নিওয়ারি (মধ্যপ্রদেশ), 22 জানুয়ারি: চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Election)৷ তার আগেই পুলিশ ও প্রশাসনের কর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে নয়া বিতর্কের জন্ম দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath Warns Police)৷ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে পুলিশকে সতর্ক করে তিনি বললেন, "আচ্ছা হিসাব লিয়া যায়েগা (Acha Hisab Liya Jaaega)৷" বাংলায় যার আক্ষরিক অর্থ, ভালো করে হিসেব নেওয়া হবে ৷
পুলিশকে হুমকি কমল নাথের: আর আট মাসের মধ্যেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার ঠিক আগে পুলিশকে হুমকি দিতে শোনা গেল সে রাজ্যের (Madhya Pradesh News) প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে (Kamal Nath News)৷ তিনি বলেন, "আট মাসের মধ্যে নির্বাচন হবে এবং আমি সবাইকে বলতে চাই আক্রমণাত্মক বা ভীত হবেন না । সমস্ত পুলিশ অফিসারদের কান খোলা রেখে শোনা উচিত যে, আসন্ন নির্বাচনে প্রত্যেকের হিসাব নেওয়া হবে ৷"
কমলের মন্তব্যের নিন্দা বিজেপির: কমলের "আচ্ছা হিসাব লিয়া যায়েগা" মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি ৷ দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা বলেছেন যে, কমল নাথ তাঁর অগণতান্ত্রিক ইমার্জেন্সি মানসিকতা দেখিয়েছেন । বিজেপি নেতার কথা, "কমল নাথের পুলিশ অফিসার এবং প্রশাসনকে ভয় দেখানোর চেষ্টা এই প্রথম নয় । 2021 সালের অগস্টে তিনি একই ধরনের বিবৃতি দিয়েছিলেন । তাঁর 'আগ লগা দো' বিবৃতিটিও সবার মনে আছে ৷"
কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ: কংগ্রেসকে কটাক্ষ করে, পুনাওয়ালা বলেন যে, দলটি সর্বদা একটি ইমার্জেন্সি মানসিক পোষণ করে ভয় দেখানো, প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে । তিনি বলেন, "এই ধরনের মানসিকতা এটাই দেখায় যে, এটা 'মহব্বত কি দুকান' নয়, 'ধমকি কি দুকান'। কংগ্রেস সবসময়ই জরুরি মানসিকতা, ভয় দেখানো, প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে ।" মধ্যপ্রদেশেও এই দলটি এটাই করছে বলে অভিযোগ করেন শেহজাদ পুনাওয়ালা ।
আরও পড়ুন: কুন্তল ঘোষের গ্রেফতারি আদতে ‘দিদি-মোদি’ সমঝতা, দাবি অধীরের
রাহুলের জবাব চাইল বিজেপি: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুলিশ অফিসার এবং প্রশাসনকে দেওয়া প্রকাশ্য হুমকি প্রসঙ্গে পুনাওয়ালা প্রশ্ন তোলেন যে, কংগ্রেস দল ক্ষমতার বাইরে থাকাকালীনই এটা হচ্ছে, তাহলে তারা ভুল করে ক্ষমতায় এলে পরিস্থিতি কী হবে ? শেহজাদের কথায়, "কংগ্রেস নেতা রাহুল গান্ধির আরও উত্তর দেওয়া উচিত ৷ তাঁর বলা উচিত যে তাঁর দল এই ধরনের বিবৃতি সমর্থন করে নাকি নিন্দা করে ৷"