মুম্বই, 2 সেপ্টেম্বর : চলে গেলেন জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৷ বৃহস্পতিবার কুপার হাসপাতালের তরফে অভিনেতার মৃত্যুসংবাদ জানানো হয় ৷ দীর্ঘদিন ধরে চলা টেলিভিশন শো বালিকা বধূ-তে অভিনয়ের জন্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন ৷
আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সেই থেমে যেত হল এই জনপ্রিয় অভিনেতাকে ৷ রেখে গেলেন মা ও দুই বোনকে ৷
কুপার হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, "অভিনেতাকে হাসপাতালে আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ৷ প্রায় মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয় তাঁকে ৷"
শোবিজ -এ মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন সিদ্ধার্থ শুক্লা ৷ টেলিভিশন শো 'বাবুল কা আঙ্গান ছোটে না' তে মুখ্য চরিত্র দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ৷
পরবর্তীতে 'জানে পেহচানে সে','ইয়ে আজনবি','লাভ ইউ জিন্দেগি'-এর মতো শো-তে দেখা গিয়েছিল তাঁকে ৷ তবে 'বালিকা বধূ'-তে অভিনয় করে সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেন তিনি ৷
অংশ নিয়েছিলেন একাধিক জনপ্রিয় শো-তে ৷ 'ঝলক দিখলা যা-6' থেকে শুরু করে 'ফিয়ার ফ্যাক্টর : খতরোঁ কে খিলাড়ি-7' ও 'বিগ বস-13', সব মঞ্চেই সাবলীল ছিলেন তিনি ৷
2014 সালে করণ জোহর প্রযোজিত 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বলিউডে পা রাখেন সিদ্ধার্থ শুক্লা ৷
আরও পড়ুন : Saira Banu: অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে