ETV Bharat / bharat

মিডিয়ায় বাড়ল আদানি গোষ্ঠীর ব্যবসার পরিসর, আইএএনএসের অধিকাংশ শেয়ার কিনে নিল সংস্থা - আদানি গোষ্ঠী

Adani Acquires IANSs Stake: চুক্তির অংক প্রকাশ্যে আনা না-হলেও এক বিবৃতিতে তারা আইএএনএসের শেয়ার কিনে নেওয়ার বিষয়টি সম্পর্কে জ্ঞাত করেছে ৷ যেখানে বলা হয়েছে, এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের 50.50 শতাংশ শেয়ার কিনে নিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 5:01 PM IST

Updated : Dec 16, 2023, 5:28 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: কুইন্টিলিওন বিজনেস মিডিয়া, এনডিটিভি'র পর মিডিয়া জগতে ব্যবসার পরিসর আরও বৃদ্ধি করল আদানি গোষ্ঠী ৷ সংবাদসংস্থা আইএএনএস (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস)-এর অধিকাংশ শেয়ার কিনে নিলেন শিল্পপতি গৌতম আদানি ৷

আদানি এন্টারপ্রাইজের তরফে চুক্তির অংক প্রকাশ্যে আনা না-হলেও এক বিবৃতিতে তারা আইএএনএসের শেয়ার কিনে নেওয়ার বিষয়টি সম্পর্কে জ্ঞাত করেছে ৷ বিবৃতিতে লেখা হয়েছে, "এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের 50.50 শতাংশ শেয়ার কিনে নিয়েছে ৷" আইএএনএস প্রাইভেট লিমিটেডের বাকি শেয়ার অবশ্য থাকছে সাংবাদিক সন্দীপ বামজাইয়ের হাতেই ৷ এই মর্মে আদানি গোষ্ঠী আইএএনএস এবং সন্দীপ বামজাইয়ের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে বলে জানা গিয়েছে ৷

চুক্তি মোতাবেক এখন থেকে সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস আদানি গোষ্ঠীর অধীনস্থ সংস্থা ৷ এর আগে গত বছর মার্চে প্রথমবার মিডিয়া জগতে পা রেখেছিল আদানি গোষ্ঠী ৷ কুইন্টিলিওন বিজনেস মিডিয়ার একটা বড় অংশের শেয়ার কিনে নিয়েছিল এএমজি মিডিয়া ৷ পরবর্তীতে গত বছর ডিসেম্বরে এনডিটিভি'র 65 শতাংশ শেয়ার গিয়েছিল আদানি গোষ্ঠীর ঝুলিতে ৷

চলতি মাসের গোড়ার দিকে সাংঘি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসআইএল) সম্পূর্ণভাবে অধিগ্রহণ করেছিল বিলিয়নেয়ার গৌতম আদানির মালিকানাধীন অম্বুজা সিমেন্টস লিমিটেড ৷ গত 5 ডিসেম্বর সংস্থার তরফে ঘোষণা করা হয় অধিগ্রহণের বিষয়টি ৷ শেয়ার প্রতি 121.90 টাকায় কোম্পানিটিকে অধিগ্রহণ করা হয়েছে বলে জানানো হয় আদানি গোষ্ঠীর তরফে ৷

চলতি বছরের গোড়ার দিকে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন এবং কারচুপির অভিযোগ আসার পর থেকে আদানি গোষ্ঠীর শেয়ারে রেকর্ড পতন হতে থাকে ৷ সেই ক্ষতির অংক পুনরুদ্ধারে আগামী দশ বছর বিভিন্ন পরিকাঠামোগত খাতে 84 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর ৷ যার মধ্যে সংস্থা নিজস্ব নেটওয়ার্ক তৈরির জন্য টেলিকম দুনিয়াতেও মেগা এন্ট্রি নিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সাংঘি ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ আদানি গ্রুপের, অফার মূল্য 122 টাকা প্রতি শেয়ার
  2. বাণিজ্য সম্মেলন থেকে তাজপুর বন্দরের জন্য নতুন টেন্ডারের ইঙ্গিত, তবে কি আদানিদের সঙ্গে চুক্তি বাদ!
  3. ভারত 4 ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে সামিল ? আদানি থেকে ফড়নবিশকে অভিনন্দন

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: কুইন্টিলিওন বিজনেস মিডিয়া, এনডিটিভি'র পর মিডিয়া জগতে ব্যবসার পরিসর আরও বৃদ্ধি করল আদানি গোষ্ঠী ৷ সংবাদসংস্থা আইএএনএস (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস)-এর অধিকাংশ শেয়ার কিনে নিলেন শিল্পপতি গৌতম আদানি ৷

আদানি এন্টারপ্রাইজের তরফে চুক্তির অংক প্রকাশ্যে আনা না-হলেও এক বিবৃতিতে তারা আইএএনএসের শেয়ার কিনে নেওয়ার বিষয়টি সম্পর্কে জ্ঞাত করেছে ৷ বিবৃতিতে লেখা হয়েছে, "এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের 50.50 শতাংশ শেয়ার কিনে নিয়েছে ৷" আইএএনএস প্রাইভেট লিমিটেডের বাকি শেয়ার অবশ্য থাকছে সাংবাদিক সন্দীপ বামজাইয়ের হাতেই ৷ এই মর্মে আদানি গোষ্ঠী আইএএনএস এবং সন্দীপ বামজাইয়ের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে বলে জানা গিয়েছে ৷

চুক্তি মোতাবেক এখন থেকে সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস আদানি গোষ্ঠীর অধীনস্থ সংস্থা ৷ এর আগে গত বছর মার্চে প্রথমবার মিডিয়া জগতে পা রেখেছিল আদানি গোষ্ঠী ৷ কুইন্টিলিওন বিজনেস মিডিয়ার একটা বড় অংশের শেয়ার কিনে নিয়েছিল এএমজি মিডিয়া ৷ পরবর্তীতে গত বছর ডিসেম্বরে এনডিটিভি'র 65 শতাংশ শেয়ার গিয়েছিল আদানি গোষ্ঠীর ঝুলিতে ৷

চলতি মাসের গোড়ার দিকে সাংঘি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসআইএল) সম্পূর্ণভাবে অধিগ্রহণ করেছিল বিলিয়নেয়ার গৌতম আদানির মালিকানাধীন অম্বুজা সিমেন্টস লিমিটেড ৷ গত 5 ডিসেম্বর সংস্থার তরফে ঘোষণা করা হয় অধিগ্রহণের বিষয়টি ৷ শেয়ার প্রতি 121.90 টাকায় কোম্পানিটিকে অধিগ্রহণ করা হয়েছে বলে জানানো হয় আদানি গোষ্ঠীর তরফে ৷

চলতি বছরের গোড়ার দিকে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন এবং কারচুপির অভিযোগ আসার পর থেকে আদানি গোষ্ঠীর শেয়ারে রেকর্ড পতন হতে থাকে ৷ সেই ক্ষতির অংক পুনরুদ্ধারে আগামী দশ বছর বিভিন্ন পরিকাঠামোগত খাতে 84 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর ৷ যার মধ্যে সংস্থা নিজস্ব নেটওয়ার্ক তৈরির জন্য টেলিকম দুনিয়াতেও মেগা এন্ট্রি নিয়েছে ৷

আরও পড়ুন:

  1. সাংঘি ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ আদানি গ্রুপের, অফার মূল্য 122 টাকা প্রতি শেয়ার
  2. বাণিজ্য সম্মেলন থেকে তাজপুর বন্দরের জন্য নতুন টেন্ডারের ইঙ্গিত, তবে কি আদানিদের সঙ্গে চুক্তি বাদ!
  3. ভারত 4 ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে সামিল ? আদানি থেকে ফড়নবিশকে অভিনন্দন
Last Updated : Dec 16, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.