মুম্বই, 27 সেপ্টেম্বর: ইন্টারনেটে আত্মহত্যার উপায় সার্চ ৷ আত্মহত্যার উপায় কী কী হতে পারে, তা সার্চ করেছিলেন এক ব্যক্তি ৷ তাই নজরে পরে ইন্টারপোলের ৷ আর তা মহারাষ্ট্র পুলিশকে জানানো হয় ইন্টারপোলের তরফে ৷ যার জেরে প্রাণ বাঁচল বছর 28-এর ওই ব্যক্তি ৷ বুধাবার মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই ব্যক্তি ইন্টারনেটে 'সবচেয়ে ভালো আত্মহত্যার উপায় কী' তা লিখে সার্চ করছিলেন ৷ সেই সূত্র ধরেই তাকে প্রাণ বাঁচালল ইন্টারপোল ৷
পুলিশ সূত্রে খবর, "মঙ্গলবার বিকেলে ইন্টারপোলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুম্বই পুলিশের অপরাধ শাখার ইউনিট -11 উদ্ধার অভিযান শুরু করে ৷ ওই ব্যক্তির মোবাইল নম্বর ইন্টারপোলের পক্ষ থেকে মুম্বই পুলিশকে দেওয়া হয় ৷ সেই সূত্র অনুসরণ করেই পুলিশ সাবরবন মালবনি এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে ৷ ওই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা ৷ জানা গিয়েছে, "ওই ব্যক্তি রাজস্থানের অর্ন্তগত পশ্চিম মালাডের মালভানির বাসিন্দা । তিনি পারিবারিক কারণে মানসিক অবসাদের স্বীকার ৷ দু’বছর ধরে একটি তাঁর মা মুম্বই সংশোধনাগারে বন্দি ৷ তিনি কিছুতেই মা’কে সেখান থেকে মুক্ত করতে পারছিলেন না ৷ সে ই কারণেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তা থেকে আত্মহত্যার চেষ্টা কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ব্যক্তি মালবনি যাওয়ার তিনি মীরা রোডে আত্মীয়দের সঙ্গে থাকতেন ৷ গত ছ মাস ধরে তিনি বেকার ছিলেন ৷ জেল থেকে মায়ের জামিন করাতে না পেরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তাই অনলাইনে আত্মহত্যার উপায় লিখে সার্চ করছিলেন ৷ যা ইন্টারপোলের কর্মকর্তাদের নজরে পড়ে ৷ তাঁরা ওই ব্যক্তির মোবাইল ফোন নম্বর-সহ বেশ কিছু তথ্য মুম্বই পুলিশকে একটি ইমেল মারফত পাঠা পাঠিয়েছিল ৷ সেই তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ মোবাইল ফোনের ব্যবহারকারী সম্পর্কে জানতে পারে যে ওই ব্যক্তি মালভানিতে ছিলেন ৷ ঘটনাস্থলে যায় পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে ৷ পেশাদার কাউন্সিলরদের পরামর্শের পর তাঁকে শহরে তাঁর আত্মীয়ের বাড়িতে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: ব্রেক আপ, নাকি কোচিং সেন্টারের চাপ ? কোটার ছাত্রীর আত্মহত্যায় রহস্য
ইন্টারপোল কি ? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন যা সাধারণভাবে ইন্টারপোল নামে পরিচিত ৷ একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী পুলিশ সহযোগিতা এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করে ।