ETV Bharat / bharat

Adhir Ranjan Chowdhury: সম্মতি না-নিয়েই 'এক দেশ এক নির্বাচন' কমিটিতে তাঁর নাম, দাবি অধীরের

'এক দেশ এক নির্বাচন' নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কেন্দ্র যে কমিটি গড়েছে, সেখানে সম্মতি না নিয়েই তাঁর নাম দেওয়া হয়েছে ৷ দাবি করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷

ETV Bharat
অধীররঞ্জন চৌধুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 4:36 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: নিজের অবস্থানেই অনড় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ সোমবার তিনি ফের জানিয়েছেন, 'এক দেশ এক নির্বাচন' সংক্রান্ত হাই লেভেল কমিটিতে তাঁর নাম সংযোজন করার আগে কোনও মতামত নেয়নি কেন্দ্র, তিনিও কোনও সম্মতিও দেননি ৷ তাঁর অজ্ঞাতেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন ওই কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে বলে আগেই দাবি করেছিলেন অধীর ৷ এমনকি ওই কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করে শনিবার তিনি চিঠিও পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷

এদিন সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর চৌধুরী জানিয়েছেন, ওই বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রের কোনও মন্ত্রী তাঁদে ফোন করেননি ৷ এক আমলাকে দিয়ে রাত 11টায় তাঁকে ফোন করানো হয় ৷ অধীরের কথায়, "31 অগস্ট (বৃহস্পতিবার) রাত 11টায় প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি মিশ্র আমার অফিসে ফোন করেন ৷ আমার দফতরের সেক্রেটারি প্রথমে সেই ফোন ধরেন ৷ এরপর আমাদের কথা হয় ৷ উনি আমাকে জানান সরকার একটি কমিটি গঠন করতে চাইছে এবং কেন্দ্র চায় আমি সেই কমিটিতে থাকি ৷ কমিটির প্রধান হবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আমি তাঁকে বলি এক দেশ এক নির্বাচন নিয়ে সব কাগজপত্র আমাকে পাঠান ৷ সেই নথি দেখে আমি সিদ্ধান্ত নেব এবং আমার মত জানাব ৷ আমায় একজন সরকারি আধিকারিক ফোন করেছিলেন রাত 11টায়, কোনও মন্ত্রী নয় ৷ একজন 'বাবু'কে দায়িত্ব দেওয়া হয়েছিল সেদিন রাতে ফোনে আমার সঙ্গে কথা বলার..."

  • #WATCH | Delhi: On the committee for 'One Nation, One Election', Congress MP Adhir Ranjan Chowdhury says, "...On 31st (August) at 11 pm, my office secretary received a call from PM's Principal Secretary Mishra... He told me that the government is going to make a committee and… pic.twitter.com/ZxYPxqdpXd

    — ANI (@ANI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট' ভারতের সব রাজ্যের উপর আক্রমণ, অভিযোগ রাহুলের

শনিবার ওই কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ৷ আট সদস্যের ওই উচ্চ পর্যায়ের কমিটিতে রাখা হয় অধীর চৌধুরীকেও ৷ পরে সেদিন রাতেই অধীর জানিয়ে দেন তিনি ওই কমিটির সদস্য হতে রাজি নন ৷ এর প্রেক্ষিতে রবিবার কেন্দ্র সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছিল, সম্মতি নিয়েই অধীরের নাম ওই কমিটিতে রাখা হয় ৷ কিন্তু অধীরের বক্তব্যে অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির দুদিন আগে তাঁকে ফোন করা হলেও, তিনি ওই কমিটিতে থাকার বিষয়ে কোনও সম্মতি দেননি এমনকি কাগজপত্র না দেখে কোনও মতও জানাতে চাননি ৷ (তথ্যসূত্র- এএনআই)

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: নিজের অবস্থানেই অনড় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ সোমবার তিনি ফের জানিয়েছেন, 'এক দেশ এক নির্বাচন' সংক্রান্ত হাই লেভেল কমিটিতে তাঁর নাম সংযোজন করার আগে কোনও মতামত নেয়নি কেন্দ্র, তিনিও কোনও সম্মতিও দেননি ৷ তাঁর অজ্ঞাতেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন ওই কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে বলে আগেই দাবি করেছিলেন অধীর ৷ এমনকি ওই কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করে শনিবার তিনি চিঠিও পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷

এদিন সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর চৌধুরী জানিয়েছেন, ওই বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রের কোনও মন্ত্রী তাঁদে ফোন করেননি ৷ এক আমলাকে দিয়ে রাত 11টায় তাঁকে ফোন করানো হয় ৷ অধীরের কথায়, "31 অগস্ট (বৃহস্পতিবার) রাত 11টায় প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি মিশ্র আমার অফিসে ফোন করেন ৷ আমার দফতরের সেক্রেটারি প্রথমে সেই ফোন ধরেন ৷ এরপর আমাদের কথা হয় ৷ উনি আমাকে জানান সরকার একটি কমিটি গঠন করতে চাইছে এবং কেন্দ্র চায় আমি সেই কমিটিতে থাকি ৷ কমিটির প্রধান হবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আমি তাঁকে বলি এক দেশ এক নির্বাচন নিয়ে সব কাগজপত্র আমাকে পাঠান ৷ সেই নথি দেখে আমি সিদ্ধান্ত নেব এবং আমার মত জানাব ৷ আমায় একজন সরকারি আধিকারিক ফোন করেছিলেন রাত 11টায়, কোনও মন্ত্রী নয় ৷ একজন 'বাবু'কে দায়িত্ব দেওয়া হয়েছিল সেদিন রাতে ফোনে আমার সঙ্গে কথা বলার..."

  • #WATCH | Delhi: On the committee for 'One Nation, One Election', Congress MP Adhir Ranjan Chowdhury says, "...On 31st (August) at 11 pm, my office secretary received a call from PM's Principal Secretary Mishra... He told me that the government is going to make a committee and… pic.twitter.com/ZxYPxqdpXd

    — ANI (@ANI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট' ভারতের সব রাজ্যের উপর আক্রমণ, অভিযোগ রাহুলের

শনিবার ওই কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ৷ আট সদস্যের ওই উচ্চ পর্যায়ের কমিটিতে রাখা হয় অধীর চৌধুরীকেও ৷ পরে সেদিন রাতেই অধীর জানিয়ে দেন তিনি ওই কমিটির সদস্য হতে রাজি নন ৷ এর প্রেক্ষিতে রবিবার কেন্দ্র সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছিল, সম্মতি নিয়েই অধীরের নাম ওই কমিটিতে রাখা হয় ৷ কিন্তু অধীরের বক্তব্যে অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির দুদিন আগে তাঁকে ফোন করা হলেও, তিনি ওই কমিটিতে থাকার বিষয়ে কোনও সম্মতি দেননি এমনকি কাগজপত্র না দেখে কোনও মতও জানাতে চাননি ৷ (তথ্যসূত্র- এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.