা হয়েছে, "আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের অনুরোধ করছি তাঁদের আগ্রাধিকার ঠিক করতে ৷ পড়াশোনা ও চাকরির জন্য তাঁরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়েছেন ৷" পরিবার যে কষ্ট করে ধারদেনা করে, গয়না বিক্রি করে তাঁদের ভিন রাজ্যে পড়তে পাঠিয়েছে, তাও এই পড়ুয়াদের মনে করিয়ে দিয়েছে সংগঠনটি ৷

সংগঠনটির জাতীয় আহ্বায়ক নাসির কুয়েহামির কথায়, পড়ুয়াদের উচিত খেলাকে খেলা হিসেবে নেওয়া এবং ভারত-পাকিস্তানের ম্যাচের পর সোশাল মিডিয়ায় এমন কোনও পোস্ট করা থেকে বিরত থাকা, যা তাঁদের কোনও বিপদে ফেলতে পারে ৷ অপ্রয়োজনীয় বিতর্ক, আলোচনা, সোশাল মিডিয়ায় পোস্টে না জড়িয়ে উচিত খেলার মজা নেওয়া, এমনটাই আবেদন জানিয়েছে জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা জেকেএসএ ৷

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধ! মহারণের আগে চোখ বোলান ইতিহাসে

সংগঠনটির নেতাদের মতে, এই ম্যাচের সঙ্গে দেশবাসীর যে আবেগ ও রাজনৈতিক অর্থ জড়িত রয়েছে তা উপত্যকার পড়ুয়াদের বুঝতে হবে ৷ তাই এমন কোনও কাজ করা উচিত নয় যা তাঁদের বিপদের মুখে ঠেলে দেবে ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা অন্য যেখানে পড়ুয়ারা থাকছেন সেখানে যাতে তাঁদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই দিকেও নজর রাখা উচিত ৷ খেলা সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও শান্তির বার্তা দেয়, এই কথা মনে রাখার আবেদন জানানো হয়েছে এই সংগঠনটির তরফ থেকে ৷

শ্রীনগর, 13 অক্টোবর: বিশ্বকাপের ম্যাচে শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চির প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান ৷ এই ম্যাচের আগে শুক্রবার ভিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত জম্মু-কাশ্মীরের পড়ুয়াদের উদ্দেশ্যে একটি আর্জি জানানো হয়েছে জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা জেকেএসএ-র তরফ থেকে ৷ এই আবেদনে বলা হয়েছে, পড়ুয়ারা যেন এই ম্যাচকে খেলার চোখেই দেখেন এবং সোশাল মিডিয়ায় এমন কোনও পোস্ট না করেন যাতে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হয় ৷

এই ছাত্র সংগঠনটির জাতীয় আহ্বায়ক নাসির কুয়েহামির পরামর্শ, এই ম্যাচকে একটি সাধারণ খেলে হিসেবেই দেখে দেখা উচিত ও কোনওরকম বিতর্ক এড়ানো উচিত ৷ এই বার্তায় জেকেএসএ-র তরফে লেখা হয়েছে, "আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত কাশ্মীরি পড়ুয়াদের অনুরোধ করছি তাঁদের আগ্রাধিকার ঠিক করতে ৷ পড়াশোনা ও চাকরির জন্য তাঁরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়েছেন ৷" পরিবার যে কষ্ট করে ধারদেনা করে, গয়না বিক্রি করে তাঁদের ভিন রাজ্যে পড়তে পাঠিয়েছে, তাও এই পড়ুয়াদের মনে করিয়ে দিয়েছে সংগঠনটি ৷

সংগঠনটির জাতীয় আহ্বায়ক নাসির কুয়েহামির কথায়, পড়ুয়াদের উচিত খেলাকে খেলা হিসেবে নেওয়া এবং ভারত-পাকিস্তানের ম্যাচের পর সোশাল মিডিয়ায় এমন কোনও পোস্ট করা থেকে বিরত থাকা, যা তাঁদের কোনও বিপদে ফেলতে পারে ৷ অপ্রয়োজনীয় বিতর্ক, আলোচনা, সোশাল মিডিয়ায় পোস্টে না জড়িয়ে উচিত খেলার মজা নেওয়া, এমনটাই আবেদন জানিয়েছে জম্মু-কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা জেকেএসএ ৷

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধ! মহারণের আগে চোখ বোলান ইতিহাসে

সংগঠনটির নেতাদের মতে, এই ম্যাচের সঙ্গে দেশবাসীর যে আবেগ ও রাজনৈতিক অর্থ জড়িত রয়েছে তা উপত্যকার পড়ুয়াদের বুঝতে হবে ৷ তাই এমন কোনও কাজ করা উচিত নয় যা তাঁদের বিপদের মুখে ঠেলে দেবে ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা অন্য যেখানে পড়ুয়ারা থাকছেন সেখানে যাতে তাঁদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সেই দিকেও নজর রাখা উচিত ৷ খেলা সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও শান্তির বার্তা দেয়, এই কথা মনে রাখার আবেদন জানানো হয়েছে এই সংগঠনটির তরফ থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.