ETV Bharat / bharat

Adhir Ranjan Chowdhury: সম্মতি না-নিয়েই 'এক দেশ এক নির্বাচন' কমিটিতে তাঁর নাম, দাবি অধীরের - এক দেশ এক নির্বাচন

'এক দেশ এক নির্বাচন' নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কেন্দ্র যে কমিটি গড়েছে, সেখানে সম্মতি না নিয়েই তাঁর নাম দেওয়া হয়েছে ৷ দাবি করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷

ETV Bharat
অধীররঞ্জন চৌধুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 4:36 PM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: নিজের অবস্থানেই অনড় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ সোমবার তিনি ফের জানিয়েছেন, 'এক দেশ এক নির্বাচন' সংক্রান্ত হাই লেভেল কমিটিতে তাঁর নাম সংযোজন করার আগে কোনও মতামত নেয়নি কেন্দ্র, তিনিও কোনও সম্মতিও দেননি ৷ তাঁর অজ্ঞাতেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন ওই কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে বলে আগেই দাবি করেছিলেন অধীর ৷ এমনকি ওই কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করে শনিবার তিনি চিঠিও পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷

এদিন সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর চৌধুরী জানিয়েছেন, ওই বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রের কোনও মন্ত্রী তাঁদে ফোন করেননি ৷ এক আমলাকে দিয়ে রাত 11টায় তাঁকে ফোন করানো হয় ৷ অধীরের কথায়, "31 অগস্ট (বৃহস্পতিবার) রাত 11টায় প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি মিশ্র আমার অফিসে ফোন করেন ৷ আমার দফতরের সেক্রেটারি প্রথমে সেই ফোন ধরেন ৷ এরপর আমাদের কথা হয় ৷ উনি আমাকে জানান সরকার একটি কমিটি গঠন করতে চাইছে এবং কেন্দ্র চায় আমি সেই কমিটিতে থাকি ৷ কমিটির প্রধান হবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আমি তাঁকে বলি এক দেশ এক নির্বাচন নিয়ে সব কাগজপত্র আমাকে পাঠান ৷ সেই নথি দেখে আমি সিদ্ধান্ত নেব এবং আমার মত জানাব ৷ আমায় একজন সরকারি আধিকারিক ফোন করেছিলেন রাত 11টায়, কোনও মন্ত্রী নয় ৷ একজন 'বাবু'কে দায়িত্ব দেওয়া হয়েছিল সেদিন রাতে ফোনে আমার সঙ্গে কথা বলার..."

  • #WATCH | Delhi: On the committee for 'One Nation, One Election', Congress MP Adhir Ranjan Chowdhury says, "...On 31st (August) at 11 pm, my office secretary received a call from PM's Principal Secretary Mishra... He told me that the government is going to make a committee and… pic.twitter.com/ZxYPxqdpXd

    — ANI (@ANI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট' ভারতের সব রাজ্যের উপর আক্রমণ, অভিযোগ রাহুলের

শনিবার ওই কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ৷ আট সদস্যের ওই উচ্চ পর্যায়ের কমিটিতে রাখা হয় অধীর চৌধুরীকেও ৷ পরে সেদিন রাতেই অধীর জানিয়ে দেন তিনি ওই কমিটির সদস্য হতে রাজি নন ৷ এর প্রেক্ষিতে রবিবার কেন্দ্র সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছিল, সম্মতি নিয়েই অধীরের নাম ওই কমিটিতে রাখা হয় ৷ কিন্তু অধীরের বক্তব্যে অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির দুদিন আগে তাঁকে ফোন করা হলেও, তিনি ওই কমিটিতে থাকার বিষয়ে কোনও সম্মতি দেননি এমনকি কাগজপত্র না দেখে কোনও মতও জানাতে চাননি ৷ (তথ্যসূত্র- এএনআই)

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: নিজের অবস্থানেই অনড় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷ সোমবার তিনি ফের জানিয়েছেন, 'এক দেশ এক নির্বাচন' সংক্রান্ত হাই লেভেল কমিটিতে তাঁর নাম সংযোজন করার আগে কোনও মতামত নেয়নি কেন্দ্র, তিনিও কোনও সম্মতিও দেননি ৷ তাঁর অজ্ঞাতেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন ওই কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে বলে আগেই দাবি করেছিলেন অধীর ৷ এমনকি ওই কমিটির সদস্য পদ প্রত্যাখ্যান করে শনিবার তিনি চিঠিও পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷

এদিন সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধীর চৌধুরী জানিয়েছেন, ওই বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রের কোনও মন্ত্রী তাঁদে ফোন করেননি ৷ এক আমলাকে দিয়ে রাত 11টায় তাঁকে ফোন করানো হয় ৷ অধীরের কথায়, "31 অগস্ট (বৃহস্পতিবার) রাত 11টায় প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি মিশ্র আমার অফিসে ফোন করেন ৷ আমার দফতরের সেক্রেটারি প্রথমে সেই ফোন ধরেন ৷ এরপর আমাদের কথা হয় ৷ উনি আমাকে জানান সরকার একটি কমিটি গঠন করতে চাইছে এবং কেন্দ্র চায় আমি সেই কমিটিতে থাকি ৷ কমিটির প্রধান হবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আমি তাঁকে বলি এক দেশ এক নির্বাচন নিয়ে সব কাগজপত্র আমাকে পাঠান ৷ সেই নথি দেখে আমি সিদ্ধান্ত নেব এবং আমার মত জানাব ৷ আমায় একজন সরকারি আধিকারিক ফোন করেছিলেন রাত 11টায়, কোনও মন্ত্রী নয় ৷ একজন 'বাবু'কে দায়িত্ব দেওয়া হয়েছিল সেদিন রাতে ফোনে আমার সঙ্গে কথা বলার..."

  • #WATCH | Delhi: On the committee for 'One Nation, One Election', Congress MP Adhir Ranjan Chowdhury says, "...On 31st (August) at 11 pm, my office secretary received a call from PM's Principal Secretary Mishra... He told me that the government is going to make a committee and… pic.twitter.com/ZxYPxqdpXd

    — ANI (@ANI) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট' ভারতের সব রাজ্যের উপর আক্রমণ, অভিযোগ রাহুলের

শনিবার ওই কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ৷ আট সদস্যের ওই উচ্চ পর্যায়ের কমিটিতে রাখা হয় অধীর চৌধুরীকেও ৷ পরে সেদিন রাতেই অধীর জানিয়ে দেন তিনি ওই কমিটির সদস্য হতে রাজি নন ৷ এর প্রেক্ষিতে রবিবার কেন্দ্র সরকারের একটি সূত্রে দাবি করা হয়েছিল, সম্মতি নিয়েই অধীরের নাম ওই কমিটিতে রাখা হয় ৷ কিন্তু অধীরের বক্তব্যে অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির দুদিন আগে তাঁকে ফোন করা হলেও, তিনি ওই কমিটিতে থাকার বিষয়ে কোনও সম্মতি দেননি এমনকি কাগজপত্র না দেখে কোনও মতও জানাতে চাননি ৷ (তথ্যসূত্র- এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.