ETV Bharat / bharat

রাম মন্দিরের উদ্বোধনে আদবানি-মুরলী মনোহর যোশীকে যেতে বারণ করল ট্রাস্ট - মুরলী মনোহর যোশী

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকছেন না লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীর মতো বিজেপির বরিষ্ঠ নেতারা ৷ জানালেন রাম মন্দির ট্রাস্টের প্রধান ৷

Ram temple Trust chief
লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশী
author img

By ANI

Published : Dec 19, 2023, 6:04 PM IST

Updated : Dec 19, 2023, 6:35 PM IST

অযোধ্যা, 19 ডিসেম্বর: আগামী মাসে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মহোৎসবে থাকছেন না বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি এবং কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর যোশী ৷ সোমবার মন্দিরের ট্রাস্ট এ কথা জানিয়েছে ।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, বয়স ও স্বাস্থ্যের কথা বিচার করে 96 বছর বয়সি আদবানি এবং সামনের মাসে নব্বই ছোঁয়া যোশীকে আগামী 24 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে । উল্লেখ্য, আদবানি এবং যোশী রাম মন্দির আন্দোলনের অগ্রভাগে ছিলেন ৷ 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের যুগান্তকারী রায় যায় হিন্দুদের পক্ষে ৷ নিষ্পত্তি হয় কয়েক দশকের পুরনো বিরোধের ৷

রাম মন্দিরের ওই বিশেষ অনুষ্ঠানের তোড়জোড় চলছে জোরকদমে ৷ দেশের বহু বিশিষ্ট ব্যক্তিদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত এবং দক্ষিণের সুপারস্টার রজনীকান্তও এই উৎসবে অংশ নেবেন । এছাড়াও দেশের কয়েকজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ক্রীড়াবিদ ও সমাজকর্মীকেও আমন্ত্রণপত্র পাঠিয়েছে ট্রাস্ট ।

আমন্ত্রিতদের তালিকায় প্রথম সারিতে স্থান দেওয়া হয়েছে রাম মন্দির আন্দোলনের অগ্রভাগে থাকা সেই নেতাদের যাঁদের জন্য আজ তৈরি হচ্ছে বিশাল রাম মন্দির । সেখানে নাম রয়েছে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীর । শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাঁদের আমন্ত্রণ জানিয়েছে ঠিকই, তবে একইসঙ্গে বয়সের কথা বিবেচনা করে তাঁদের সে দিন অযোধ্যায় না আসার আবেদনও করেছে ট্রাস্ট ।

আরও পড়ুন:

  1. অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয়
  2. রাম মন্দিরের পুরোহিত হিসাবে নির্বাচিত হলেন যোগীরাজ্যের 'ভক্ত' ছাত্র
  3. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও

অযোধ্যা, 19 ডিসেম্বর: আগামী মাসে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মহোৎসবে থাকছেন না বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি এবং কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর যোশী ৷ সোমবার মন্দিরের ট্রাস্ট এ কথা জানিয়েছে ।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, বয়স ও স্বাস্থ্যের কথা বিচার করে 96 বছর বয়সি আদবানি এবং সামনের মাসে নব্বই ছোঁয়া যোশীকে আগামী 24 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে । উল্লেখ্য, আদবানি এবং যোশী রাম মন্দির আন্দোলনের অগ্রভাগে ছিলেন ৷ 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের যুগান্তকারী রায় যায় হিন্দুদের পক্ষে ৷ নিষ্পত্তি হয় কয়েক দশকের পুরনো বিরোধের ৷

রাম মন্দিরের ওই বিশেষ অনুষ্ঠানের তোড়জোড় চলছে জোরকদমে ৷ দেশের বহু বিশিষ্ট ব্যক্তিদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত এবং দক্ষিণের সুপারস্টার রজনীকান্তও এই উৎসবে অংশ নেবেন । এছাড়াও দেশের কয়েকজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ক্রীড়াবিদ ও সমাজকর্মীকেও আমন্ত্রণপত্র পাঠিয়েছে ট্রাস্ট ।

আমন্ত্রিতদের তালিকায় প্রথম সারিতে স্থান দেওয়া হয়েছে রাম মন্দির আন্দোলনের অগ্রভাগে থাকা সেই নেতাদের যাঁদের জন্য আজ তৈরি হচ্ছে বিশাল রাম মন্দির । সেখানে নাম রয়েছে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীর । শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাঁদের আমন্ত্রণ জানিয়েছে ঠিকই, তবে একইসঙ্গে বয়সের কথা বিবেচনা করে তাঁদের সে দিন অযোধ্যায় না আসার আবেদনও করেছে ট্রাস্ট ।

আরও পড়ুন:

  1. অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয়
  2. রাম মন্দিরের পুরোহিত হিসাবে নির্বাচিত হলেন যোগীরাজ্যের 'ভক্ত' ছাত্র
  3. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
Last Updated : Dec 19, 2023, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.