আগ্রা, 19 ডিসেম্বর: তাজমহলের আবাসন কর (Taj Mahal House Tax) জমা দেওয়ার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) বিভাগকে নোটিশ পাঠাল আগ্রা পৌরনিগম (Agra Municipal Corporation)। তাজমহল ও বেবি তাজের (ইতমাদ-উদ-দৌলা মেমোরিয়াল) বকেয়া হাউস ট্যাক্সের জন্য নোটিশ পাঠিয়েছে পৌরনিগম । এএসআইকে 15 দিনের মধ্যে সেই কর জমা দিতে বলা হয়েছে । নোটিশ দেখে বিস্মিত এএসআই কর্মকর্তারা (Agra Municipal Corporation Notice to ASI)। প্রথমবার এএসআই তাজমহল এবং বেবি তাজের আবাসন কর জমা দেওয়ার নোটিশ পেল । এ ব্যাপারে পৌরনিগমকে চিঠি পাঠিয়েছেন এএসআই অফিসাররা (Notice to ASI for House Tax)৷
বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত তাজমহল । সেই তাজমহলের জন্য গত 102 বছরে প্রথমবার এএসআই আবাসন কর জমা দেওয়ার নোটিশ পেয়েছে । এএসআই যে নোটিশ পেয়েছে, সেটি আগ্রা পৌরনিগমের ট্যাক্স অ্যাসেসমেন্ট অফিসার গত 25 নভেম্বর জারি করেছেন । কিন্তু সেই নোটিশ সম্প্রতি এএসআই-এর হাতে এসেছে । এর সঙ্গে যমুনার ওপারে অবস্থিত ইতমাদ-উদ-দৌলার জন্যও আবাসন করের নোটিশ দেওয়া হয়েছে । এএসআই কর্মকর্তারা বলছেন, ব্রিটিশ শাসনকালের সময় থেকে স্মৃতিসৌধের আবাসন কর নেওয়া হয়নি । সেই কারণে পৌরনিগমের এই নোটিশে আধিকারিকরাও বিস্মিত ।
পৌরনিগমের জারি করা নোটিশ অনুসারে, 31 মার্চ, 2022 পর্যন্ত, জমির কর বকেয়া 88,784 টাকা এবং এর উপর 47,943 টাকা সুদ রয়েছে । 2022-23 আর্থিক বছরের জন্য এই গৃহ কর দেখানো হয়েছে 11,098 টাকা । তাজমহলের জন্য মোট 1,47,826 টাকা হাউস ট্যাক্স জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: চাঁদনি রাতে খুলছে শাহজাহান-মমতাজ প্রেমসমাধি, জ্যোৎস্নায় দেখা যাবে তাজমহল
এএসআই-এর সুপারিনটেনডেন্ট প্রত্নতাত্ত্বিক রাজকুমার সরকার বলেছেন যে, বিশ্ব ঐতিহ্য তাজমহল এবং ইতমাদ-উদ-দৌলা স্মৃতিসৌধের আবাসন কর জমা দেওয়ার জন্য পৌরনিগমের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে । আগ্রায় তাজমহল-সহ সমস্ত স্মৃতিস্তম্ভ দেখাশোনা করে এএসআই । যদিও এই সুরক্ষিত স্মৃতিস্তম্ভ কেন্দ্রীয় সরকারের অধীনে ।
সহকারী পৌর কমিশনার সরিতা সিং জানান, সাই কনস্ট্রাকশন কোম্পানি স্যাটেলাইট ইমেজ ম্যাপিংয়ের মাধ্যমে হাউস ট্যাক্সের জন্য জরিপ করেছিল । তার ভিত্তিতে নোটিশ জারি করা হয়েছে । কোম্পানিটি জরিপেও অনেক ভুল করেছে, যার কারণে নোটিশও পাঠানো হয়েছে ভুল ভাবে । এ নিয়েও প্রশ্ন উঠেছে । এখন যা কিছু ভুল নোটিশ জারি করেছে কোম্পানিটি, সেগুলি সংশোধন করা হচ্ছে এবং এর তদন্ত করা হবে ।