ETV Bharat / bharat

1st Kashmir Multiplex: কাশ্মীরে ফিরল সিনেমা ! পুলওয়ামা-শোপিয়ানে খুলল মাল্টিপ্লেক্স, প্রথম স্ক্রিনিং-এ আমিরের ছবি - মাল্টিপ্লেক্সের উদ্বোধন

পুলওয়ামা ও শোপিয়ানে দুটি মাল্টিপ্লেক্সের উদ্বোধন (1st Kashmir Multiplex) করলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Multiplex cinema halls inaugurated)৷ মঙ্গলবার প্রথম স্ক্রিনিং-এ দেখানো হবে আমির খানের ছবি লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha)৷

After decades long wait two multiplex cinema halls inaugurated in pulwama shopian
কাশ্মীরে ফিরল সিনেমা ! পুলওয়ামা-শোপিয়ানে খুলল মাল্টিপ্লেক্স, প্রথম স্ক্রিনিং-এ আমিরের ছবি
author img

By

Published : Sep 18, 2022, 7:20 PM IST

শ্রীনগর, 18 সেপ্টেম্বর: কাশ্মীরে ফিরল সিনেমা হল (1st Kashmir Multiplex)৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা ও শোপিয়ানে একটি করে মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ৷ সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শিগগিরই অনন্তনাগ, শ্রীনগর, বান্দিপোরা, গান্ডেরওয়াল, ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশতওয়ার ও রিয়াসিতেও খুলবে সিনেমা হল (Multiplex cinema halls inaugurated)৷

পুলওয়ামায় সাংবাদিকদের উদ্দেশে মনোজ সিনহা বলেছেন, "খুব শিগগিরই আমরা জম্মু ও কাশ্মীরের প্রতিটি জেলায় এমনই মাল্টিপারপাস সিনেমা হল তৈরি করব ৷ আজ আমি পুলওয়ামা ও শোপিয়ানের যুব সম্প্রদায়কে এই সিনেমা হলগুলি উৎসর্গ করলাম ৷"

এই ঘটনার ভিডিয়ো টুইট করে এই দিনটিকে ভূস্বর্গের ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেছে এলজি-র দফতর ৷ টুইটে লেখা হয়েছে, "জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এটা একটা ঐতিহাসিক দিন ৷ পুলওয়ামা ও শোপিয়ানে মাল্টিপারপাস সিনেমা হলের উদ্বোধন হল ৷ এখানে যুব সম্প্রদায়ের জন্য মুভির স্ক্রিনিং, ইনফোটেইনমেন্ট ও স্কিলিং-এর পরিষেবা থাকছে ৷"

শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের প্রথম আইনক্স মাল্টিপ্লেক্স দর্শকদের জন্য খুলছে মঙ্গলবার ৷ আর প্রথম দিনেই সেখানে দেখানো হবে আমির খানের লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha)৷ সেই মাল্টিপ্লেক্সে তিনটি মুভি থিয়েটার থাকবে, যেখানে আসন সংখ্যা থাকবে 520 ৷ এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে তিন দশক পর মাল্টিপ্লেক্স ফিরল কাশ্মীরে ৷

আরও পড়ুন: তিন দশক পর ফিরছে বলিউড! প্রথম আইনক্স পেতে চলেছে কাশ্মীর

1990-এর দশক পর্যন্ত বলিউড ফিল্মের অন্যতম পছন্দের লোকেশন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের কারণে বন্ধ রাখতে হয়েছিল সিনেমা হল ৷ কর্তৃপক্ষ সিনেমা হল খোলার প্রচেষ্টা চালালেও 1999 সালের সেপ্টেম্বর মাসে লাল চকের প্রাণকেন্দ্রে রিগাল সিনেমা হলে ভয়াবহ গ্রেনেড হামলা করে জঙ্গিরা ৷ সন্ত্রাসবাদী হুমকির জেরে সিনেমা হলের মালিকরা আর এই ব্যবসা চালানোর সাহস পাননি ৷ ফলে এত বছর পর ফের ভূস্বর্গে মাল্টিপ্লেক্স খুলে যাওয়ায় খুশি চিত্রনির্মাতা ও শিল্পীরা ৷

শ্রীনগর, 18 সেপ্টেম্বর: কাশ্মীরে ফিরল সিনেমা হল (1st Kashmir Multiplex)৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা ও শোপিয়ানে একটি করে মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ৷ সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শিগগিরই অনন্তনাগ, শ্রীনগর, বান্দিপোরা, গান্ডেরওয়াল, ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশতওয়ার ও রিয়াসিতেও খুলবে সিনেমা হল (Multiplex cinema halls inaugurated)৷

পুলওয়ামায় সাংবাদিকদের উদ্দেশে মনোজ সিনহা বলেছেন, "খুব শিগগিরই আমরা জম্মু ও কাশ্মীরের প্রতিটি জেলায় এমনই মাল্টিপারপাস সিনেমা হল তৈরি করব ৷ আজ আমি পুলওয়ামা ও শোপিয়ানের যুব সম্প্রদায়কে এই সিনেমা হলগুলি উৎসর্গ করলাম ৷"

এই ঘটনার ভিডিয়ো টুইট করে এই দিনটিকে ভূস্বর্গের ঐতিহাসিক দিন বলে বর্ণনা করেছে এলজি-র দফতর ৷ টুইটে লেখা হয়েছে, "জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এটা একটা ঐতিহাসিক দিন ৷ পুলওয়ামা ও শোপিয়ানে মাল্টিপারপাস সিনেমা হলের উদ্বোধন হল ৷ এখানে যুব সম্প্রদায়ের জন্য মুভির স্ক্রিনিং, ইনফোটেইনমেন্ট ও স্কিলিং-এর পরিষেবা থাকছে ৷"

শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের প্রথম আইনক্স মাল্টিপ্লেক্স দর্শকদের জন্য খুলছে মঙ্গলবার ৷ আর প্রথম দিনেই সেখানে দেখানো হবে আমির খানের লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha)৷ সেই মাল্টিপ্লেক্সে তিনটি মুভি থিয়েটার থাকবে, যেখানে আসন সংখ্যা থাকবে 520 ৷ এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে তিন দশক পর মাল্টিপ্লেক্স ফিরল কাশ্মীরে ৷

আরও পড়ুন: তিন দশক পর ফিরছে বলিউড! প্রথম আইনক্স পেতে চলেছে কাশ্মীর

1990-এর দশক পর্যন্ত বলিউড ফিল্মের অন্যতম পছন্দের লোকেশন কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের কারণে বন্ধ রাখতে হয়েছিল সিনেমা হল ৷ কর্তৃপক্ষ সিনেমা হল খোলার প্রচেষ্টা চালালেও 1999 সালের সেপ্টেম্বর মাসে লাল চকের প্রাণকেন্দ্রে রিগাল সিনেমা হলে ভয়াবহ গ্রেনেড হামলা করে জঙ্গিরা ৷ সন্ত্রাসবাদী হুমকির জেরে সিনেমা হলের মালিকরা আর এই ব্যবসা চালানোর সাহস পাননি ৷ ফলে এত বছর পর ফের ভূস্বর্গে মাল্টিপ্লেক্স খুলে যাওয়ায় খুশি চিত্রনির্মাতা ও শিল্পীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.